Advertisement
২৩ এপ্রিল ২০২৪

শাওমি এমআই মিক্স ২ নাকি ওয়ানপ্লাস ৫ কোনটা কিনবেন, জেনে নিন ফিচার

কোনটি ভাল শাওমি এমআই মিক্স ২ না ওয়ানপ্লাস ৫ এই নিয়ে বিতর্ক রয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৪:৫৬
Share: Save:
০১ ২০
শাওমি এমআই মিক্স ২তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।

শাওমি এমআই মিক্স ২তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।

০২ ২০
ওয়ানপ্লাস ৫-এও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকছে।

ওয়ানপ্লাস ৫-এও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকছে।

০৩ ২০
শাওমির এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর।

শাওমির এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর।

০৪ ২০
আর ওয়ান প্লাস ৫-এর প্রসেসর ১.৯জিএইচজেড অক্টা-কোর।

আর ওয়ান প্লাস ৫-এর প্রসেসর ১.৯জিএইচজেড অক্টা-কোর।

০৭ ২০
শাওমির এই ভার্সনটিতে রয়েছে ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ।

শাওমির এই ভার্সনটিতে রয়েছে ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ।

০৮ ২০
সেখানে ওয়ান প্লাস ৫-এর ইন্টারনাল স্টোরেজ একটু কম। তা হল ৬৪ জিবি।

সেখানে ওয়ান প্লাস ৫-এর ইন্টারনাল স্টোরেজ একটু কম। তা হল ৬৪ জিবি।

০৯ ২০
শাওমির হ্যান্ডসেটটির ওজন ১৮৫ গ্রাম।

শাওমির হ্যান্ডসেটটির ওজন ১৮৫ গ্রাম।

১০ ২০
সেখানে ওয়ান প্লাস ৫-এর ওজন ১৫৩ গ্রাম।

সেখানে ওয়ান প্লাস ৫-এর ওজন ১৫৩ গ্রাম।

১১ ২০
এ বার আসা যাক ক্যামেরার কথায়। শাওমি এমআই মিক্স ২-এ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

এ বার আসা যাক ক্যামেরার কথায়। শাওমি এমআই মিক্স ২-এ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

১২ ২০
ওয়ান প্লাস ৫-এ রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

ওয়ান প্লাস ৫-এ রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

১৩ ২০
শাওমি এমআই মিক্স ২ ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

শাওমি এমআই মিক্স ২ ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

১৪ ২০
তবে ওয়ান প্লাস ৫-এর ফ্রন্ট ক্যামেরা আরও একটি বেশি উন্নত। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে।

তবে ওয়ান প্লাস ৫-এর ফ্রন্ট ক্যামেরা আরও একটি বেশি উন্নত। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে।

১৫ ২০
শাওমি এমআই মিক্স ২-এর ব্যাটারির ক্ষমতা ৩৪০০ এমএএইচ।

শাওমি এমআই মিক্স ২-এর ব্যাটারির ক্ষমতা ৩৪০০ এমএএইচ।

১৬ ২০
আর ওয়ানপ্লাস ৫-এর ব্যাটারির ক্ষমতা শাওমি এমআই মিক্স ২-এর চাইতে একটু কম। এই ফোনের ব্যাটারির ক্ষমতা ৩৩০০ এমএএইচ।

আর ওয়ানপ্লাস ৫-এর ব্যাটারির ক্ষমতা শাওমি এমআই মিক্স ২-এর চাইতে একটু কম। এই ফোনের ব্যাটারির ক্ষমতা ৩৩০০ এমএএইচ।

১৭ ২০
শাওমি এমআই মিক্স ২-এর স্ক্রিনের মাপ ৫.৯৯ ইঞ্চি।

শাওমি এমআই মিক্স ২-এর স্ক্রিনের মাপ ৫.৯৯ ইঞ্চি।

১৮ ২০
সেখানে ওয়ানপ্লাস-এর এই ভার্সনটির স্ক্রিনের মাপ ৫.৫০ ইঞ্চি।

সেখানে ওয়ানপ্লাস-এর এই ভার্সনটির স্ক্রিনের মাপ ৫.৫০ ইঞ্চি।

১৯ ২০
এ বার জেনে নেওয়া যাক শাওমি এমআই মিক্স ২-এর দাম কত। ভারতে এই হ্যান্ডসেটটির দাম ৩৫ হাজার ৯৯৯টাকা।

এ বার জেনে নেওয়া যাক শাওমি এমআই মিক্স ২-এর দাম কত। ভারতে এই হ্যান্ডসেটটির দাম ৩৫ হাজার ৯৯৯টাকা।

২০ ২০
আর ওয়ানপ্লাস ৫ ফোনের বাজারদর ৩২ হাজার ৯৯৯টাকা।

আর ওয়ানপ্লাস ৫ ফোনের বাজারদর ৩২ হাজার ৯৯৯টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE