Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bangladesh

কেমন হতে পারে ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ

ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে একবার দেখা নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১২:১৭
Share: Save:
০১ ১২
আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খুব সহজেই জয় এসেছে। প্রথম দিকে তেমন সফল না হলেও বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছিল ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট। ভাল রান এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকেও। দু-একটা পরিবর্তন হলেও হতে পারে দলের। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে একবার দেখা নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খুব সহজেই জয় এসেছে। প্রথম দিকে তেমন সফল না হলেও বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছিল ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট। ভাল রান এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকেও। দু-একটা পরিবর্তন হলেও হতে পারে দলের। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে একবার দেখা নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

০২ ১২
রোহিত শর্মা: শেষ ম্যাচে দারুণ ভাবে ফিরেছেন। ফাইনালেও রোহিতের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ভারত।

রোহিত শর্মা: শেষ ম্যাচে দারুণ ভাবে ফিরেছেন। ফাইনালেও রোহিতের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ভারত।

০৩ ১২
শিখর ধবন: রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে ফর্মে থাকা ধবন নিশ্চিত প্রথম এগারোয়।

শিখর ধবন: রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে ফর্মে থাকা ধবন নিশ্চিত প্রথম এগারোয়।

০৪ ১২
লোকেশ রাহুল: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে দলে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। তবে ফাইনালে লোকেশ রাহুলকে রেখে দিতে পারেন রোহিত।

লোকেশ রাহুল: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে দলে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। তবে ফাইনালে লোকেশ রাহুলকে রেখে দিতে পারেন রোহিত।

০৫ ১২
সুরেশ রায়না: প্রথম দিকে ত্রিদেশীয় সিরিজে ভাল ফর্মে দেখা যায়নি। তবে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে সফল। ফাইনালে দলের অন্যতম ভরসা হতে চলেছেন রায়না।

সুরেশ রায়না: প্রথম দিকে ত্রিদেশীয় সিরিজে ভাল ফর্মে দেখা যায়নি। তবে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে সফল। ফাইনালে দলের অন্যতম ভরসা হতে চলেছেন রায়না।

০৬ ১২
মণীশ পাণ্ডে: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করার সুযোগ আসেনি। ব্যাটের হাত়টা বেশ ভালই। ফলে ফাইনালে দলে থেকে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট।

মণীশ পাণ্ডে: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করার সুযোগ আসেনি। ব্যাটের হাত়টা বেশ ভালই। ফলে ফাইনালে দলে থেকে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট।

০৭ ১২
দীনেশ কার্তিক: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটসম্যানের নাম দীনেশ। ফলে টি২০ ক্রিকেটার হিসেবে খ্যাতি আদায় করা উইকেটকক্ষক-ব্যাটসম্যান কার্তিকের দলে থাকা নিয়ে প্রায় কোনও সন্দেহ নেই।

দীনেশ কার্তিক: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটসম্যানের নাম দীনেশ। ফলে টি২০ ক্রিকেটার হিসেবে খ্যাতি আদায় করা উইকেটকক্ষক-ব্যাটসম্যান কার্তিকের দলে থাকা নিয়ে প্রায় কোনও সন্দেহ নেই।

০৮ ১২
বিজয় শঙ্কর: বল হাতে উইকেট না পেলেও মোটামুটি সফলই ছিলেন আগের ম্যাচে। ফলে ফাইনালে তরুণ অলরাউন্ডারের দলে থেকে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট।

বিজয় শঙ্কর: বল হাতে উইকেট না পেলেও মোটামুটি সফলই ছিলেন আগের ম্যাচে। ফলে ফাইনালে তরুণ অলরাউন্ডারের দলে থেকে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট।

০৯ ১২
ওয়াশিংটন সুন্দর: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের সব থেকে সফল বোলার। তিন উইকেট নিয়ে একাই বিপক্ষ দলের ধস নামিয়ে ছিলেন। ফলে এ ম্যাচে তাঁর দলে থাকা নিশ্চিত।

ওয়াশিংটন সুন্দর: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের সব থেকে সফল বোলার। তিন উইকেট নিয়ে একাই বিপক্ষ দলের ধস নামিয়ে ছিলেন। ফলে এ ম্যাচে তাঁর দলে থাকা নিশ্চিত।

১০ ১২
যুজবেন্দ্র চহাল: ভারতীয় দলের এই মুহূর্তে লিড স্পিনার অবশ্যই চহাল। ফাইনালে তাঁকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই ম্যানেজমেন্টের।

যুজবেন্দ্র চহাল: ভারতীয় দলের এই মুহূর্তে লিড স্পিনার অবশ্যই চহাল। ফাইনালে তাঁকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই ম্যানেজমেন্টের।

১১ ১২
জয়দেব উনাদকট: শেষ ম্যাচে দলে ছিলেন না। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকা মহম্মদ সিরাজ বল হাতে পুরোপুরি ব্যর্থ। ফলে ফাইনালে ফের ভাগ্য খুলতে পারে জয়দেব উনাদকটের।

জয়দেব উনাদকট: শেষ ম্যাচে দলে ছিলেন না। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকা মহম্মদ সিরাজ বল হাতে পুরোপুরি ব্যর্থ। ফলে ফাইনালে ফের ভাগ্য খুলতে পারে জয়দেব উনাদকটের।

১২ ১২
শার্দুল ঠাকুর: শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের মূল কারীগর ছিলেন শার্দুল। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছিলেন। ফাইনালে শার্দুলকে দল থেকে বাদ দেওয়ার সম্ভবনা প্রায় নেই। 

শার্দুল ঠাকুর: শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের মূল কারীগর ছিলেন শার্দুল। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছিলেন। ফাইনালে শার্দুলকে দল থেকে বাদ দেওয়ার সম্ভবনা প্রায় নেই। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE