Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Photogallery

বিএস-৪ মোটরবাইক কোনগুলি জেনে নিন

দু’দিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ১ এপ্রিল থেকে ভারত স্টেজ-৩ অনুমোদিত কোনও গাড়ি বিক্রি করতে পারবে না গাড়ি প্রস্তুতকারক সংস্থা ও ডিলাররা। পরিবর্তে ভারত স্টেজ-৪ অনুমোদিত গাড়ি বিক্রি করতে হবে তাদের। শীর্ষ আদালতের এমন নির্দেশে মাথায় হাত তাদের। তড়িঘড়ি ২০-৪০ শতাংশ ছাড়ে বিএস-৩ অনুমোদিতা গাড়ি বিক্রি করতে শুরু করেছে ডিলাররা। ভারত স্টেজ-৪ অনুমোদিত গাড়ি কোনগুলি দেখে নেওয়া যাক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৫:৪৯
Share: Save:
০১ ০৮
হন্ডা ডিও<br>
দাম: ৪৯,১৩২ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১০৯.২ সিসি। সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

হন্ডা ডিও<br> দাম: ৪৯,১৩২ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১০৯.২ সিসি। সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

০২ ০৮
হন্ডা এ্যাভিয়েটর<br>
দাম: ৫২, ০৭৭ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১০৯ সিসি

হন্ডা এ্যাভিয়েটর<br> দাম: ৫২, ০৭৭ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১০৯ সিসি

০৩ ০৮
হন্ডা অ্যাকটিভা ১২৫ সিসি<br>
দাম: ৫৬,৯৫৪, ইঞ্জিন: হন্ডা ইকো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে দূষণ কম হয়।

হন্ডা অ্যাকটিভা ১২৫ সিসি<br> দাম: ৫৬,৯৫৪, ইঞ্জিন: হন্ডা ইকো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে দূষণ কম হয়।

০৪ ০৮
হন্ডা সিবি ইউনিকর্ন<br>
দাম: ৭৩, ৫৫২, ইঞ্জিন: ১৬২.৭১ সিসি এয়ারকুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

হন্ডা সিবি ইউনিকর্ন<br> দাম: ৭৩, ৫৫২, ইঞ্জিন: ১৬২.৭১ সিসি এয়ারকুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

০৫ ০৮
হন্ডা সিবি সাইন<br>
দাম: ৫৫, ৭৯৯ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১২৪.৭৩ সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

হন্ডা সিবি সাইন<br> দাম: ৫৫, ৭৯৯ (এক্স শোরুম, নয়াদিল্লি), ইঞ্জিন: ১২৪.৭৩ সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।

০৬ ০৮
বাজাজ এনএস ২০০<br>
দাম: ৯৬,৪৫৩, ইঞ্জিন: ৪ স্ট্রোক, লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার।

বাজাজ এনএস ২০০<br> দাম: ৯৬,৪৫৩, ইঞ্জিন: ৪ স্ট্রোক, লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার।

০৭ ০৮
বাজাজ পালসার আরএস ২০০<br>
দাম: ১.৩৩ লাখ, ইঞ্জিন: ১৯৯ সিসি, ৪ স্ট্রোক।

বাজাজ পালসার আরএস ২০০<br> দাম: ১.৩৩ লাখ, ইঞ্জিন: ১৯৯ সিসি, ৪ স্ট্রোক।

০৮ ০৮
টিভিএস ওয়েগো <br>দাম: ৫০, ৪৩৪ ইঞ্জিন: ১০৯.৭ সিসি। ৪ স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার।

টিভিএস ওয়েগো <br>দাম: ৫০, ৪৩৪ ইঞ্জিন: ১০৯.৭ সিসি। ৪ স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE