Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports news

বাবার মান কি রাখতে পারবেন এই ক্রিকেটাররা?

এদের কারও বয়স ২৩ বছর তো কারও বা ১৮। কেউ আবার সবে ১২-য় পা দিয়েছে। এরা প্রত্যেকেই তরুণ ক্রিকেটার। এদের আর একটা মিলও রয়েছে। এদের বাবারা প্রত্যেকেই নামী ক্রিকেটার। বাবাদের ক্যারিশ্মা ধরে রাখার গুরুদায়িত্ব এদের উপর। সেই তালিকায় কারা আছে, দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৩:৪৯
Share: Save:
০১ ০৬
এদের কারও বয়স ২৩ বছর তো কারও বা ১৮। কেউ আবার সবে ১২-য় পা দিয়েছে। এরা প্রত্যেকেই তরুণ ক্রিকেটার। এদের আর একটা মিলও রয়েছে। এদের বাবারা প্রত্যেকেই নামী ক্রিকেটার। বাবাদের ক্যারিশ্মা ধরে রাখার গুরুদায়িত্ব এদের উপর। সেই তালিকায় কারা আছে, দেখে নেওয়া যাক।

এদের কারও বয়স ২৩ বছর তো কারও বা ১৮। কেউ আবার সবে ১২-য় পা দিয়েছে। এরা প্রত্যেকেই তরুণ ক্রিকেটার। এদের আর একটা মিলও রয়েছে। এদের বাবারা প্রত্যেকেই নামী ক্রিকেটার। বাবাদের ক্যারিশ্মা ধরে রাখার গুরুদায়িত্ব এদের উপর। সেই তালিকায় কারা আছে, দেখে নেওয়া যাক।

০২ ০৬
অর্জুন তেণ্ডুলকর: সচিন পুত্র অর্জুন যে কী পরিমাণ প্রত্যাশার চাপের মধ্যে রয়েছেন তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তিনি মাঠে থাকুন কি মাঠের বাইরে, উচ্চ প্রত্যাশা সারাক্ষণই যেন তাঁকে ঘিরে থাকে। অনবদ্য বোলিং এবং বাঁ হাতে ব্যাটিং করে মাত্র ১৮ বছর বয়সেই চর্চায় এসেছেন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্লোবাল চ্যালেঞ্জ টি২০-তে ২৭ বলে ৪৮ রান করেন অর্জুন। বোলিংও ভালই করেন।

অর্জুন তেণ্ডুলকর: সচিন পুত্র অর্জুন যে কী পরিমাণ প্রত্যাশার চাপের মধ্যে রয়েছেন তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তিনি মাঠে থাকুন কি মাঠের বাইরে, উচ্চ প্রত্যাশা সারাক্ষণই যেন তাঁকে ঘিরে থাকে। অনবদ্য বোলিং এবং বাঁ হাতে ব্যাটিং করে মাত্র ১৮ বছর বয়সেই চর্চায় এসেছেন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্লোবাল চ্যালেঞ্জ টি২০-তে ২৭ বলে ৪৮ রান করেন অর্জুন। বোলিংও ভালই করেন।

০৩ ০৬
সমিত দ্রাবিড়: এই খুদে ভারতীয় ক্রিকেটের ব্যাটিংয়ের ভবিষ্যৎ হতেই পারে। বাবা রাহুল দ্রাবিড়। কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্দ্ধ-১৪ বিটিআর কাপ-এ দুর্দান্ত ব্যাট করেছে সমিত। ক্রিকেটে দ্রাবিড় পদবীর মর্যাদা কি ধরে রাখতে পারবে সমিত? ভবিষ্যতই উত্তর দেবে।

সমিত দ্রাবিড়: এই খুদে ভারতীয় ক্রিকেটের ব্যাটিংয়ের ভবিষ্যৎ হতেই পারে। বাবা রাহুল দ্রাবিড়। কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্দ্ধ-১৪ বিটিআর কাপ-এ দুর্দান্ত ব্যাট করেছে সমিত। ক্রিকেটে দ্রাবিড় পদবীর মর্যাদা কি ধরে রাখতে পারবে সমিত? ভবিষ্যতই উত্তর দেবে।

০৪ ০৬
অস্টিন ওয়: অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ ওয়। অস্টিন তাঁরই ছেলে। ব্যাটিং এবং একই সঙ্গে স্টিভের বোলিং দীর্ঘদিন অস্ট্রেলিয়ার ভার সামলেছে। স্টিভের ব্যাটন এখন অস্টিনের হাতে। তিনিও ভালই খেলছেন। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন।

অস্টিন ওয়: অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ ওয়। অস্টিন তাঁরই ছেলে। ব্যাটিং এবং একই সঙ্গে স্টিভের বোলিং দীর্ঘদিন অস্ট্রেলিয়ার ভার সামলেছে। স্টিভের ব্যাটন এখন অস্টিনের হাতে। তিনিও ভালই খেলছেন। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন।

০৫ ০৬
আরিয়ান জোশী: স্পিনার সুনীল জোশীর ছেলে আরিয়ান। ইতিমধ্যেই বেশ ভাল খেলতে শুরু করেছে সেও।

আরিয়ান জোশী: স্পিনার সুনীল জোশীর ছেলে আরিয়ান। ইতিমধ্যেই বেশ ভাল খেলতে শুরু করেছে সেও।

০৬ ০৬
বেন ম্যাকডার্মট: ২০১৪ সালে ১৮ জানুয়ারি ব্রিসবেন হিটের হয়ে টি-২০ ডেবিউ করেন তিনি। প্রথম টি-২০ খেলায় ৩০ রানও করেন। অনূর্ধ্ব-১৯ ওয়ান জে ইন্টারন্যাশনালে তিনি অস্ট্রেলিয়া দলে খেলেন। বেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রেগ ম্যাকডার্মটের ছেলে।

বেন ম্যাকডার্মট: ২০১৪ সালে ১৮ জানুয়ারি ব্রিসবেন হিটের হয়ে টি-২০ ডেবিউ করেন তিনি। প্রথম টি-২০ খেলায় ৩০ রানও করেন। অনূর্ধ্ব-১৯ ওয়ান জে ইন্টারন্যাশনালে তিনি অস্ট্রেলিয়া দলে খেলেন। বেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রেগ ম্যাকডার্মটের ছেলে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE