Advertisement
১৭ এপ্রিল ২০২৪
State News

মহালয়া স্পেশ্যাল: আজ পিতৃপুরুষকে জল দেওয়ার দিন

মহালয়ার সকাল মানেই দমকা বাতাসে নাকে এসে লাগে পুজোর গন্ধ। মহালয়া মানেই মায়ের চক্ষুদান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ, আর অবশ্যই পিতৃপুরুষের উদ্যেশে তর্পণ। আমাদের চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়ল তারই কিছু মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৩
Share: Save:
০১ ০৮
তর্পণ কথার অর্থ খুশি করা। মৃত পূর্বপুরুষকে খুশি করতেই তাঁদের উদ্দেশে অন্ন ও জল দান করা হয়।

তর্পণ কথার অর্থ খুশি করা। মৃত পূর্বপুরুষকে খুশি করতেই তাঁদের উদ্দেশে অন্ন ও জল দান করা হয়।

০২ ০৮
বিদেশিনীর চোখে মহালয়ার সকাল।

বিদেশিনীর চোখে মহালয়ার সকাল।

০৩ ০৮
মন্ত্রপাঠ? নাকি পড়া মুখস্থ? আহিরীটোলা ঘাটে পিতৃ তর্পণের আগে একটু ঝালিয়ে নেওয়া।

মন্ত্রপাঠ? নাকি পড়া মুখস্থ? আহিরীটোলা ঘাটে পিতৃ তর্পণের আগে একটু ঝালিয়ে নেওয়া।

০৪ ০৮
মায়ের আগমণ এ বার নৌকায়। তাই কী মহালয়ার সকালেও আকাশের মুখভার?

মায়ের আগমণ এ বার নৌকায়। তাই কী মহালয়ার সকালেও আকাশের মুখভার?

০৭ ০৮
আলো-আঁধারি। নির্মাল্য প্রামাণিকের ক্যামেরায়।

আলো-আঁধারি। নির্মাল্য প্রামাণিকের ক্যামেরায়।

০৮ ০৮
শুধু তর্পণই নয়। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পড়েছে বিশাল পুজোর লাইনও। ছবি: অমৃত হালদার।

শুধু তর্পণই নয়। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পড়েছে বিশাল পুজোর লাইনও। ছবি: অমৃত হালদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE