Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Miss World 2017

মানুষীর বাজিমাত প্রশ্নোত্তরে, পড়ে নিন সুন্দরীরা কে কী বললেন

১০৮ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা পাঁচের তালিকায় পৌঁছে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লর। সেরার শিরোপা পরানোর আগে মানুষী-সহ বাকি পাঁচ প্রতিযোগীর সামনে একটি করে প্রশ্ন রাখেন বিচারকেরা। কে কী বলেছিলেন তার উত্তরে, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৬:১২
Share: Save:
০১ ০৬
১০৮ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা পাঁচের তালিকায় পৌঁছে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লর। সেরার শিরোপা পরানোর আগে মানুষী-সহ বাকি পাঁচ প্রতিযোগীর সামনে একটি করে প্রশ্ন রাখেন বিচারকেরা। কে কী বলেছিলেন তার উত্তরে, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

১০৮ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা পাঁচের তালিকায় পৌঁছে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লর। সেরার শিরোপা পরানোর আগে মানুষী-সহ বাকি পাঁচ প্রতিযোগীর সামনে একটি করে প্রশ্ন রাখেন বিচারকেরা। কে কী বলেছিলেন তার উত্তরে, জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

০২ ০৬
স্টিফেন হিল, মিস ইংল্যান্ড: মিস ইংল্যান্ডের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ‘‘বিশ্বের সেরা নেতাদের সামনে বক্তব্য রাখতে বলা হলে, তুমি কী ব্যাপারে কথা বলবে?’’ স্টিফেনের উত্তর: ‘‘এই সুযোগ পেলে, আমি বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি নিয়ে কথা বলতাম। গোটা বিশ্বেই নানা রকম ওষুধ এবং টিকা পাওয়া যায়। আমার বিশ্বাস এর সাহায্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সম্ভব।’’

স্টিফেন হিল, মিস ইংল্যান্ড: মিস ইংল্যান্ডের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ‘‘বিশ্বের সেরা নেতাদের সামনে বক্তব্য রাখতে বলা হলে, তুমি কী ব্যাপারে কথা বলবে?’’ স্টিফেনের উত্তর: ‘‘এই সুযোগ পেলে, আমি বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি নিয়ে কথা বলতাম। গোটা বিশ্বেই নানা রকম ওষুধ এবং টিকা পাওয়া যায়। আমার বিশ্বাস এর সাহায্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সম্ভব।’’

০৩ ০৬
অরোরে কিচেনিন, মিস ফ্রান্স: প্রশ্ন: ‘‘পৃথিবীর সেরা আবিস্কার কী এবং কেন?’’ উত্তর: ‘‘পৃথিবীর সেরা আবিষ্কার পরিবহণ। এর সাহায্যে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়।’’

অরোরে কিচেনিন, মিস ফ্রান্স: প্রশ্ন: ‘‘পৃথিবীর সেরা আবিস্কার কী এবং কেন?’’ উত্তর: ‘‘পৃথিবীর সেরা আবিষ্কার পরিবহণ। এর সাহায্যে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়।’’

০৪ ০৬
মানুষী ছিল্লর, মিস ইন্ডিয়া: প্রশ্ন:‘‘সর্বোচ্চ বেতন পাওয়া যায় কোন পেশায় এবং কেন?’’ উত্তর:‘‘সর্বাধিক সম্মানের যোগ্য হলেন এক জন মা। এটি পয়সার বিষয় নয়, ভালবাসা এবং শ্রদ্ধার বিষয় যা অন্যকে আমরা দিতে পারি। মা আমার কাছে সহচেয়ে বড় অনুপ্রেরণা। তাই মায়ের কাজই সর্বাধিক বেতন দাবি করে।’’

মানুষী ছিল্লর, মিস ইন্ডিয়া: প্রশ্ন:‘‘সর্বোচ্চ বেতন পাওয়া যায় কোন পেশায় এবং কেন?’’ উত্তর:‘‘সর্বাধিক সম্মানের যোগ্য হলেন এক জন মা। এটি পয়সার বিষয় নয়, ভালবাসা এবং শ্রদ্ধার বিষয় যা অন্যকে আমরা দিতে পারি। মা আমার কাছে সহচেয়ে বড় অনুপ্রেরণা। তাই মায়ের কাজই সর্বাধিক বেতন দাবি করে।’’

০৫ ০৬
ম্যাগলিন জেরুটো, মিস কেনিয়া: প্রশ্ন: ‘‘সাইবার অপরাধ বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। কী ভাবে এর সমাধান করা যায়?’’ উত্তর: ‘‘সাইবার অপরাধ বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। এর সমাধান প্রয়োজন।’’

ম্যাগলিন জেরুটো, মিস কেনিয়া: প্রশ্ন: ‘‘সাইবার অপরাধ বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। কী ভাবে এর সমাধান করা যায়?’’ উত্তর: ‘‘সাইবার অপরাধ বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। এর সমাধান প্রয়োজন।’’

০৬ ০৬
আন্দ্রেয়া মেজা, মিস মেক্সিকো: প্রশ্ন: ‘‘একজন মিস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গুণ কী?’’ উত্তর: ‘‘ভালবাসা—যেটা সে নিজের কাছে এবং বিশ্বের সবার কাছে প্রকাশ করতে পারে। মিস ওয়ার্ল্ড এমন এক জন যে সবার সঙ্গে দেখা করবে এবং কথা বলবে।’’

আন্দ্রেয়া মেজা, মিস মেক্সিকো: প্রশ্ন: ‘‘একজন মিস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গুণ কী?’’ উত্তর: ‘‘ভালবাসা—যেটা সে নিজের কাছে এবং বিশ্বের সবার কাছে প্রকাশ করতে পারে। মিস ওয়ার্ল্ড এমন এক জন যে সবার সঙ্গে দেখা করবে এবং কথা বলবে।’’

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE