Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India vs South Africa

ঋদ্ধির বদলে পার্থিব? দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে চমক

কেপটাউন টেস্টে হারের পর সেঞ্চুরিয়ানে টেস্ট সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামছে ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১২:৪১
Share: Save:
০১ ১১
মুরলী বিজয়: কেপটাউন টেস্টে ভাল পারফরম্যান্স করতে না পারলেও সেঞ্চুরিয়ান টেস্টে মুরলীকে রেখেই দল সাজাচ্ছে ভারত।

মুরলী বিজয়: কেপটাউন টেস্টে ভাল পারফরম্যান্স করতে না পারলেও সেঞ্চুরিয়ান টেস্টে মুরলীকে রেখেই দল সাজাচ্ছে ভারত।

০২ ১১
কেএল রাহুল: প্রথম টেস্টে শিখর ধবন খেলায় সুযোগ হয়নি রাহুলের। তবে, শিখরের পরিবর্তে দ্বিতীয় টেস্টে রাহুলের ফেরার সম্ভবনা প্রবল।

কেএল রাহুল: প্রথম টেস্টে শিখর ধবন খেলায় সুযোগ হয়নি রাহুলের। তবে, শিখরের পরিবর্তে দ্বিতীয় টেস্টে রাহুলের ফেরার সম্ভবনা প্রবল।

০৩ ১১
চেতেশ্বর পূজারা: প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে পূজারাকে বাইরে রেখে দল গড়ার ঝুঁকি নেবে না ভারত।

চেতেশ্বর পূজারা: প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে পূজারাকে বাইরে রেখে দল গড়ার ঝুঁকি নেবে না ভারত।

০৪ ১১
বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।

বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।

০৫ ১১
রোহিত শর্মা: প্রথম টেস্টে বড় রান না পেলেও রোহিতকে সেঞ্চুরিয়ানে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা: প্রথম টেস্টে বড় রান না পেলেও রোহিতকে সেঞ্চুরিয়ানে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

০৬ ১১
রবিচন্দ্রন অশ্বিন: আশা করা হয়েছিল অশ্বিনের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ফেরান হবে অজিঙ্ক রাহানেকে। কিন্তু, দ্বিতীয় টেস্টেও প্রথম এগারোয় জায়গা হয়নি রাহানের। অশ্বিনকে রেখেই দ্বিতীয় টেস্টে দল সাজিয়েছে ভারত।

রবিচন্দ্রন অশ্বিন: আশা করা হয়েছিল অশ্বিনের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ফেরান হবে অজিঙ্ক রাহানেকে। কিন্তু, দ্বিতীয় টেস্টেও প্রথম এগারোয় জায়গা হয়নি রাহানের। অশ্বিনকে রেখেই দ্বিতীয় টেস্টে দল সাজিয়েছে ভারত।

০৭ ১১
পার্থিব পটেল: ব্যাট হাতে প্রথম টেস্টে ভারতীয় ব্রিগেডকে ভরসা দিতে ব্যর্থ হন বাংলার ঋদ্ধিমান। ঋদ্ধির পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ফেরার সম্ভবনা প্রবল পার্থিবের।

পার্থিব পটেল: ব্যাট হাতে প্রথম টেস্টে ভারতীয় ব্রিগেডকে ভরসা দিতে ব্যর্থ হন বাংলার ঋদ্ধিমান। ঋদ্ধির পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ফেরার সম্ভবনা প্রবল পার্থিবের।

০৮ ১১
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার হার্দিক। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই ভারতীয়। এই ম্যাচেও দেখা যাবে হার্দিককে।

হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার হার্দিক। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই ভারতীয়। এই ম্যাচেও দেখা যাবে হার্দিককে।

০৯ ১১
জসপ্রীত বুমরা: কেপটাউন টেস্টের পর সেঞ্চুরিয়ানেও সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরা।

জসপ্রীত বুমরা: কেপটাউন টেস্টের পর সেঞ্চুরিয়ানেও সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরা।

১০ ১১
মহম্মদ শামি: শামিকে ধরেই দল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

মহম্মদ শামি: শামিকে ধরেই দল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

১১ ১১
ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমারের জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ পয়েছেন ইশান্ত শর্মা।

ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমারের জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ পয়েছেন ইশান্ত শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE