Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Nail Color

বিয়ের সাজের সঙ্গে বেছে নিন পারফেক্ট নেল কালার

বিয়ের সাজ সম্পূর্ণ করতে খেয়াল রাখতে হয় চুল থেকে নখ পর্যন্ত। পোশাক, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুই হওয়া চাই একদম ট্রেন্ডি অ্যান্ড পারফেক্ট। আর মেকআপ বলতে কিন্তু শুধু মুখের দিকে নজর দিলেই চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নেল কালার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:১৬
Share: Save:
০১ ০৬
বিয়ের সাজ সম্পূর্ণ করতে খেয়াল রাখতে হয় চুল থেকে নখ পর্যন্ত। পোশাক, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুই হওয়া চাই একদম ট্রেন্ডি অ্যান্ড পারফেক্ট। আর মেকআপ বলতে কিন্তু শুধু মুখের দিকে নজর দিলেই চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নেল কালার।

বিয়ের সাজ সম্পূর্ণ করতে খেয়াল রাখতে হয় চুল থেকে নখ পর্যন্ত। পোশাক, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুই হওয়া চাই একদম ট্রেন্ডি অ্যান্ড পারফেক্ট। আর মেকআপ বলতে কিন্তু শুধু মুখের দিকে নজর দিলেই চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নেল কালার।

০২ ০৬
হয় প্রতি দিন পোশাকের সঙ্গে বদলাতে পারেন নেল কালার, বা কোনও  নিউট্রাল কালার বেছে নিতে পারেন যা আপনার ওয়েডিং ওয়ার্ডরোবের সব পোশাকের সঙ্গেই হবে মানানসই।

হয় প্রতি দিন পোশাকের সঙ্গে বদলাতে পারেন নেল কালার, বা কোনও নিউট্রাল কালার বেছে নিতে পারেন যা আপনার ওয়েডিং ওয়ার্ডরোবের সব পোশাকের সঙ্গেই হবে মানানসই।

০৩ ০৬
রেড হট: ব্রাইডাল কালার হিসেবে লাল তো কখনই পুরনো হয় না। লালের মধ্যে প্রচুর শেডস অপশন পাবেন। রেড হট, ব্লাড রেড বা প্যাস্টেল রেড যে কোনও একটা নিজের পোশাক ও পছন্দ অনুযায়ী বেছে নিন।

রেড হট: ব্রাইডাল কালার হিসেবে লাল তো কখনই পুরনো হয় না। লালের মধ্যে প্রচুর শেডস অপশন পাবেন। রেড হট, ব্লাড রেড বা প্যাস্টেল রেড যে কোনও একটা নিজের পোশাক ও পছন্দ অনুযায়ী বেছে নিন।

০৪ ০৬
ব্রাইডাল নেল পলিশের শেডে পিঙ্ক সব সময়ই ইন। হালকা বেবি পিঙ্কের উপর লাগাতে পারেন গ্লসি টপ কোট। ডার্ক পিঙ্কও একই রকম ফ্যাশনেবল।

ব্রাইডাল নেল পলিশের শেডে পিঙ্ক সব সময়ই ইন। হালকা বেবি পিঙ্কের উপর লাগাতে পারেন গ্লসি টপ কোট। ডার্ক পিঙ্কও একই রকম ফ্যাশনেবল।

০৫ ০৬
যদি মনে করেন বিয়ের সব দিনগুলোয় একটিই নিউট্রাল শেডের নেল কালার থাকবে হাতে তা হলে ন্যুড অ্যান্ড স্পার্কলিং আপনার জন্য সেরা অপশন। একটি ন্যুড শেডের নেল কালার লাগিয়ে নিন যা সব রঙের পোশাকের সঙ্গেই মানানসই। তার উপর স্পার্কল বা গ্লিটার দিয়ে টপ কোট করুন।

যদি মনে করেন বিয়ের সব দিনগুলোয় একটিই নিউট্রাল শেডের নেল কালার থাকবে হাতে তা হলে ন্যুড অ্যান্ড স্পার্কলিং আপনার জন্য সেরা অপশন। একটি ন্যুড শেডের নেল কালার লাগিয়ে নিন যা সব রঙের পোশাকের সঙ্গেই মানানসই। তার উপর স্পার্কল বা গ্লিটার দিয়ে টপ কোট করুন।

০৬ ০৬
মেটালিক টোনের নেল কালার এখন ভীষণ ভাবে ফ্যাশনে ইন। গোল্ডেন, সিলভার, কপার তো রয়েছেই। পিঙ্ক বা ব্লু-এর মোটলিক টোনও কিন্তু ব্রাইডাল সাজের সঙ্গে দারুণ লাগে। দুটো রং মিশিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করেও লাগাতে পারেন।

মেটালিক টোনের নেল কালার এখন ভীষণ ভাবে ফ্যাশনে ইন। গোল্ডেন, সিলভার, কপার তো রয়েছেই। পিঙ্ক বা ব্লু-এর মোটলিক টোনও কিন্তু ব্রাইডাল সাজের সঙ্গে দারুণ লাগে। দুটো রং মিশিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করেও লাগাতে পারেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE