Advertisement
২০ এপ্রিল ২০২৪

বদলার লড়াইয়ে আজ শেরিংহ্যাম

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পাওয়ার পরে মনোবল অনেকটাই বেড়েছে এটিকে-র। ইতিমধ্যেই চোট সারিয়ে অনেকটাই সুস্থ রবি কিন।

লক্ষ্য: পুণে সিটিকে হারাতে মরিয়া শেরিংহ্যাম। ছবি: আইএসএল

লক্ষ্য: পুণে সিটিকে হারাতে মরিয়া শেরিংহ্যাম। ছবি: আইএসএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:২২
Share: Save:

কলকাতায় এসে গত বারের চ্যাম্পিয়ন এটিকে-কে তারা হারিয়ে গিয়েছিল। যে ম্যাচে এফসি পুণে সিটি-র হয়ে গোল করে নায়ক হয়েছিলেন তাদের ব্রাজিলীয় ফুটবলার মার্সেলিনহো।

শনিবার শিব ছত্রপতি স্টেডিয়ামে পুণের ঘরের মাঠে গিয়ে কলকাতার দল এটিকে কি সেই লজ্জাজনক হারের বদলা নিতে পারবে?

সাংবাদিক সম্মেলনে যে প্রশ্ন উঠলে এটিকে-র ব্রিটিশ কোচ টেডি শেরিংহ্যাম বলে দেন, ‘‘প্রথম লিগে ঘরের মাঠে পুণের কাছে হার আমাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল। এ বার পুণেতে এসেছি সেই হারের বদলা নিতে।’’

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পাওয়ার পরে মনোবল অনেকটাই বেড়েছে এটিকে-র। ইতিমধ্যেই চোট সারিয়ে অনেকটাই সুস্থ রবি কিন। এ ছাড়াও দলে যোগ দিয়েছেন তিন ফুটবলার উইঙ্গার ডেভিড কোটেরিল, স্ট্রাইকার মার্টিন প্যাটারসন এবং গোলরক্ষক সোরাম পোরেই। ফলে পুরো শক্তি পেয়ে যাওয়ায় এটিকে কোচ টেডি শেরিংহ্যাম প্রস্তুতি নিচ্ছেন প্রথম চারে থাকার লড়াইয়ে টিকে থাকতে।

দশ দলের ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে এটিকে। পুণেকে হারাতে পারলে প্রথম পাঁচে ঢুকে পড়বে কলকাতার দলটি। অন্য দিকে, নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এফসি পুণে সিটি। ফলে লিগ যত শেষের দিকে এগোচ্ছে ততই জোরদার প্রথম চারে থাকার লড়াই।

এ দিকে, এ দিন ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-কে ৩-১ হারাল জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেড। হ্যাটট্রিক করলেন লেন।

শনিবার:

আইএসএল: এটিকে বনাম এফসি পুণে সিটি (পুণে, রাত ৮টা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE