Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Xiaomi

৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের স্মার্টফোন মাত্র ১১ হাজারে!

আকর্ষণীয় ফিচার এবং নতুন অফার নিয়ে ভারতের বাজারে আজই লঞ্চ করছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো। কেনার আগে গ্যালারির পাতায় দেখে নিন রেডমি সিরিজের খুঁটিনাটি।

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৪:১৫
Share: Save:
০১ ১০
আকর্ষণীয় ফিচার এবং নতুন অফার নিয়ে ভারতের বাজারে আজই লঞ্চ করছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো। কেনার আগে গ্যালারির পাতায় দেখে নিন রেডমি সিরিজের খুঁটিনাটি।

আকর্ষণীয় ফিচার এবং নতুন অফার নিয়ে ভারতের বাজারে আজই লঞ্চ করছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো। কেনার আগে গ্যালারির পাতায় দেখে নিন রেডমি সিরিজের খুঁটিনাটি।

০২ ১০
ভারতের বাজারে শাওমির নতুন রেডমি ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে শুক্রবার থেকেই। রেডমি ৫ সিরিজ এবং রেডমি নোট ৫ প্রো পাওয়া যাবে আমাজন ইন্ডিয়া এবং এমআই ডট কম-এ। আর রেডমি নোট ৫ ও প্রো ভ্যারিয়েন্ট মিলবে ফ্লিপকার্ট ও এমআই ডট কম-এ।

ভারতের বাজারে শাওমির নতুন রেডমি ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে শুক্রবার থেকেই। রেডমি ৫ সিরিজ এবং রেডমি নোট ৫ প্রো পাওয়া যাবে আমাজন ইন্ডিয়া এবং এমআই ডট কম-এ। আর রেডমি নোট ৫ ও প্রো ভ্যারিয়েন্ট মিলবে ফ্লিপকার্ট ও এমআই ডট কম-এ।

০৩ ১০
রেডমি-র ফোনগুলিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। রেডমি ৫ সিরিজের তিনটি ভার্সন বাজারে আনছে শাওমি। এ বার ২ জিবি, ৩ জিবি এবং ৪ জিবি র‌্যামের ফোন পাওয়া যাবে আপনার বাজেটের মধ্যেই।

রেডমি-র ফোনগুলিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। রেডমি ৫ সিরিজের তিনটি ভার্সন বাজারে আনছে শাওমি। এ বার ২ জিবি, ৩ জিবি এবং ৪ জিবি র‌্যামের ফোন পাওয়া যাবে আপনার বাজেটের মধ্যেই।

০৪ ১০
রেডমি ৫ সিরিজের ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনের দাম পড়বে ৭,৯৯৯ টাকা, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ১০,৯৯৯ টাকা। অতিরিক্ত ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের সুবিধাও দিচ্ছে রেডমি ৫ সিরিজ।

রেডমি ৫ সিরিজের ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনের দাম পড়বে ৭,৯৯৯ টাকা, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ১০,৯৯৯ টাকা। অতিরিক্ত ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের সুবিধাও দিচ্ছে রেডমি ৫ সিরিজ।

০৫ ১০
৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই রেডমি ৫ সিরিজের ফোনগুলিতে রয়েছে ৪৫০ অক্টা-কোর প্রসেসর, ১২ এমপি ব্যাক এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৩৩০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.২ ভার্সনে পাওয়া যাবে এই সিরিজ।

৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই রেডমি ৫ সিরিজের ফোনগুলিতে রয়েছে ৪৫০ অক্টা-কোর প্রসেসর, ১২ এমপি ব্যাক এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৩৩০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.২ ভার্সনে পাওয়া যাবে এই সিরিজ।

০৬ ১০
৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এই দু’টি ভার্সনে পাওয়া যাবে রেডমি নোট ৫। ৩ জিবি ভার্সনের দাম পড়বে ৯,৯৯৯ টাকা ও ৪ জিবি ভার্সনের দাম ১১,৯৯৯ টাকা। শাওমি জানিয়েছে, অফলাইনে নোট ৫ কিনতে হলে গ্রাহকদের ৫০০ টাকা বেশি দিতে হবে।

৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এই দু’টি ভার্সনে পাওয়া যাবে রেডমি নোট ৫। ৩ জিবি ভার্সনের দাম পড়বে ৯,৯৯৯ টাকা ও ৪ জিবি ভার্সনের দাম ১১,৯৯৯ টাকা। শাওমি জানিয়েছে, অফলাইনে নোট ৫ কিনতে হলে গ্রাহকদের ৫০০ টাকা বেশি দিতে হবে।

০৭ ১০
রেডমি নোট ৫ ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৫.৯৯ এইচডি ডিসপ্লের সঙ্গে ১২ এমপি ব্যাক এবং বিশেষ সেলফি লাইটের ফিচার যুক্ত ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারির সুবিধা।

রেডমি নোট ৫ ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৫.৯৯ এইচডি ডিসপ্লের সঙ্গে ১২ এমপি ব্যাক এবং বিশেষ সেলফি লাইটের ফিচার যুক্ত ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারির সুবিধা।

০৮ ১০
ভারতের বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম শাওমির রেডমি নোট ৫ প্রো। ৪ জিবি র‌্যামের ফোন শুরু হচ্ছে ১৩ হাজার টাকা থেকে। ৬ জিবি র‌্যামের ফোন কিনতে হলে দাম পড়বে ১৬,৯৯৯ টাকা।

ভারতের বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম শাওমির রেডমি নোট ৫ প্রো। ৪ জিবি র‌্যামের ফোন শুরু হচ্ছে ১৩ হাজার টাকা থেকে। ৬ জিবি র‌্যামের ফোন কিনতে হলে দাম পড়বে ১৬,৯৯৯ টাকা।

০৯ ১০
৫.৯৯ এইচডি ডিসপ্লের রেডমি নোট ৫ প্রো-র ফোনগুলিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর, ১২ এমপি ও ৫ এমপি-র ডুয়াল ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি। প্রো স্মার্টফোনগুলিতে ফেসিয়াল রেকগনিশনের ফিচার এনেছে শাওমি।

৫.৯৯ এইচডি ডিসপ্লের রেডমি নোট ৫ প্রো-র ফোনগুলিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর, ১২ এমপি ও ৫ এমপি-র ডুয়াল ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি। প্রো স্মার্টফোনগুলিতে ফেসিয়াল রেকগনিশনের ফিচার এনেছে শাওমি।

১০ ১০
রেডমি সিরিজ বা নোট ৫ যে কোনও ফোন কিনতে গেলে অনলাইনে এ বার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডেই কিনতে হবে গ্রাহকদের। ক্যাস অন ডেলিভারির সুবিধা বন্ধ করে দিয়েছে আমাজন এবং ফ্লিপকার্ট। শুধুমাত্র, এমআই ডট কম-এই ক্যাস অন ডেলিভারির অপশন রাখা হয়েছে।

রেডমি সিরিজ বা নোট ৫ যে কোনও ফোন কিনতে গেলে অনলাইনে এ বার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডেই কিনতে হবে গ্রাহকদের। ক্যাস অন ডেলিভারির সুবিধা বন্ধ করে দিয়েছে আমাজন এবং ফ্লিপকার্ট। শুধুমাত্র, এমআই ডট কম-এই ক্যাস অন ডেলিভারির অপশন রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE