Advertisement
২০ এপ্রিল ২০২৪

এই হোটেলে এলে ভাসতে ভাসতে পৌঁছে যাবেন নির্জন দ্বীপে

সমুদ্রের মাঝে সবুজে ঘেরা নির্জন দ্বীপ। অপূর্ব রোমাঞ্চে ঘেরা। কিন্তু সেখানে পৌঁছবেন কী করে? নৌকা, জাহাজ না স্পিড বোট? কিচ্ছু দরকার নেই। খোদ হোটেলই ভাসতে ভাসতে আপনাকে নিয়ে সোজা পৌঁছে যাবে সেই দ্বীপে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১২:১৮
Share: Save:
০১ ০৮
জাপানের নাগাসাকির সাসেবো— পাহাড় আর সমুদ্রে ঘেরা ছোট্ট দ্বীপ।

জাপানের নাগাসাকির সাসেবো— পাহাড় আর সমুদ্রে ঘেরা ছোট্ট দ্বীপ।

০২ ০৮
এখানেই রয়েছে ‘হুইস টেন বস’ নামের থিম পার্কটি।

এখানেই রয়েছে ‘হুইস টেন বস’ নামের থিম পার্কটি।

০৩ ০৮
সম্পূর্ণ পার্কটিই ওলন্দাজ স্থাপত্যরীতি অনুসরণে তৈরি। শুধু পার্ক নয়, সাসেবোর সমস্ত বাড়িঘর, রাস্তা, <br> থিয়েটার, উইন্ডমিল, দোকানপাট, রেস্তোঁরা সবই ডাচ গঠনশৈলী মেনে তৈরি।

সম্পূর্ণ পার্কটিই ওলন্দাজ স্থাপত্যরীতি অনুসরণে তৈরি। শুধু পার্ক নয়, সাসেবোর সমস্ত বাড়িঘর, রাস্তা, <br> থিয়েটার, উইন্ডমিল, দোকানপাট, রেস্তোঁরা সবই ডাচ গঠনশৈলী মেনে তৈরি।

০৪ ০৮
১৯৯২ সালে সাসেবোর দক্ষিণ দিকে হারিও বলে একটি ছোট্ট দ্বীপে তৈরি হয়েছিল ‘হুইস টেন বস’। নানা রকম <br> বিনোদনমূলক সামগ্রীতে ভরা ‘হুইস টেন বস’ খুব তাড়াতাড়ি স্থানীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। <br> বাইরে থেকেও পর্যটকরা এর টানে ভিড় জমাতে থাকেন।

১৯৯২ সালে সাসেবোর দক্ষিণ দিকে হারিও বলে একটি ছোট্ট দ্বীপে তৈরি হয়েছিল ‘হুইস টেন বস’। নানা রকম <br> বিনোদনমূলক সামগ্রীতে ভরা ‘হুইস টেন বস’ খুব তাড়াতাড়ি স্থানীয়দের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। <br> বাইরে থেকেও পর্যটকরা এর টানে ভিড় জমাতে থাকেন।

০৫ ০৮
নানা বিনোদনমূলক উপাদানের পাশাপাশি সম্প্রতি ‘হুইস টেন বস’ চালু করেছে তাঁদের নতুন আকর্ষণ ‘ক্যাপসুল হোটেল’।

নানা বিনোদনমূলক উপাদানের পাশাপাশি সম্প্রতি ‘হুইস টেন বস’ চালু করেছে তাঁদের নতুন আকর্ষণ ‘ক্যাপসুল হোটেল’।

০৬ ০৮
গোল বলের মতো কাচ দিয়ে ঘেরা এই হোটেলে চেপে সমুদ্রে ভেসে থাকা যাবে গোটা রাত্রি।

গোল বলের মতো কাচ দিয়ে ঘেরা এই হোটেলে চেপে সমুদ্রে ভেসে থাকা যাবে গোটা রাত্রি।

০৭ ০৮
৩৯ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত সাসেবো দ্বীপে দেখার জায়গাও রয়েছে প্রচুর। ইচ্ছা হলে ক্যাপসুলে করেই ঘুরে নেওয়া যায় সেই সমস্ত জায়গা।

৩৯ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত সাসেবো দ্বীপে দেখার জায়গাও রয়েছে প্রচুর। ইচ্ছা হলে ক্যাপসুলে করেই ঘুরে নেওয়া যায় সেই সমস্ত জায়গা।

০৮ ০৮
আর ভাড়া? ২৬০ থেকে ৩৫০ ডলার মতো খরচ পড়বে এক রাত্রি কাটানোর জন্য।

আর ভাড়া? ২৬০ থেকে ৩৫০ ডলার মতো খরচ পড়বে এক রাত্রি কাটানোর জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE