Advertisement
২৪ এপ্রিল ২০২৪
India vs New Zealand

দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় দলে কারা? জেনে নিন

প্রথম ওয়ানডে তে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে। এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ১২:৪৬
Share: Save:
০১ ১১
রোহিত শর্মা: গত ম্যাচে রান না পেলেও রোহিতকে ছাড়া দল নামানোর কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা: গত ম্যাচে রান না পেলেও রোহিতকে ছাড়া দল নামানোর কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০২ ১১
শিখর ধবন: ওপেনিং জুটিতে কোনও পরিবর্তনের ভাবনা নেই বলেই খবর ভারতীয় দল সূত্রে। ফলে দ্বিতীয় ম্যাচও রোহিতের সঙ্গে ওপেন করবেন ধবন।

শিখর ধবন: ওপেনিং জুটিতে কোনও পরিবর্তনের ভাবনা নেই বলেই খবর ভারতীয় দল সূত্রে। ফলে দ্বিতীয় ম্যাচও রোহিতের সঙ্গে ওপেন করবেন ধবন।

০৩ ১১
বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে ভারতীয় দলের অটমেটিক চয়েস বিরাট।

বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে ভারতীয় দলের অটমেটিক চয়েস বিরাট।

০৪ ১১
দীনেশ কার্তিক: প্রথম ম্যাচে সুযোগ পেয়েই অধিনায়ক কোহালির সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ছিলেন কার্তিক, ফলে কার্তিককে ধরেই দ্বিতীয় ম্যাচের দল ভাবছে টিম ম্যানেজম্যান্ট।

দীনেশ কার্তিক: প্রথম ম্যাচে সুযোগ পেয়েই অধিনায়ক কোহালির সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ছিলেন কার্তিক, ফলে কার্তিককে ধরেই দ্বিতীয় ম্যাচের দল ভাবছে টিম ম্যানেজম্যান্ট।

০৫ ১১
কেদার যাদব: বর্তমানে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কেদার।

কেদার যাদব: বর্তমানে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কেদার।

০৬ ১১
এমএস ধোনি: ওয়ানডেতে ধোনিকে ছাড়া ভারতীয় দল ভাবা এই মুহূর্তে সম্ভব নয়।

এমএস ধোনি: ওয়ানডেতে ধোনিকে ছাড়া ভারতীয় দল ভাবা এই মুহূর্তে সম্ভব নয়।

০৭ ১১
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের মূল অলরাউন্ডার হার্দিক। ব্যাট এবং বল হাতে নিজের অবদান বহু ক্ষেত্রে রেখেছেন হার্দিক।

হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের মূল অলরাউন্ডার হার্দিক। ব্যাট এবং বল হাতে নিজের অবদান বহু ক্ষেত্রে রেখেছেন হার্দিক।

০৮ ১১
ভুবনেশ্বর কুমার: ভুবনেশ্বরকে দলে রেখেই দ্বিতীয় ওয়ান ডেতে নামার কথা ভাবছে টিম ইন্ডিয়া।

ভুবনেশ্বর কুমার: ভুবনেশ্বরকে দলে রেখেই দ্বিতীয় ওয়ান ডেতে নামার কথা ভাবছে টিম ইন্ডিয়া।

০৯ ১১
অক্ষর পটেল: কুলদীপের পরিবর্তে দ্বিতীয় ওয়ান ডেতে সুযোগ দেওয়া হয়েছে অক্ষরকে।

অক্ষর পটেল: কুলদীপের পরিবর্তে দ্বিতীয় ওয়ান ডেতে সুযোগ দেওয়া হয়েছে অক্ষরকে।

১০ ১১
যুজবেন্দ্র চাহাল: কুলদীপের সঙ্গে চাহালের জুটি বারবার ত্রাস হয়ে দেখা দিয়েছে বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য। ফলে চাহালকেও রেখেই দল নামানোর কথা ভাবছে ভারতীয় ম্যানেজম্যান্ট।

যুজবেন্দ্র চাহাল: কুলদীপের সঙ্গে চাহালের জুটি বারবার ত্রাস হয়ে দেখা দিয়েছে বিপক্ষ ব্যাটসম্যানদের জন্য। ফলে চাহালকেও রেখেই দল নামানোর কথা ভাবছে ভারতীয় ম্যানেজম্যান্ট।

১১ ১১
জসপ্রীত বুমরাহ: বুমরাহর অ্যাকশন এখনও ঠিক মতে ধরে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। ফলে আন অর্থোডক্স বুমরাহ এখনও ভারতের সারপ্রাইজ প্যাকেজ।

জসপ্রীত বুমরাহ: বুমরাহর অ্যাকশন এখনও ঠিক মতে ধরে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। ফলে আন অর্থোডক্স বুমরাহ এখনও ভারতের সারপ্রাইজ প্যাকেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE