Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সেঞ্চুরিয়নে ভারতের প্রথম একাদশ কেমন রেটিং পেল

মনে হয়েছিল দারুণ উত্তেজক একটা টেস্ট ম্যাচ হবে। ফটো-ফিনিশে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু কোথায় কী, বরং সেঞ্চুরিয়ন দেখল ভারতীয় দলের বিনা লড়াইয়ে আত্মসমর্পণ! ভারতীয় ঘরানার উইকেট এবং পরিবেশ পেয়েও তারা উপহার তুলে দিয়ে এল প্রতিপক্ষের হাতে।

সুমিত ঘোষ
সেঞ্চুরিয়ন শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:৩০
Share: Save:
০১ ১২
মনে হয়েছিল দারুণ উত্তেজক একটা টেস্ট ম্যাচ হবে। ফটো-ফিনিশে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু কোথায় কী, বরং সেঞ্চুরিয়ন দেখল ভারতীয় দলের বিনা লড়াইয়ে আত্মসমর্পণ! ভারতীয় ঘরানার উইকেট এবং পরিবেশ পেয়েও তারা উপহার তুলে দিয়ে এল প্রতিপক্ষের হাতে। কী রকম রেটিং পেতে পারে সেঞ্চুরিয়নে খেলা ভারতের প্রথম একাদশ? হারের পরে ময়নাতদন্তে নামল আনন্দবাজার।

মনে হয়েছিল দারুণ উত্তেজক একটা টেস্ট ম্যাচ হবে। ফটো-ফিনিশে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু কোথায় কী, বরং সেঞ্চুরিয়ন দেখল ভারতীয় দলের বিনা লড়াইয়ে আত্মসমর্পণ! ভারতীয় ঘরানার উইকেট এবং পরিবেশ পেয়েও তারা উপহার তুলে দিয়ে এল প্রতিপক্ষের হাতে। কী রকম রেটিং পেতে পারে সেঞ্চুরিয়নে খেলা ভারতের প্রথম একাদশ? হারের পরে ময়নাতদন্তে নামল আনন্দবাজার।

০২ ১২
মুরলী বিজয়: বলা হয়, টেকনিক্যালি দেশের সব চেয়ে পোক্ত ওপেনার। তা হলে ১১ সেঞ্চুরির মাত্র ৩টি বিদেশের মাঠে কেন, সেই প্রশ্ন তোলাই যায়। এই তিনটি সেঞ্চুরির একটি বাংলাদেশে। বাকি দু’টি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। চলতি সিরিজে এখনও পর্যন্ত দু’টি টেস্টের চার ইনিংস মিলিয়ে রান ৬৯। গড় ১৭.২৫, যা দেখে ভুল করে মনে হতে পারে বোলারের গড়। না তিনি আকাশ চোপড়া, না বীরেন্দ্র সহবাগ। না ধরতে পারেন, না মারতে পারেন। তাঁকে বলার সময় হয়েছে— ভাই, স্কোরবোর্ডে টেকনিকের ব্যাখ্যা থাকে না। লেখা থাকে শুধুই রান সংখ্যা।

• রেটিং: ৩/১০

মুরলী বিজয়: বলা হয়, টেকনিক্যালি দেশের সব চেয়ে পোক্ত ওপেনার। তা হলে ১১ সেঞ্চুরির মাত্র ৩টি বিদেশের মাঠে কেন, সেই প্রশ্ন তোলাই যায়। এই তিনটি সেঞ্চুরির একটি বাংলাদেশে। বাকি দু’টি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে। চলতি সিরিজে এখনও পর্যন্ত দু’টি টেস্টের চার ইনিংস মিলিয়ে রান ৬৯। গড় ১৭.২৫, যা দেখে ভুল করে মনে হতে পারে বোলারের গড়। না তিনি আকাশ চোপড়া, না বীরেন্দ্র সহবাগ। না ধরতে পারেন, না মারতে পারেন। তাঁকে বলার সময় হয়েছে— ভাই, স্কোরবোর্ডে টেকনিকের ব্যাখ্যা থাকে না। লেখা থাকে শুধুই রান সংখ্যা। • রেটিং: ৩/১০

০৩ ১২
কে এল রাহুল: তাঁকে প্রথম টেস্টে খেলানো হয়নি বলে এমন প্রতিবাদ আর বিতর্ক শুরু হয়ে গিয়েছিল যে, মনে হচ্ছিল যেন গুরু গ্রেগের আমলের ভারতীয় ক্রিকেট। আর বাদ পড়েছেন কোনও এক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেঞ্চুরিয়নে সুযোগ পেয়ে দুই ইনিংসেই উইকেট উপহার দিয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১৪ রানের পর প্রশ্নের মুখে পড়তে বাধ্য তাঁর মানসিকতা। সুনীল গাওস্কর মঙ্গলবারও স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় বলে গেলেন, ‘‘একটা ম্যাচে ব্যর্থ হলেই শিখরকে বসিয়ে দেওয়া হয়। কেপ টাউন টেস্টে কে-ই বা রান করতে পেরেছিল!’’

• রেটিং: ৩/১০

কে এল রাহুল: তাঁকে প্রথম টেস্টে খেলানো হয়নি বলে এমন প্রতিবাদ আর বিতর্ক শুরু হয়ে গিয়েছিল যে, মনে হচ্ছিল যেন গুরু গ্রেগের আমলের ভারতীয় ক্রিকেট। আর বাদ পড়েছেন কোনও এক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেঞ্চুরিয়নে সুযোগ পেয়ে দুই ইনিংসেই উইকেট উপহার দিয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১৪ রানের পর প্রশ্নের মুখে পড়তে বাধ্য তাঁর মানসিকতা। সুনীল গাওস্কর মঙ্গলবারও স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় বলে গেলেন, ‘‘একটা ম্যাচে ব্যর্থ হলেই শিখরকে বসিয়ে দেওয়া হয়। কেপ টাউন টেস্টে কে-ই বা রান করতে পেরেছিল!’’ • রেটিং: ৩/১০

০৪ ১২
চেতেশ্বর পূজারা: সেঞ্চুরিয়নে যে ভাবে দুই ইনিংসেই রান আউট হলেন, কুৎসিত বিজ্ঞাপন হয়ে থাকল। প্রথম ইনিংসের ভুলটা তা-ও ঢেকে গিয়েছিল কোহালি দারুণ খেলে দেওয়ায়। বুধবার সকালে তাঁর দিকেই সব চেয়ে বেশি করে তাকিয়ে ছিল দল। সকালে পার্থিব পটেল-কে নিয়ে ভাল শুরুও করেছিলেন পূজারা। সুপারস্পোর্ট পার্কের মাঠের ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে রেল লাইনের ওভারব্রিজ। হঠাৎ কী যে হল, পড়িমড়ি করে দৌড়লেন তৃতীয় রান নেওয়ার জন্য। মনে হল ট্রেন ধরার তাড়া আছে পূজারার। দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখে আম্পায়ার আউট দিলেন। টেস্টের দুই ইনিংসে রান আউট! তা-ও এ রকম আত্মঘাতী ভঙ্গিতে। রাহুল দ্রাবিড় পরবর্তী যুগের নতুন ‘ওয়াল’ তাঁকে বলা হবে কী করে? চলতি সিরিজে চারটে ইনিংস হয়ে গেল। পূজারা একটাও হাফ সেঞ্চুরি পাননি। সর্বোচ্চ স্কোর ২৬। চার ইনিংসে মোট ৪৯ রান। তাঁর আর মহম্মদ শামির ব্যাটিং গড় সমান— ১২! 

• রেটিং: ৩/১০

চেতেশ্বর পূজারা: সেঞ্চুরিয়নে যে ভাবে দুই ইনিংসেই রান আউট হলেন, কুৎসিত বিজ্ঞাপন হয়ে থাকল। প্রথম ইনিংসের ভুলটা তা-ও ঢেকে গিয়েছিল কোহালি দারুণ খেলে দেওয়ায়। বুধবার সকালে তাঁর দিকেই সব চেয়ে বেশি করে তাকিয়ে ছিল দল। সকালে পার্থিব পটেল-কে নিয়ে ভাল শুরুও করেছিলেন পূজারা। সুপারস্পোর্ট পার্কের মাঠের ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে রেল লাইনের ওভারব্রিজ। হঠাৎ কী যে হল, পড়িমড়ি করে দৌড়লেন তৃতীয় রান নেওয়ার জন্য। মনে হল ট্রেন ধরার তাড়া আছে পূজারার। দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখে আম্পায়ার আউট দিলেন। টেস্টের দুই ইনিংসে রান আউট! তা-ও এ রকম আত্মঘাতী ভঙ্গিতে। রাহুল দ্রাবিড় পরবর্তী যুগের নতুন ‘ওয়াল’ তাঁকে বলা হবে কী করে? চলতি সিরিজে চারটে ইনিংস হয়ে গেল। পূজারা একটাও হাফ সেঞ্চুরি পাননি। সর্বোচ্চ স্কোর ২৬। চার ইনিংসে মোট ৪৯ রান। তাঁর আর মহম্মদ শামির ব্যাটিং গড় সমান— ১২!  • রেটিং: ৩/১০

০৫ ১২
বিরাট কোহালি: যথারীতি ভারতীয় ব্যাটিংয়ের একমাত্র উজ্জ্বল দিক। সিরিজের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনিই। প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে ১৫৩ না করলে উপমহাদেশীয় আবহাওয়া এবং পিচ পেয়েও তিন দিনের মধ্যে ম্যাচ হেরে যেতে পারত ভারত। প্রথম একাদশ নির্বাচন এবং তাঁর নিজের ফর্ম নিয়ে সহবাগ-রা হুল ফুটিয়ে চলেছেন। সেই চাপ কাটিয়ে বড় ইনিংস খেলে ভারতের জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন। বাকিদের দায়িত্বজ্ঞানহীনতায় যে সুযোগ হাতছাড়া হয়ে গেল।

• রেটিং: ৯/১০

বিরাট কোহালি: যথারীতি ভারতীয় ব্যাটিংয়ের একমাত্র উজ্জ্বল দিক। সিরিজের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনিই। প্রথম ইনিংসে একা কুম্ভ হয়ে ১৫৩ না করলে উপমহাদেশীয় আবহাওয়া এবং পিচ পেয়েও তিন দিনের মধ্যে ম্যাচ হেরে যেতে পারত ভারত। প্রথম একাদশ নির্বাচন এবং তাঁর নিজের ফর্ম নিয়ে সহবাগ-রা হুল ফুটিয়ে চলেছেন। সেই চাপ কাটিয়ে বড় ইনিংস খেলে ভারতের জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন। বাকিদের দায়িত্বজ্ঞানহীনতায় যে সুযোগ হাতছাড়া হয়ে গেল। • রেটিং: ৯/১০

০৬ ১২
রোহিত শর্মা: তাঁকে খেলানো হয়েছে সহ-অধিনায়ককে বসিয়ে। আজ পর্যন্ত যা কখনও ভারতীয় ক্রিকেটে হয়নি। এ দিন ৪৭ রানের লড়াকু ইনিংস বাদ দিলে রোহিত সেই আস্থার মর্যাদা দিতে পারেননি। বুধবারের ইনিংসে ক্ষণিকের দূরাশাই জাগাতে পেরেছিলেন ওয়ান ডে ক্রিকেটে বেশি সফল রোহিত। জেতার কাছাকাছিও দলকে নিয়ে আসতে পারেননি। বিদেশে বরাবর সফল অজিঙ্ক রাহানে। আগে দক্ষিণ আফ্রিকা এসেও রান করেছেন। রাহানে-কাঁটা বিঁধতেই থাকবে।

• রেটিং: ৫/১০

রোহিত শর্মা: তাঁকে খেলানো হয়েছে সহ-অধিনায়ককে বসিয়ে। আজ পর্যন্ত যা কখনও ভারতীয় ক্রিকেটে হয়নি। এ দিন ৪৭ রানের লড়াকু ইনিংস বাদ দিলে রোহিত সেই আস্থার মর্যাদা দিতে পারেননি। বুধবারের ইনিংসে ক্ষণিকের দূরাশাই জাগাতে পেরেছিলেন ওয়ান ডে ক্রিকেটে বেশি সফল রোহিত। জেতার কাছাকাছিও দলকে নিয়ে আসতে পারেননি। বিদেশে বরাবর সফল অজিঙ্ক রাহানে। আগে দক্ষিণ আফ্রিকা এসেও রান করেছেন। রাহানে-কাঁটা বিঁধতেই থাকবে। • রেটিং: ৫/১০

০৭ ১২
পার্থিব পটেল: স্টাম্পের পিছনে, স্টাম্পের সামনে দলের জন্য আতঙ্ক। এত জঘন্য উইকেটকিপিং ভারতের খেলা কোনও টেস্টে দেখা গিয়েছে কি না সন্দেহ। ভুবনেশ্বর কুমার নয়, সেঞ্চুরিয়নে ভারতীয় দল সবচেয়ে বেশি করে অভাব অনুভব করেছে ঋদ্ধিমান সাহা-র। বঙ্গ উইকেটকিপারের হ্যামস্ট্রিংয়ের চোটই সব চেয়ে ভোগাল কোহালিদের। যদি পার্থিবের জায়গায় ঋদ্ধিমান থাকতেন, হাসিম আমলা প্রথম ইনিংসে আউট হয়ে যান তিরিশ রানের মধ্যে। আমলা করে যান ৮২। বারবার প্রথম স্লিপ আর পার্থিবের মধ্যে দিয়ে ক্যাচ গলল। ব্যাট হাতেও ডোবালেন পার্থিব। সকালে ভাল খেলতে খেলতে শর্ট বলে পুল মারতে গেলেন। মনে হল টেস্টে ভারতীয় দলের হয়ে নয়, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। মর্নি মর্কেল ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নিলেন মিডউইকেটে। সেঞ্চুরিয়নই শেষ টেস্ট হওয়া উচিত পার্থিবের।

• রেটিং: ২/১০

পার্থিব পটেল: স্টাম্পের পিছনে, স্টাম্পের সামনে দলের জন্য আতঙ্ক। এত জঘন্য উইকেটকিপিং ভারতের খেলা কোনও টেস্টে দেখা গিয়েছে কি না সন্দেহ। ভুবনেশ্বর কুমার নয়, সেঞ্চুরিয়নে ভারতীয় দল সবচেয়ে বেশি করে অভাব অনুভব করেছে ঋদ্ধিমান সাহা-র। বঙ্গ উইকেটকিপারের হ্যামস্ট্রিংয়ের চোটই সব চেয়ে ভোগাল কোহালিদের। যদি পার্থিবের জায়গায় ঋদ্ধিমান থাকতেন, হাসিম আমলা প্রথম ইনিংসে আউট হয়ে যান তিরিশ রানের মধ্যে। আমলা করে যান ৮২। বারবার প্রথম স্লিপ আর পার্থিবের মধ্যে দিয়ে ক্যাচ গলল। ব্যাট হাতেও ডোবালেন পার্থিব। সকালে ভাল খেলতে খেলতে শর্ট বলে পুল মারতে গেলেন। মনে হল টেস্টে ভারতীয় দলের হয়ে নয়, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। মর্নি মর্কেল ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নিলেন মিডউইকেটে। সেঞ্চুরিয়নই শেষ টেস্ট হওয়া উচিত পার্থিবের। • রেটিং: ২/১০

০৮ ১২
হার্দিক পাণ্ড্য: টি-টোয়েন্টি থেকে তাঁর উত্থান। সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ভঙ্গিই পতন ডেকে আনল। কেপ টাউনে তাঁর কাউন্টার অ্যাটাক রণনীতি ভারতকে লড়াইয়ের জমি দিয়েছিল। এখানেও মনে হয়েছিল, তাঁর সাহস আছে। চাপের মুখে স্নায়ুর রোগে ভোগেন না। রোহিতের সঙ্গে জুটিতে তিনি এগিয়ে নিয়ে গেলেও যেতে পারেন। কিন্তু অফস্টাম্পের অনেক বাইরের শর্ট বল এমন ভাবে তাড়া করে স্কুপ করতে গেলেন, তাতে মনে হল, খেলা নয়। ছেলেখেলা করছেন। প্রথম ইনিংসে চূড়ান্ত অপেশাদারিত্ব দেখিয়ে, ব্যাট ক্রিজে না নামিয়ে রান আউট হলেন। দ্বিতীয় ইনিংসে উইকেট ছুড়ে দেওয়া। হার্দিক-কে কেউ মনে করিয়ে দিক যে, ভারতীয় ক্রিকেটে কপিল দেব-কে দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে।

• রেটিং: ৪/১০

হার্দিক পাণ্ড্য: টি-টোয়েন্টি থেকে তাঁর উত্থান। সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ভঙ্গিই পতন ডেকে আনল। কেপ টাউনে তাঁর কাউন্টার অ্যাটাক রণনীতি ভারতকে লড়াইয়ের জমি দিয়েছিল। এখানেও মনে হয়েছিল, তাঁর সাহস আছে। চাপের মুখে স্নায়ুর রোগে ভোগেন না। রোহিতের সঙ্গে জুটিতে তিনি এগিয়ে নিয়ে গেলেও যেতে পারেন। কিন্তু অফস্টাম্পের অনেক বাইরের শর্ট বল এমন ভাবে তাড়া করে স্কুপ করতে গেলেন, তাতে মনে হল, খেলা নয়। ছেলেখেলা করছেন। প্রথম ইনিংসে চূড়ান্ত অপেশাদারিত্ব দেখিয়ে, ব্যাট ক্রিজে না নামিয়ে রান আউট হলেন। দ্বিতীয় ইনিংসে উইকেট ছুড়ে দেওয়া। হার্দিক-কে কেউ মনে করিয়ে দিক যে, ভারতীয় ক্রিকেটে কপিল দেব-কে দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে। • রেটিং: ৪/১০

০৯ ১২
আর. অশ্বিন: সকালে দিনের খেলা শুরু হওয়ার আগে দেখা গেল হেড কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ বি. অরুণ তাঁকে নিয়ে আলাদা ক্লাস করছেন। কয়েকটা বল করার পরে শাস্ত্রী কথা বললেন অশ্বিনের সঙ্গে। দূর থেকে দেখে মনে হল, অ্যাকশন এবং বল ছাড়ার সময় শরীরের অবস্থান নিয়ে কিছু বলছেন। সেঞ্চুরিয়নে সবাই বলছিল, ভারতীয় ধরনের উইকেট। খটখটে রোদ, পিচে অসমান বাউন্স, বল টার্নও করছে। তার পরেও দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট পাওয়াটা অশ্বিন-সুলভ নয় মোটেও। তবু ব্যাট ও বল হাতে মোটামুটি পাস মার্কস পাবেন অশ্বিন। চার ইনিংসে করেছেন ৯০ রান। সর্বোচ্চ ৩৮। উইকেট ৭টি।

• রেটিং: ৫/১০

আর. অশ্বিন: সকালে দিনের খেলা শুরু হওয়ার আগে দেখা গেল হেড কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ বি. অরুণ তাঁকে নিয়ে আলাদা ক্লাস করছেন। কয়েকটা বল করার পরে শাস্ত্রী কথা বললেন অশ্বিনের সঙ্গে। দূর থেকে দেখে মনে হল, অ্যাকশন এবং বল ছাড়ার সময় শরীরের অবস্থান নিয়ে কিছু বলছেন। সেঞ্চুরিয়নে সবাই বলছিল, ভারতীয় ধরনের উইকেট। খটখটে রোদ, পিচে অসমান বাউন্স, বল টার্নও করছে। তার পরেও দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট পাওয়াটা অশ্বিন-সুলভ নয় মোটেও। তবু ব্যাট ও বল হাতে মোটামুটি পাস মার্কস পাবেন অশ্বিন। চার ইনিংসে করেছেন ৯০ রান। সর্বোচ্চ ৩৮। উইকেট ৭টি। • রেটিং: ৫/১০

১০ ১২
মহম্মদ শামি: গতকাল তাঁর দারুণ একটা স্পেল ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু চারটি উইকেট পেলেও প্রতিপক্ষের উপর বুলডোজার চালানোর মতো দক্ষতা দেখাতে পারছেন না। যেটা অভিষেক টেস্ট খেলতে নেমে লুঙ্গি এনডিগি করে দেখালেন। ছয় উইকেট নিয়ে দুমড়ে দিয়ে গেলেন ভারতকে। দলের প্রধান পেসার হিসেবে সেই কাজ করতে পারছেন না শামি। তাঁর সেরা বোলিং মানে চার উইকেট। তা হলে আর ‘গ্রেট’ বলা হবে কী করে! মাঝেমধ্যে তাঁকে দেখে মনে হয়, খেলা থেকে হারিয়ে গিয়েছেন। কখন ছন্দে থাকবেন, কখন ছন্দ হারাবেন, কেউ জানে না। আর ফাস্ট বোলারের ছন্দ এবং ফিটনেসই তো সব।

• রেটিং: ৬/১০

মহম্মদ শামি: গতকাল তাঁর দারুণ একটা স্পেল ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু চারটি উইকেট পেলেও প্রতিপক্ষের উপর বুলডোজার চালানোর মতো দক্ষতা দেখাতে পারছেন না। যেটা অভিষেক টেস্ট খেলতে নেমে লুঙ্গি এনডিগি করে দেখালেন। ছয় উইকেট নিয়ে দুমড়ে দিয়ে গেলেন ভারতকে। দলের প্রধান পেসার হিসেবে সেই কাজ করতে পারছেন না শামি। তাঁর সেরা বোলিং মানে চার উইকেট। তা হলে আর ‘গ্রেট’ বলা হবে কী করে! মাঝেমধ্যে তাঁকে দেখে মনে হয়, খেলা থেকে হারিয়ে গিয়েছেন। কখন ছন্দে থাকবেন, কখন ছন্দ হারাবেন, কেউ জানে না। আর ফাস্ট বোলারের ছন্দ এবং ফিটনেসই তো সব। • রেটিং: ৬/১০

১১ ১২
ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমারকে বসিয়ে তাঁকে খেলানোয় রাহানের মতোই বিতর্ক হয়েছে। কেউ ভাবতেই পারেনি কেপ টাউনে সব চেয়ে সফল বোলার এবং ব্যাট হাতে রান করা ভুবনেশ্বরকে বসিয়ে দেওয়া হবে। ইশান্ত কিন্তু ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে ধারাবাহিক ছিলেন। টিম ম্যানেজমেন্টের তাঁর উপর আস্থার কারণ এই ধারাবাহিকতা। ইশান্ত পুরনো বলেও ভাল রিভার্স করাতে পারেন, উচ্চতার জন্য বাড়তি বাউন্স আদায় করতে পারেন। সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেওয়ায় ওয়ান্ডারার্সের শেষ টেস্টেও তাঁর জায়গা নিশ্চিত।

• রেটিং: ৭/১০

ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমারকে বসিয়ে তাঁকে খেলানোয় রাহানের মতোই বিতর্ক হয়েছে। কেউ ভাবতেই পারেনি কেপ টাউনে সব চেয়ে সফল বোলার এবং ব্যাট হাতে রান করা ভুবনেশ্বরকে বসিয়ে দেওয়া হবে। ইশান্ত কিন্তু ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে ধারাবাহিক ছিলেন। টিম ম্যানেজমেন্টের তাঁর উপর আস্থার কারণ এই ধারাবাহিকতা। ইশান্ত পুরনো বলেও ভাল রিভার্স করাতে পারেন, উচ্চতার জন্য বাড়তি বাউন্স আদায় করতে পারেন। সেঞ্চুরিয়নে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেওয়ায় ওয়ান্ডারার্সের শেষ টেস্টেও তাঁর জায়গা নিশ্চিত। • রেটিং: ৭/১০

১২ ১২
যশপ্রীত বুমরা: অনেকে প্রশ্ন তুলছেন, দক্ষিণ আফ্রিকার কঠিন সফরেই তাঁর টেস্ট অভিষেক ঘটানোর কী দরকার ছিল? সেই সমালোচনা  পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না। বুমরা পেসারদের মধ্যে ধারাবাহিক ভাবে সবচেয়ে দ্রতগতিতে বল করেছেন। তাঁর অনেক বলই ঘণ্টায় ১৪৫ থেকে ১৪৮ কিলোমিটার গতিবেগে গিয়েছে। সঙ্গে তাঁর প্রধান অস্ত্র, চকিতে ভিতরে ঢুকে আসা অফকাটার। বাউন্সেও চমকে দিতে পারেন। মনে হচ্ছে, টেস্টের নকশায় বুমরা আপাতত থাকবেন।

• রেটিং: ৭/১০

যশপ্রীত বুমরা: অনেকে প্রশ্ন তুলছেন, দক্ষিণ আফ্রিকার কঠিন সফরেই তাঁর টেস্ট অভিষেক ঘটানোর কী দরকার ছিল? সেই সমালোচনা  পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না। বুমরা পেসারদের মধ্যে ধারাবাহিক ভাবে সবচেয়ে দ্রতগতিতে বল করেছেন। তাঁর অনেক বলই ঘণ্টায় ১৪৫ থেকে ১৪৮ কিলোমিটার গতিবেগে গিয়েছে। সঙ্গে তাঁর প্রধান অস্ত্র, চকিতে ভিতরে ঢুকে আসা অফকাটার। বাউন্সেও চমকে দিতে পারেন। মনে হচ্ছে, টেস্টের নকশায় বুমরা আপাতত থাকবেন। • রেটিং: ৭/১০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE