Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket

কেকেআর-এর প্রত্যাবর্তনের ম্যাচে ইডেনের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৬:৫২
Share: Save:
০১ ০৭
রাসেল ঝড়ের সামনে উড়ে গিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের সব প্রতিরোধ। যে কেকেআর-এর হয়ে আইপিএল অভিযান শুরু করেছিলেন, পুরনো সেই ঘরের মাঠই হতাশ করেছে গৌতম গম্ভীরকে। আর উল্টো দিকে দুই ম্যাচ হারের পর দারুণ ভাবে জয়ে ফেরার আনন্দে মাতলেন কেকেআর সমর্থকরা। সুদীপ্ত ভৌমিকের ক্যামেরায় ধরা পড়ল সোমবারের ম্যাচের নানা সময়ের নানা কিছু মুড এবং মুহূর্ত।

রাসেল ঝড়ের সামনে উড়ে গিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের সব প্রতিরোধ। যে কেকেআর-এর হয়ে আইপিএল অভিযান শুরু করেছিলেন, পুরনো সেই ঘরের মাঠই হতাশ করেছে গৌতম গম্ভীরকে। আর উল্টো দিকে দুই ম্যাচ হারের পর দারুণ ভাবে জয়ে ফেরার আনন্দে মাতলেন কেকেআর সমর্থকরা। সুদীপ্ত ভৌমিকের ক্যামেরায় ধরা পড়ল সোমবারের ম্যাচের নানা সময়ের নানা কিছু মুড এবং মুহূর্ত।

০২ ০৭
তখনও খেলা শুরু হয়নি। ম্যাচের শুরুতে বন্ধুত্বের ছবি দুই ‘শত্রু’ অধিনায়কের মধ্যে।

তখনও খেলা শুরু হয়নি। ম্যাচের শুরুতে বন্ধুত্বের ছবি দুই ‘শত্রু’ অধিনায়কের মধ্যে।

০৩ ০৭
কেকেআর-এর জয়ের দুই স্তম্ভ। নীতীশ রানা এবং আন্দ্রে রাসেল। আলোচনায় মগ্ন দু’জন।

কেকেআর-এর জয়ের দুই স্তম্ভ। নীতীশ রানা এবং আন্দ্রে রাসেল। আলোচনায় মগ্ন দু’জন।

০৪ ০৭
ভয়ঙ্কর হয়ে ওঠার আগে রক্ষা পেয়ে যান রাসেল। তখন দুই অংকের রানেও পৌঁছননি। রাসেলের ক্যাচ ফেললেন ক্রিস মরিস।

ভয়ঙ্কর হয়ে ওঠার আগে রক্ষা পেয়ে যান রাসেল। তখন দুই অংকের রানেও পৌঁছননি। রাসেলের ক্যাচ ফেললেন ক্রিস মরিস।

০৫ ০৭
দলের মূল বোলিং শক্তি তিনি। পারিবারিক বিতর্কের মাঝে এই প্রথম কলকাতায় পা রাখা। কিন্তু, রাসেল ঝড়ের সামনে বড্ড অসহায় লাগল মহম্মদ শামিকে। আগের ম্যাচেও সফল হননি শামি।

দলের মূল বোলিং শক্তি তিনি। পারিবারিক বিতর্কের মাঝে এই প্রথম কলকাতায় পা রাখা। কিন্তু, রাসেল ঝড়ের সামনে বড্ড অসহায় লাগল মহম্মদ শামিকে। আগের ম্যাচেও সফল হননি শামি।

০৬ ০৭
রাসেলের ক্যাচ ফেলা, শামির ব্যর্থতায় হতাশ দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। তখন বুঝে গিয়েছেন ম্যাচ ক্রমেই কঠিন হয়ে উঠছে।

রাসেলের ক্যাচ ফেলা, শামির ব্যর্থতায় হতাশ দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। তখন বুঝে গিয়েছেন ম্যাচ ক্রমেই কঠিন হয়ে উঠছে।

০৭ ০৭
বোল্ড। মাত্র ৮ রানে আউট হওয়ার পর হতাশ অধিনায়ক গম্ভীর।

বোল্ড। মাত্র ৮ রানে আউট হওয়ার পর হতাশ অধিনায়ক গম্ভীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE