Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আলফারো থেকে কালু, দিল্লি-পুণে ম্যাচে নজর রাখুন এই তারকাদের দিকে

এক নজরে দেখে নিন কোন কোন ফুটবলারদের দিকে নজর রাখবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১৪:৩০
Share: Save:
০১ ০৫
এই ম্যাচে গোয়ার অন্যতম ভরসা রোমিও ফার্নান্ডেজ।

এই ম্যাচে গোয়ার অন্যতম ভরসা রোমিও ফার্নান্ডেজ।

০২ ০৫
কালু উচে: আইএসএলের নতুন মুখ নন কালু। ২০১৫ সালে খেলেছেন পুণের জার্সি গায়ে। নাইজিরিয়ার জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য এই স্ট্রাইকার দিল্লির জন্য প্রধান অস্ত্র হয়েই উঠতেই পারেন।

কালু উচে: আইএসএলের নতুন মুখ নন কালু। ২০১৫ সালে খেলেছেন পুণের জার্সি গায়ে। নাইজিরিয়ার জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য এই স্ট্রাইকার দিল্লির জন্য প্রধান অস্ত্র হয়েই উঠতেই পারেন।

০৩ ০৫
ইমিলিয়ানো আলফারো: গত মরসুমে বহু ম্যাচে নর্থইস্টকে একার কাঁধে দায়িত্ব নিয়ে জয় এনে দিয়েছেন উইগুয়ের এই স্ট্রাইকার। এই মরসুমে জার্সি বদলে ইমিলিয়ানো খেলবেন পুণের হয়ে। দিল্লির বিরুদ্ধে গোল পেতে হলে মূলত ইমিলিয়ানো আলফারোই ভরসা করতে হবে পুণে সমর্থকদের।

ইমিলিয়ানো আলফারো: গত মরসুমে বহু ম্যাচে নর্থইস্টকে একার কাঁধে দায়িত্ব নিয়ে জয় এনে দিয়েছেন উইগুয়ের এই স্ট্রাইকার। এই মরসুমে জার্সি বদলে ইমিলিয়ানো খেলবেন পুণের হয়ে। দিল্লির বিরুদ্ধে গোল পেতে হলে মূলত ইমিলিয়ানো আলফারোই ভরসা করতে হবে পুণে সমর্থকদের।

০৪ ০৫
জোনাথান লুক্কা: পুণের মাঝমাঠের অন্যতম ভরসা জোনাথন। মাঝমাঠ থেকে উঠে এসে গোল করতে সিদ্ধহস্ত তিনি। প্রধানত লুক্কার পায়েই থাকবে পুণের মাঝমাঠের নিয়ন্ত্রণ। ফলে এই ম্যাচে নজর রাখতেই হবে এই ব্রাজিলিয়ানের দিকে।

জোনাথান লুক্কা: পুণের মাঝমাঠের অন্যতম ভরসা জোনাথন। মাঝমাঠ থেকে উঠে এসে গোল করতে সিদ্ধহস্ত তিনি। প্রধানত লুক্কার পায়েই থাকবে পুণের মাঝমাঠের নিয়ন্ত্রণ। ফলে এই ম্যাচে নজর রাখতেই হবে এই ব্রাজিলিয়ানের দিকে।

০৫ ০৫
মার্কোস তেবর: এই মরসুমে পুণের অন্যতম সেরা রিক্রুট রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ফুটবলার। মাঝমাঠে ওয়ার্ক লোড নিয়ে খেলার ক্ষমতা আছে ৩১ বছরের এই মিডিওর।

মার্কোস তেবর: এই মরসুমে পুণের অন্যতম সেরা রিক্রুট রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ফুটবলার। মাঝমাঠে ওয়ার্ক লোড নিয়ে খেলার ক্ষমতা আছে ৩১ বছরের এই মিডিওর।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE