Advertisement
২০ এপ্রিল ২০২৪
Virat Kohli

জানেন ২০০ ম্যাচ খেলা ওডিআই গ্রেটদের চেয়ে কতটা এগিয়ে বিরাট?

২০০ ম্যাচের আগে ওয়ানডের অল টাইম গ্রেটদের তুলনায় ঠিক কোথায় দাঁড়িয়ে কোহালি? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ১৩:০৯
Share: Save:
০১ ১০
বীরেন্দ্র সহবাগ: ২০০৯ সালে ১৯৯ টি ম্যাচ খেলে বীরুর রান ছিল ৬২৮৭, গড়: ৩৩.৬২।

বীরেন্দ্র সহবাগ: ২০০৯ সালে ১৯৯ টি ম্যাচ খেলে বীরুর রান ছিল ৬২৮৭, গড়: ৩৩.৬২।

০২ ১০
ইনজামাম-উল-হক: ১৯৯৯ সালে নিজের ২০০তম ম্যাচটি খেলেছিলেন ইনজি। ২০০তম ম্যাচে নামার আগে তাঁর মোট রান ছিল ৬৪৭৫, গড়: ৩৯.৪৮।

ইনজামাম-উল-হক: ১৯৯৯ সালে নিজের ২০০তম ম্যাচটি খেলেছিলেন ইনজি। ২০০তম ম্যাচে নামার আগে তাঁর মোট রান ছিল ৬৪৭৫, গড়: ৩৯.৪৮।

০৩ ১০
মহেন্দ্র সিংহ ধোনি: ২০১২ সালে ২০০তম ম্যাচ খেলার আগে এমএসডি-র রান ছিল ৬৬৩২, গড়: ৫১.৪১।

মহেন্দ্র সিংহ ধোনি: ২০১২ সালে ২০০তম ম্যাচ খেলার আগে এমএসডি-র রান ছিল ৬৬৩২, গড়: ৫১.৪১।

০৪ ১০
রিকি পন্টিং: ২০০৪ সালে ২০০ তম ম্যাচ খেলার আগে পন্টিংয়ের রান ছিল ৭২৪৫, গড়: ৪২.৬১।

রিকি পন্টিং: ২০০৪ সালে ২০০ তম ম্যাচ খেলার আগে পন্টিংয়ের রান ছিল ৭২৪৫, গড়: ৪২.৬১।

০৫ ১০
সচিন তেন্ডুলকর: ১৯৯৮ সালে নিজের ২০০তম ম্যাচের আগে ‘ক্রিকেট ঈশ্বর’-র রান ছিল ৭৩০৩, গড়: ৪১.৯৭।

সচিন তেন্ডুলকর: ১৯৯৮ সালে নিজের ২০০তম ম্যাচের আগে ‘ক্রিকেট ঈশ্বর’-র রান ছিল ৭৩০৩, গড়: ৪১.৯৭।

০৬ ১০
ব্রায়ান লারা: ২০০তম ম্যাচের আগে কিংবদন্তি ক্যারিবিয়ানের রান ছিল ৭৩৭০, গড়: ৪২.৬০।

ব্রায়ান লারা: ২০০তম ম্যাচের আগে কিংবদন্তি ক্যারিবিয়ানের রান ছিল ৭৩৭০, গড়: ৪২.৬০।

০৭ ১০
ডেসমন্ড হেইনস: ১৯৯২ সালে ২০০তম ম্যাচের আগে এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের রান ছিল ৭৪৩১, গড়: ৪২.৭০।

ডেসমন্ড হেইনস: ১৯৯২ সালে ২০০তম ম্যাচের আগে এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের রান ছিল ৭৪৩১, গড়: ৪২.৭০।

০৮ ১০
সৌরভ গঙ্গোপাধ্যায়: ২০০২ সালে নিজের ২০০তম ম্যাচের আগে ‘দাদা’-র রান ছিল ৭৭৪৭, গড়: ৪৩.০৩।

সৌরভ গঙ্গোপাধ্যায়: ২০০২ সালে নিজের ২০০তম ম্যাচের আগে ‘দাদা’-র রান ছিল ৭৭৪৭, গড়: ৪৩.০৩।

০৯ ১০
এবি ডিভিলিয়ার্স: ২০১৬ সালে নিজের ২০০তম ম্যাচের আগে এবিডি-র রান ছিল ৮৬২১, গড়: ৫৪.৫৬।

এবি ডিভিলিয়ার্স: ২০১৬ সালে নিজের ২০০তম ম্যাচের আগে এবিডি-র রান ছিল ৮৬২১, গড়: ৫৪.৫৬।

১০ ১০
বিরাট কোহালি: নিউজিল্যান্ডর বিরুদ্ধে আজ ২০০ তম ম্যাচটি খেলতে নামছেন বিরাট। ১৯৯ ম্যাচ খেলে তাঁর রান ৮৭৬৭, গড়: ৫৫.১৩।

বিরাট কোহালি: নিউজিল্যান্ডর বিরুদ্ধে আজ ২০০ তম ম্যাচটি খেলতে নামছেন বিরাট। ১৯৯ ম্যাচ খেলে তাঁর রান ৮৭৬৭, গড়: ৫৫.১৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE