Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের আগে যে সমস্যাগুলির দ্রুত সমাধান করতে হবে ভারতকে

বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ডেভিলিয়ার্সদের দুরমুশ করে সবে মাত্র সিরিজ জিতেছে কোহালির ভারত। কোহালি-ধবন থেকে কুলদীপ-চাহালদের দাপটে প্রোটিয়ারা উড়ে গেলেও বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের আগে বেশ কয়েকটি জায়গা কিন্তু এখনও মেরামত করতে হবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৬
Share: Save:
০১ ০৭
বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ডেভিলিয়ার্সদের দুরমুশ করে সবে মাত্র সিরিজ জিতেছে কোহালির ভারত। কোহালি-ধবন থেকে কুলদীপ-চাহালদের দাপটে প্রোটিয়ারা উড়ে গেলেও বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের আগে বেশ কয়েকটি জায়গা কিন্তু এখনও মেরামত করতে হবে। ছবি: এপি।

বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ডেভিলিয়ার্সদের দুরমুশ করে সবে মাত্র সিরিজ জিতেছে কোহালির ভারত। কোহালি-ধবন থেকে কুলদীপ-চাহালদের দাপটে প্রোটিয়ারা উড়ে গেলেও বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের আগে বেশ কয়েকটি জায়গা কিন্তু এখনও মেরামত করতে হবে। ছবি: এপি।

০২ ০৭
আজিঙ্ক রাহানেকে নিয়ে ঠিক কী করা উচিত তা এখনও বোধহয় ভেবে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। চার নম্বরে মোটামুটি ভালই খেলছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৭৯ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের সিরিজে নিয়ম করে রান করেছেন। কিন্তু তাতেও দল তাঁকে স্থায়ী চার নম্বর ভাবতে রাজি নয়। পরীক্ষা করা হচ্ছে কেদার যাদব, শ্রেয়াস আইয়ার এবং মণীশ পাণ্ডেকে নিয়ে। চার নম্বর পজিশন নিয়ে সঠিক রণনীতি নিয়ে না এগোলে ভুগতে হবে ভারতকে। ছবি: রয়টার্স।

আজিঙ্ক রাহানেকে নিয়ে ঠিক কী করা উচিত তা এখনও বোধহয় ভেবে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। চার নম্বরে মোটামুটি ভালই খেলছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৭৯ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের সিরিজে নিয়ম করে রান করেছেন। কিন্তু তাতেও দল তাঁকে স্থায়ী চার নম্বর ভাবতে রাজি নয়। পরীক্ষা করা হচ্ছে কেদার যাদব, শ্রেয়াস আইয়ার এবং মণীশ পাণ্ডেকে নিয়ে। চার নম্বর পজিশন নিয়ে সঠিক রণনীতি নিয়ে না এগোলে ভুগতে হবে ভারতকে। ছবি: রয়টার্স।

০৩ ০৭
মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং পজিশন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দল। কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছনো প্রাক্তন অধিনায়ক যে প্রথম বল থেকেই মারতে পারবেন না, তা এখন পরিষ্কার। তাঁকে একটু সময় দিতে হবে। সে ক্ষেত্রে ইনিংসের একেবারে শেষ দিকে নামা ধোনি দলের কতটা উপকারে আসছেন তা ভেবে দেখতে হবে ম্যানেজমেন্টকেই। চার নম্বর নিয়ে প্রবল অনিশ্চিয়তায় থাকা টিম ম্যানেজমেন্ট ওই পজিশনে ধোনিকে ভাবতেই পারেন। ছবি: এএফপি।

মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং পজিশন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দল। কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছনো প্রাক্তন অধিনায়ক যে প্রথম বল থেকেই মারতে পারবেন না, তা এখন পরিষ্কার। তাঁকে একটু সময় দিতে হবে। সে ক্ষেত্রে ইনিংসের একেবারে শেষ দিকে নামা ধোনি দলের কতটা উপকারে আসছেন তা ভেবে দেখতে হবে ম্যানেজমেন্টকেই। চার নম্বর নিয়ে প্রবল অনিশ্চিয়তায় থাকা টিম ম্যানেজমেন্ট ওই পজিশনে ধোনিকে ভাবতেই পারেন। ছবি: এএফপি।

০৪ ০৭
দল হার্দিক পাণ্ড্যর কাছ থেকে ঠিক কী ধরনের পারফরম্যান্স আশা করছে তা এখনও স্পষ্ট নয়। পাণ্ড্যকে নিয়ে প্রত্যাশা দিন দিন বেড়ে চললেও বিচ্ছিন্ন কয়েকটি পারফরম্যান্স বাদে সে ভাবে এখনও দাগ কাটতে পারেননি তিনি। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাট করতে নেমে উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। পঞ্চম বোলার এবং ছ’নম্বর ব্যাটসম্যান হিসাবে তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। ছবি: এএফপি।

দল হার্দিক পাণ্ড্যর কাছ থেকে ঠিক কী ধরনের পারফরম্যান্স আশা করছে তা এখনও স্পষ্ট নয়। পাণ্ড্যকে নিয়ে প্রত্যাশা দিন দিন বেড়ে চললেও বিচ্ছিন্ন কয়েকটি পারফরম্যান্স বাদে সে ভাবে এখনও দাগ কাটতে পারেননি তিনি। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাট করতে নেমে উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। পঞ্চম বোলার এবং ছ’নম্বর ব্যাটসম্যান হিসাবে তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। ছবি: এএফপি।

০৫ ০৭
দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গিয়েছে, প্রথম তিন ভারতীয় ব্যাটসম্যানের কেউ না কেউ বড় রান করে ইনিংস তৈরির কাজ করছেন। ধবন-বিরাটদের জন্য চাপের মুখে কিন্তু তেমন ভাবে পড়তেই হয়নি মিডল অর্ডারকে। বিশ্বকাপের আগে এই জায়গাটা মেরামত করতেই হবে ভারতকে। ছবি: এপি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গিয়েছে, প্রথম তিন ভারতীয় ব্যাটসম্যানের কেউ না কেউ বড় রান করে ইনিংস তৈরির কাজ করছেন। ধবন-বিরাটদের জন্য চাপের মুখে কিন্তু তেমন ভাবে পড়তেই হয়নি মিডল অর্ডারকে। বিশ্বকাপের আগে এই জায়গাটা মেরামত করতেই হবে ভারতকে। ছবি: এপি।

০৬ ০৭
দক্ষিণ আফ্রিকা সিরিজে চাহাল-কুলদীপের হাতে নাকাল হয়েছেন ব্যাটসম্যানরা। কিন্তু বিশ্বকাপের আগে ভারতের এই স্পিন যুগলের রহস্য ফাঁস হয়ে যাবে না তো। আধুনিক প্রযুক্তির যুগে ভবিষ্যতের জন্য এঁদের সংরক্ষণ করে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে ম্যানেজমেন্টের কাছে। ছবি: এএফপি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে চাহাল-কুলদীপের হাতে নাকাল হয়েছেন ব্যাটসম্যানরা। কিন্তু বিশ্বকাপের আগে ভারতের এই স্পিন যুগলের রহস্য ফাঁস হয়ে যাবে না তো। আধুনিক প্রযুক্তির যুগে ভবিষ্যতের জন্য এঁদের সংরক্ষণ করে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে ম্যানেজমেন্টের কাছে। ছবি: এএফপি।

০৭ ০৭
চাহাল-কুলদীপ বা ভুবি-বুমরা তো আছেনই, কিন্তু এঁদের কেউ চোট পেলে রিজার্ভ বেঞ্চ কি সেই ফাঁক পূর্ণ করতে পারবে? শার্দুল ঠাকুর বা অক্ষর পটেলরা কিন্তু সে ভাবে পরীক্ষার সামনে পড়েননি। ছবি: এপি।

চাহাল-কুলদীপ বা ভুবি-বুমরা তো আছেনই, কিন্তু এঁদের কেউ চোট পেলে রিজার্ভ বেঞ্চ কি সেই ফাঁক পূর্ণ করতে পারবে? শার্দুল ঠাকুর বা অক্ষর পটেলরা কিন্তু সে ভাবে পরীক্ষার সামনে পড়েননি। ছবি: এপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE