Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গেলদের মুখে পড়ার আগে নাইটদের যা মাথায় রাখতে হবে

উত্তর ভারতে প্রবল ‘ঝড়’ উঠেছে। মোহালিতে দু’দিনের যে ঝড়ের প্রথম দিনে চেন্নাই এবং দ্বিতীয় দিনে হায়দরাবাদ উড়ে গিয়েছে। শনিবার বিকেলে সেই ঝড় আসছে ইডেনে। ক্রিস্টোফার হেনরি গেল নামক বাঁহাতি সেই ঝড় কতটা জোরে ইডেনে আছড়ে পড়ছে, তার উপর অনেকটাই নির্ভর করবে নাইট রাইডার্স বনাম পঞ্জাব ম্যাচের ভাগ্য। গেল-সহ পঞ্জাবকে ঠেকাতে কী গেমপ্ল্যান করা উচিত নাইটদের? আমরা কয়েকটা সাজেস্ট করলাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৫:২০
Share: Save:
০১ ০৮
উত্তর ভারতে প্রবল ‘ঝড়’ উঠেছে। মোহালিতে দু’দিনের যে ঝড়ে চেন্নাই এবং হায়দরাবাদ উড়ে গিয়েছে। শনিবার বিকেলে সেই ঝড় আসছে ইডেনে। ক্রিস্টোফার হেনরি গেল নামক বাঁহাতি সেই ঝড় কতটা জোরে ইডেনে আছড়ে পড়ছে, তার উপর অনেকটাই নির্ভর করবে নাইট রাইডার্স বনাম পঞ্জাব ম্যাচের ভাগ্য। গেল-সহ পঞ্জাবকে ঠেকাতে কী গেমপ্ল্যান করা উচিত নাইটদের? আমরা কয়েকটা সাজেস্ট করলাম।

উত্তর ভারতে প্রবল ‘ঝড়’ উঠেছে। মোহালিতে দু’দিনের যে ঝড়ে চেন্নাই এবং হায়দরাবাদ উড়ে গিয়েছে। শনিবার বিকেলে সেই ঝড় আসছে ইডেনে। ক্রিস্টোফার হেনরি গেল নামক বাঁহাতি সেই ঝড় কতটা জোরে ইডেনে আছড়ে পড়ছে, তার উপর অনেকটাই নির্ভর করবে নাইট রাইডার্স বনাম পঞ্জাব ম্যাচের ভাগ্য। গেল-সহ পঞ্জাবকে ঠেকাতে কী গেমপ্ল্যান করা উচিত নাইটদের? আমরা কয়েকটা সাজেস্ট করলাম।

০২ ০৮
গেলকে আটকাতে হবে প্রথমেই। প্রয়োজনে প্রথমেই দলের সেরা অস্ত্র নারাইনকে আনতে হবে। ছবি: এএফপি।

গেলকে আটকাতে হবে প্রথমেই। প্রয়োজনে প্রথমেই দলের সেরা অস্ত্র নারাইনকে আনতে হবে। ছবি: এএফপি।

০৩ ০৮
এক দিকে স্পিন আনলেও অন্য দিকে পেসার দিয়ে আক্রমণ শানাতে হবে। শিভম মাভির মতো দ্রুত গতির পেসার এনে প্রথমেই গেলকে চমকে দেওয়া যেতে পারে। ছবি: পিটিআই।

এক দিকে স্পিন আনলেও অন্য দিকে পেসার দিয়ে আক্রমণ শানাতে হবে। শিভম মাভির মতো দ্রুত গতির পেসার এনে প্রথমেই গেলকে চমকে দেওয়া যেতে পারে। ছবি: পিটিআই।

০৪ ০৮
রশিদ খানের বলে ১৪ রানে গেলের ক্যাচ ফেলেন ঋদ্ধি। নাইটদের এ ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। গেলের ক্যাচ ছাড়লে কী হতে পারে তার প্রমাণ পেয়েছে হায়দরাবাদ। ছবি: এএফপি।

রশিদ খানের বলে ১৪ রানে গেলের ক্যাচ ফেলেন ঋদ্ধি। নাইটদের এ ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। গেলের ক্যাচ ছাড়লে কী হতে পারে তার প্রমাণ পেয়েছে হায়দরাবাদ। ছবি: এএফপি।

০৫ ০৮
শুধু গেল নয়, ফর্মে থাকা লোকেশ রাহুল, ফিঞ্চের কথাও মাথায় রাখতে হবে। গত ম্যাচে রাহুল তেমন কিছু না করতে পারলেও দিল্লির বিরুদ্ধে তাঁর ১৬ বলে ৫১ রানের ইনিংসের কথা মাথায় রাখতেই হবে। ছবি: এএফপি।

শুধু গেল নয়, ফর্মে থাকা লোকেশ রাহুল, ফিঞ্চের কথাও মাথায় রাখতে হবে। গত ম্যাচে রাহুল তেমন কিছু না করতে পারলেও দিল্লির বিরুদ্ধে তাঁর ১৬ বলে ৫১ রানের ইনিংসের কথা মাথায় রাখতেই হবে। ছবি: এএফপি।

০৬ ০৮
সঠিক লাইন লেংথে বল করলে যে কোনও ব্যটিং লাইন আপকে যে আটকে রাখা যায়, তার প্রমাণ দিয়েছেন ভুবনেশ্বর কুমার। নাইট বোলারদের সে কথা মাথায় রেখে বল করতে হবে।

সঠিক লাইন লেংথে বল করলে যে কোনও ব্যটিং লাইন আপকে যে আটকে রাখা যায়, তার প্রমাণ দিয়েছেন ভুবনেশ্বর কুমার। নাইট বোলারদের সে কথা মাথায় রেখে বল করতে হবে।

০৭ ০৮
গত ম্যাচে যথেষ্ট প্রাধান্য দেখিয়েই জিতেছে নাইট রাইডার্স। যার প্রধান কৃতিত্ব যাবে তিন স্পিনারের উপর। স্পিন প্রধান দল হওয়ায় চাওলা-নারাইনদের ভাল বল করতেই হবে। ছবি: এএফপি।

গত ম্যাচে যথেষ্ট প্রাধান্য দেখিয়েই জিতেছে নাইট রাইডার্স। যার প্রধান কৃতিত্ব যাবে তিন স্পিনারের উপর। স্পিন প্রধান দল হওয়ায় চাওলা-নারাইনদের ভাল বল করতেই হবে। ছবি: এএফপি।

০৮ ০৮
ক্রিস লিনকে পারফর্ম করতে হবে। চলতি আইপিএলে তেমন কিছু করতে পারেননি এই অজি। ছবি: এএফপি।

ক্রিস লিনকে পারফর্ম করতে হবে। চলতি আইপিএলে তেমন কিছু করতে পারেননি এই অজি। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE