Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জলমগ্ন দক্ষিণবঙ্গ, খেপে উঠছে নদী

দক্ষিণবঙ্গ থেকে আর ১০০ কিমি দূরে ঘূর্ণিঝড় গোমেন। দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। অতি বৃষ্টিতে নদীর জল ফুলে ফেঁপে ওঠায় ইতিমধ্যেই জল বেড়েছে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলির সব নদীতেই।

শেখপুরে ঝুঁকি নিয়ে পারাপার করছেন বাসিন্দারা।

শেখপুরে ঝুঁকি নিয়ে পারাপার করছেন বাসিন্দারা।

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৭:৩৭
Share: Save:

দক্ষিণবঙ্গ থেকে আর ১০০ কিমি দূরে ঘূর্ণিঝড় গোমেন। দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। অতি বৃষ্টিতে নদীর জল ফুলে ফেঁপে ওঠায় ইতিমধ্যেই জল বেড়েছে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলির সব নদীতেই। বৃহস্পতিবার সারা রাত বৃষ্টি হওয়ায় সেখানে অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে। একেই সব কটি নদীর জলই বিপদ সীমার অনেকটা উঁচু দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নীচু এলাকা। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়, দয়াল সেনগুপ্ত, পার্থ প্রতিম দাস, অভিজিত চক্রবর্তী, কেদারনাথ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Picture Gallery flood west bengal rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE