Advertisement
২৬ এপ্রিল ২০২৪
South Africa vs India

হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছে ভারত। এই পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে প্রোটিয়া বাহিনীর মুখোমুখি হচ্ছে ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক ষষ্ঠ এক দিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৫
Share: Save:
০১ ১১
শিখর ধবন: দুরন্ত ফর্মে আছেন শিখরও। চতুর্থ এক দিনের ম্যাচে সেঞ্চুরিও করেন তিনি। ওপেনিং স্লটে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচেও রোহিতের সঙ্গী হিসেবে নামবেন শিখরই।

শিখর ধবন: দুরন্ত ফর্মে আছেন শিখরও। চতুর্থ এক দিনের ম্যাচে সেঞ্চুরিও করেন তিনি। ওপেনিং স্লটে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচেও রোহিতের সঙ্গী হিসেবে নামবেন শিখরই।

০২ ১১
রোহিত শর্মা: দক্ষিণ আফ্রিকা সফরে রান না পাওয়া রোহিত শর্মা রানের খরা কাটিয়েছেন পঞ্চম ওয়ান ডে ম্যাচে। ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ফলে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে রোহিতকে প্রথম এগারোয় রাখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা: দক্ষিণ আফ্রিকা সফরে রান না পাওয়া রোহিত শর্মা রানের খরা কাটিয়েছেন পঞ্চম ওয়ান ডে ম্যাচে। ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ফলে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে রোহিতকে প্রথম এগারোয় রাখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০৩ ১১
বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।

বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।

০৪ ১১
অজিঙ্ক রাহানে: দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত বড় রান বিশেষ পাননি রাহানে। তবুও এই ম্যাচে তাঁকে সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অজিঙ্ক রাহানে: দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত বড় রান বিশেষ পাননি রাহানে। তবুও এই ম্যাচে তাঁকে সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০৫ ১১
মণীশ পাণ্ডে: শ্রেয়স আইয়ারের পরিবর্তে এই ম্যাচে খেলতে পারেন মণীশ।

মণীশ পাণ্ডে: শ্রেয়স আইয়ারের পরিবর্তে এই ম্যাচে খেলতে পারেন মণীশ।

০৬ ১১
হার্দিক পাণ্ড্য: টিম ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার হার্দিক। ফলে হার্দিককে দলের বাইরে রেখে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচে মাঠে নামার কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

হার্দিক পাণ্ড্য: টিম ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার হার্দিক। ফলে হার্দিককে দলের বাইরে রেখে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচে মাঠে নামার কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০৭ ১১
মহেন্দ্র সিংহ ধোনি: বয়স বাড়লেও এখনও ভারতীয় দলের সম্পদ ধোনি। ধোনিকে বাইরে রাখার ‘সাহস’ দেখাবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মহেন্দ্র সিংহ ধোনি: বয়স বাড়লেও এখনও ভারতীয় দলের সম্পদ ধোনি। ধোনিকে বাইরে রাখার ‘সাহস’ দেখাবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০৮ ১১
মহম্মদ শামি: সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে সুযোগ পেতে পারেন শামি।

মহম্মদ শামি: সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে সুযোগ পেতে পারেন শামি।

০৯ ১১
যশপ্রীত বুমরা: বিগত ম্যাচগুলিতে ভাল পারফর্ম করায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচেও দলে জায়গা হচ্ছে বুমরার।

যশপ্রীত বুমরা: বিগত ম্যাচগুলিতে ভাল পারফর্ম করায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচেও দলে জায়গা হচ্ছে বুমরার।

১০ ১১
যুজবেন্দ্র চহাল: ভারতীয় পেসারদের পাশাপাশি স্পিনারদের সামলাতেও প্রতি ম্যাচে কালঘম ছুটছে ডুমিনি-মিলারদের। চলতি সিরিজের অন্যতম সফল বোলারও চহাল। ফলে এই রিস্ট স্পিনারকে রেখে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে না ভারত।

যুজবেন্দ্র চহাল: ভারতীয় পেসারদের পাশাপাশি স্পিনারদের সামলাতেও প্রতি ম্যাচে কালঘম ছুটছে ডুমিনি-মিলারদের। চলতি সিরিজের অন্যতম সফল বোলারও চহাল। ফলে এই রিস্ট স্পিনারকে রেখে ষষ্ঠ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে না ভারত।

১১ ১১
অক্ষর পটেল: পেস লাইনআপের পাশাপাশি স্পিন বিভাগেও বদল আসতে পারে ভারত। কুলদীপের পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর পটেল।

অক্ষর পটেল: পেস লাইনআপের পাশাপাশি স্পিন বিভাগেও বদল আসতে পারে ভারত। কুলদীপের পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর পটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE