Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলা নাক্‌ল বল কী?

ভুবনেশ্বর কুমারের নাক্‌ল বল ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট সার্কিটে। এই নাক্‌ল বলে নাকাল হয়ে প্রথম টি২০-তে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই নাক্‌ল বল ঠিক কী?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩০
Share: Save:
০১ ০৬
ভুবনেশ্বর কুমারের নাক্‌ল বল ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট সার্কিটে। এই নাক্‌ল বলে নাকাল হয়ে প্রথম টি২০-তে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই নাক্‌ল বল ঠিক কী?

ভুবনেশ্বর কুমারের নাক্‌ল বল ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট সার্কিটে। এই নাক্‌ল বলে নাকাল হয়ে প্রথম টি২০-তে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এই নাক্‌ল বল ঠিক কী?

০২ ০৬
নাক্‌ল বল: সীমিত ওভারের ক্রিকেটে পেসারদের অন্যতম অস্ত্র নাক্‌ল বল। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ছাড়াও আগে জাহির খান এই বল করতেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড-ও নাক্‌ল বল করতে পারেন।

নাক্‌ল বল: সীমিত ওভারের ক্রিকেটে পেসারদের অন্যতম অস্ত্র নাক্‌ল বল। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ছাড়াও আগে জাহির খান এই বল করতেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড-ও নাক্‌ল বল করতে পারেন।

০৩ ০৬
বল সুইং করাতে গেলে সাধারণত সিমের দু’দিকে আঙুল রেখে বল ব্যাক স্পিন করাতে হয়। নাক্‌ল বলের ক্ষেত্রে আঙুল ভাঁজ করে ধরতে হয় সিমের পাশে।

বল সুইং করাতে গেলে সাধারণত সিমের দু’দিকে আঙুল রেখে বল ব্যাক স্পিন করাতে হয়। নাক্‌ল বলের ক্ষেত্রে আঙুল ভাঁজ করে ধরতে হয় সিমের পাশে।

০৪ ০৬
এ ধরনের বলের ক্ষেত্রে সিম সোজা রেখে দু’আঙুলের ধাক্কায় ব্যাটসম্যানের দিকে বলটা ঠেলে দিতে হয়। এক্ষেত্রে বল সুইংও করে।

এ ধরনের বলের ক্ষেত্রে সিম সোজা রেখে দু’আঙুলের ধাক্কায় ব্যাটসম্যানের দিকে বলটা ঠেলে দিতে হয়। এক্ষেত্রে বল সুইংও করে।

০৫ ০৬
সিম সোজা থাকার কারণে বলটি যে মন্থর গতিতে আসছে, তা বুঝতে অসুবিধে হয় ব্যাটসম্যানদের। সে কারণেই মারতে গিয়ে আউট হন ব্যাটসম্যানরা।

সিম সোজা থাকার কারণে বলটি যে মন্থর গতিতে আসছে, তা বুঝতে অসুবিধে হয় ব্যাটসম্যানদের। সে কারণেই মারতে গিয়ে আউট হন ব্যাটসম্যানরা।

০৬ ০৬
যে বোলার ঘণ্টায় ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বল করেন, তাঁর নাক্‌ল বলের গতি সাধারণত দাঁড়ায় ১১০-১১৫ কিমি। গতির হেরফের বুঝতেই সমস্যা।

যে বোলার ঘণ্টায় ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বল করেন, তাঁর নাক্‌ল বলের গতি সাধারণত দাঁড়ায় ১১০-১১৫ কিমি। গতির হেরফের বুঝতেই সমস্যা।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE