Advertisement
২৫ এপ্রিল ২০২৪

২০০ ম্যাচের পরে সচিনের থেকে এতটা এগিয়ে বিরাট!

সচিনের থেকে ১৮টি শতরান পিছনে থাকলেও অনেকগুলি ক্ষেত্রে সচিনের থেকে বহুক্রোশ এগিয়ে রয়েছেন কোহালি। ২০০ ম্যাচের নিরিখে সচিন-কোহালি কে কোথায়, দেখুন গ্যালারিতে:

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১১:৩৭
Share: Save:
০১ ০৫
ওয়ান ডে কেরিয়ারে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে সচিনের মোট রান ছিল ৭৩০৫। কোহালির সেখানে রানসংখ্যা৮৮৮৮।

ওয়ান ডে কেরিয়ারে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে সচিনের মোট রান ছিল ৭৩০৫। কোহালির সেখানে রানসংখ্যা৮৮৮৮।

০২ ০৫
২০০ ম্যাচের পর সচিনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ইতিমধ্যেই ৩১ টি শতরানের মালিক। অর্ধশতরানের নিরিখে সচিন ৪৩টি, বিরাট ৪৫টি।

২০০ ম্যাচের পর সচিনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ইতিমধ্যেই ৩১ টি শতরানের মালিক। অর্ধশতরানের নিরিখে সচিন ৪৩টি, বিরাট ৪৫টি।

০৩ ০৫
২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও সচিনের থেকে এগিয়ে রানমেশিন কোহালি। সচিনের ৮৫.৬১, কোহালির ৯১.৫৪।

২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও সচিনের থেকে এগিয়ে রানমেশিন কোহালি। সচিনের ৮৫.৬১, কোহালির ৯১.৫৪।

০৪ ০৫
তবে আর একটি ক্ষেত্রেও বিরাট ‘এগিয়ে’ রয়েছেন সচিনের থেকে। ২০০তম ম্যাচের পর বিরাট শূন্য রানে আউট হয়েছেন ১২ বার, সচিন সেখানে মাত্র ৮ বার।

তবে আর একটি ক্ষেত্রেও বিরাট ‘এগিয়ে’ রয়েছেন সচিনের থেকে। ২০০তম ম্যাচের পর বিরাট শূন্য রানে আউট হয়েছেন ১২ বার, সচিন সেখানে মাত্র ৮ বার।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE