Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Photo gallery

এত মিল! তুরস্কের ক্লুনি বা চিনের পুতিনকে চেনেন?

মর্গ্যান ফ্রিম্যানকে হামেশাই দেখা যায় মেক্সিকোর রাস্তায় রান্না করতে। তুরস্কে গেলে দেখতে পাবেন জর্জ ক্লুনিকেও। প্রতি দিন মেট্রো চড়ে কাজে যান তিনি। না! এরা কেউই আসলে হলিউড অভিনেতা নন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১৩:০৪
Share: Save:
০১ ১০
তুরস্কের জর্জ ক্লুনি। হলিউড অভিনেতা জর্জ ক্লুনির মতো অবিকল দেখতে এই ব্যক্তি আদতে তুরস্কের বাসিন্দা।<br> প্রতি দিন মেট্রো চেপে যাতায়াতের সময় সহযাত্রীদের নজরেও পড়েছে এ বিষয়টা।<br> ৫৫ বছরের ক্লুনির মতো দেহের গঠন, চওড়া কাঁধ।<br> এমনকী, চাউনিও এক্কেবারে জর্জ ক্লুনির মতো।

তুরস্কের জর্জ ক্লুনি। হলিউড অভিনেতা জর্জ ক্লুনির মতো অবিকল দেখতে এই ব্যক্তি আদতে তুরস্কের বাসিন্দা।<br> প্রতি দিন মেট্রো চেপে যাতায়াতের সময় সহযাত্রীদের নজরেও পড়েছে এ বিষয়টা।<br> ৫৫ বছরের ক্লুনির মতো দেহের গঠন, চওড়া কাঁধ।<br> এমনকী, চাউনিও এক্কেবারে জর্জ ক্লুনির মতো।

০২ ১০
বেসবল টুপি কপালের উল্টো দিকে ঘোরানো।<br> কালো পোশাকে মেক্সিকোর রাস্তায় খাবারের দোকানে নিয়মিত রান্না করছেন তিনি।<br> দেখতে হুবহু হলিউডের ৭৯ বছর বয়সী অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের মতো।

বেসবল টুপি কপালের উল্টো দিকে ঘোরানো।<br> কালো পোশাকে মেক্সিকোর রাস্তায় খাবারের দোকানে নিয়মিত রান্না করছেন তিনি।<br> দেখতে হুবহু হলিউডের ৭৯ বছর বয়সী অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের মতো।

০৩ ১০
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার মতো দেখতে এই ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা।<br> ওবামার মতোই হাসি। সে রকমই চুলের ছাঁট।<br> নাক-চোখ-মুখও অবিকল ওবামার মতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার মতো দেখতে এই ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা।<br> ওবামার মতোই হাসি। সে রকমই চুলের ছাঁট।<br> নাক-চোখ-মুখও অবিকল ওবামার মতো।

০৪ ১০
শুধুমাত্র বারাক ওবামার ‘বডি ডাবল’ই নয়, চিনে গেলে দেখা পেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও।<br> না! পুতিন চিনে বসবাস করতে শুরু করেননি।<br> তবে তাঁর মতো দেখতে এক ব্যক্তির সন্ধান মিলেছে সেখানে।<br> ৬৪ বছরের পুতিনের মতোই তাঁর পেশীবহুল দেহ, হেয়ারকাটও একই রকমের।

শুধুমাত্র বারাক ওবামার ‘বডি ডাবল’ই নয়, চিনে গেলে দেখা পেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও।<br> না! পুতিন চিনে বসবাস করতে শুরু করেননি।<br> তবে তাঁর মতো দেখতে এক ব্যক্তির সন্ধান মিলেছে সেখানে।<br> ৬৪ বছরের পুতিনের মতোই তাঁর পেশীবহুল দেহ, হেয়ারকাটও একই রকমের।

০৫ ১০
ব্রিটিশ অভিনেতা হিউ লরির মতো অবিকল দেখতে এই ব্যক্তি রাশিয়ার বাসিন্দা।<br> পেশায় কলের মিস্ত্রি এই ব্যক্তিকে দেখে অনেকেই অন্তত এক বার চোখ ফিরিয়ে তাকান।

ব্রিটিশ অভিনেতা হিউ লরির মতো অবিকল দেখতে এই ব্যক্তি রাশিয়ার বাসিন্দা।<br> পেশায় কলের মিস্ত্রি এই ব্যক্তিকে দেখে অনেকেই অন্তত এক বার চোখ ফিরিয়ে তাকান।

০৬ ১০
লিওনার্দো দি ক্যাপ্রিও রয়েছেন সুইডেনেও!<br> সে দেশেরই এক তরুণের সঙ্গে অবিকল মিল লিওর।<br> দু’হাতে শুধু ট্যাটুগুলি ছাড়া দেখতে ঠিক যেন টাইটানিকের তরুণ হিরো।

লিওনার্দো দি ক্যাপ্রিও রয়েছেন সুইডেনেও!<br> সে দেশেরই এক তরুণের সঙ্গে অবিকল মিল লিওর।<br> দু’হাতে শুধু ট্যাটুগুলি ছাড়া দেখতে ঠিক যেন টাইটানিকের তরুণ হিরো।

০৭ ১০
হলিউডের কমেডিয়ান ড্যানি ডিভিটো-র অভিনয়ে হেসে লুটোপুটি খাননি এমন মানুষ কমই আছেন।<br> সেই ড্যানির মতোই হুবহু দেখতে এক ব্যক্তিকে দেখা গেল ব্রাজিলে।<br> ড্যানির মতোই বেঁটেখাটো শক্তপোক্ত চেহারা। চোখেও তাঁর মতো ভারী চশমা।

হলিউডের কমেডিয়ান ড্যানি ডিভিটো-র অভিনয়ে হেসে লুটোপুটি খাননি এমন মানুষ কমই আছেন।<br> সেই ড্যানির মতোই হুবহু দেখতে এক ব্যক্তিকে দেখা গেল ব্রাজিলে।<br> ড্যানির মতোই বেঁটেখাটো শক্তপোক্ত চেহারা। চোখেও তাঁর মতো ভারী চশমা।

০৮ ১০
ব্র্যাড পিটকে দেখা গেল এশিয়াতে রঙের কাজ করতে!<br> না, ব্র্যাড এশিয়ার ঘুরতে গিয়েছেন এমন কোনও খবর নেই।<br> আসলে এশিয়ার এক রং মিস্ত্রিকে হুবহু দেখতে ব্র্যাডের মতো।

ব্র্যাড পিটকে দেখা গেল এশিয়াতে রঙের কাজ করতে!<br> না, ব্র্যাড এশিয়ার ঘুরতে গিয়েছেন এমন কোনও খবর নেই।<br> আসলে এশিয়ার এক রং মিস্ত্রিকে হুবহু দেখতে ব্র্যাডের মতো।

০৯ ১০
রাশিয়ার লোকেরা রাস্তাঘাটে জিম ক্যারিকে হামেশাই দেখতে পান।<br> তবে তিনি আসলে জিম ক্যারি নন।<br> ৫৫ বছরের অভিনেতার মতো দেখতে সে দেশের এক অন্য ব্যক্তি।

রাশিয়ার লোকেরা রাস্তাঘাটে জিম ক্যারিকে হামেশাই দেখতে পান।<br> তবে তিনি আসলে জিম ক্যারি নন।<br> ৫৫ বছরের অভিনেতার মতো দেখতে সে দেশের এক অন্য ব্যক্তি।

১০ ১০
জাপানে তাঁকে দেখে হামেশাই অনেকে ঘিরে ধরেন।<br> জনি ডেপকে এত কাছে পেয়ে তাঁরা ছুটে যান।<br> পরক্ষণেই জানতে পারেন, আসলে এই ব্যক্তি জনি ডেপ নন।<br> অবিকল জনি ডেপের মতোই দেখতে তাঁকে।

জাপানে তাঁকে দেখে হামেশাই অনেকে ঘিরে ধরেন।<br> জনি ডেপকে এত কাছে পেয়ে তাঁরা ছুটে যান।<br> পরক্ষণেই জানতে পারেন, আসলে এই ব্যক্তি জনি ডেপ নন।<br> অবিকল জনি ডেপের মতোই দেখতে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE