Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আপনি ফ্যাশনিস্তা হলে এই ৫ শহরে শপিং করতেই হবে

বন্ধুমহলে কি আপনি ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত? ঘুরতে যাওয়া আর মনের মতো শপিং করা কি আপনার পছন্দের কাজ?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৫:০৬
Share: Save:
০১ ০৬
বন্ধুমহলে কি আপনি ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত? ঘুরতে যাওয়া আর মনের মতো শপিং করা কি আপনার পছন্দের কাজ? তা হলে এই ৫ শহরে আপনাকে একবার অন্তত যেতেই হবে।

বন্ধুমহলে কি আপনি ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত? ঘুরতে যাওয়া আর মনের মতো শপিং করা কি আপনার পছন্দের কাজ? তা হলে এই ৫ শহরে আপনাকে একবার অন্তত যেতেই হবে।

০২ ০৬
লন্ডন: ফ্যাশন ভালবাসলে লন্ডন আপনার অপেক্ষায় রয়েছে। বন্ড স্ট্রিট ও অক্সফোর্ড স্ট্রিট জুড়ে রয়েছে অ্যালেক্সান্ডার ম্যাককুইন, বারবেরি, স্টেলা ম্যাককার্টনি।

লন্ডন: ফ্যাশন ভালবাসলে লন্ডন আপনার অপেক্ষায় রয়েছে। বন্ড স্ট্রিট ও অক্সফোর্ড স্ট্রিট জুড়ে রয়েছে অ্যালেক্সান্ডার ম্যাককুইন, বারবেরি, স্টেলা ম্যাককার্টনি।

০৩ ০৬
নিউ ইয়র্ক: বিশ্বের অন্যতম ফ্যাশন ক্যাপিটাল নিউ ইয়র্ক সিটি। যে কোনও মার্কিন ব্র্যান্ড আকর্ষণীয় কম দামে পাওয়া যায়। বার্নেস, ম্যানহ্যাটনের মেসি’স অন্যতম লাক্সারি স্টোর।

নিউ ইয়র্ক: বিশ্বের অন্যতম ফ্যাশন ক্যাপিটাল নিউ ইয়র্ক সিটি। যে কোনও মার্কিন ব্র্যান্ড আকর্ষণীয় কম দামে পাওয়া যায়। বার্নেস, ম্যানহ্যাটনের মেসি’স অন্যতম লাক্সারি স্টোর।

০৪ ০৬
মিলান: যদি রানওয়ে ধরে শপিং করতে ভালবাসেন তা হলে ইতালির মিলান আপনার জন্য সেরা। গ্যালেরিও ভিত্তরিও ইমানুয়েল টু বিশ্বের অন্যতম প্রাচীন শপিং মল।

মিলান: যদি রানওয়ে ধরে শপিং করতে ভালবাসেন তা হলে ইতালির মিলান আপনার জন্য সেরা। গ্যালেরিও ভিত্তরিও ইমানুয়েল টু বিশ্বের অন্যতম প্রাচীন শপিং মল।

০৫ ০৬
প্যারিস: ফ্রান্স মানে কি শুধুই আইফেল টাওয়ার? ফবর্গ সেন্ট-অনর জেলায় আপনার অপেক্ষায় রয়েছে ওয়াইএসএল, হারমিস, ভারসাচে। পালাইস রয়্যালে সারি বেঁধে রয়েছে ভিন্টেজ ও লাক্সারি স্টোর।

প্যারিস: ফ্রান্স মানে কি শুধুই আইফেল টাওয়ার? ফবর্গ সেন্ট-অনর জেলায় আপনার অপেক্ষায় রয়েছে ওয়াইএসএল, হারমিস, ভারসাচে। পালাইস রয়্যালে সারি বেঁধে রয়েছে ভিন্টেজ ও লাক্সারি স্টোর।

০৬ ০৬
দিল্লি: দিল্লিকে বাদ দিলে এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে। ভারতের অন্যতম বুমিং ফ্যাশন মার্কেট দিল্লি। ক্রমশই আন্তর্জাতিক মানের ফ্যাশন ডেস্টিনেশন হয়ে উঠছে দিল্লি।

দিল্লি: দিল্লিকে বাদ দিলে এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে। ভারতের অন্যতম বুমিং ফ্যাশন মার্কেট দিল্লি। ক্রমশই আন্তর্জাতিক মানের ফ্যাশন ডেস্টিনেশন হয়ে উঠছে দিল্লি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE