Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket news

২৯১ রানে শেষ শ্রীলঙ্কা, ফলো অন করাল না ভারত

শুরু থেকেই মনস্তাত্বিক চাপ বাড়ানোর খেলায় ভারতীয় ফিল্ডাররা। র্শট লেগ থেকে স্লিপ পেরেরাদের উপর কার্যত চেপে বসেছে ভারতীয় ফিল্ডাররা।

এই দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছে গলের মাঠে। ছবি: রয়টার্স।

এই দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছে গলের মাঠে। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ১০:৪০
Share: Save:

শেষ হল তৃতীয় দিনের খেলা।

দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান শিখর ধবন(১৪)এবং চেতেশ্বর পূজার(১৫) এ দিন ব্যর্থ। অন্য দিকে প্রথম ইনিংসের দুই ব্যর্থ ব্যাটসম্যান বিরাট কোহালি(৭৬) এবং অভিনব মুকুন্দ(৮১) ভরসা জোগাল ভারতের ইনিংসয়ে। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট পান দিলরুবানা পেরেরা, গুণাথিলাকা এবং লাহিরু কুমারা।

দীর্ঘক্ষণ বৃষ্টির পর অবশেষে মাঠে নামল দু'দলের ক্রিকেটাররা।

বৃষ্টি কারণে বন্ধ খেলা।

২ উইকেটের বিনিময় ভারতের সংগ্রহ ৫৬।

লাহিরুর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়লেন পূজারা(১৫)।

আউট...

দ্বিতীয় ইনিংসের শুরুতেই পেরেরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধবন।

আউট...

ভারতের হয়ে ইনিংসের শুরু করলেন শিখর ধবন এবং অভিনব মুকুন্দ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামল ভারতীয় ব্রিগেড

প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কা ২৯১-৯

শ্রীলঙ্কাকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিলেন বিরাট।

২৯১-৯ তে শেষ হল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। চোট থাকায় ব্যাটে নামতে পারলেন না শ্রীলঙ্কার গুণরত্নে।

আবারও বল হাতে ভেলকি দেখালেন রবীন্দ্র জাডেজা। লাঞ্চের পরেই তুলে নিলেন লাহিরু কুমারার উইকেট। ১২ বলে ২ রান করে আউট হলেন লাহিরু।

আউট...

লাঞ্চ ব্রেক

৫ উইকেটের বিনিময় ১৫৪ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৮০ রানের গণ্ডি পেড়তে শ্রীলঙ্কাকে হারাতে হল আরও তিনটি উইকেট। প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৮৩ এবং অধিনায়ক রঙ্গনা হেরাথ ৯ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এই মূহূর্তে শ্রীলঙ্কার সব আশা টিকে আছে ডিলরুয়ান পেরেরাকে ঘিরে ১২৬ বলে ৯০ রান করে ক্রিজে টিকে আছেন পেরেরা।

ভারতের হয়ে দিনের শুরুতেই দু'টি উইকেট পান রবীন্দ্র জাডেজা। একটি শিকার হার্দিক পাণ্ড্যর। লাঞ্চ ব্রেকে শ্রীলঙ্কার রান ২৮৯/৮(৭৭ ওভার)।

অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য। ২৬ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন প্রদীপ।

আউট...

আবারও সেই জাডেজা! ১৩ বলে ৯ রান করে করে প্যাভিলিয়নে ফিরলেন রঙ্গনা হেরাথ।

আউট...

দলকে ভরসা দিতে ক্রিজে লঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথ।

প্রথম ইনিংসে কার্যত শেষ শ্রীলঙ্কার আশা। রবীন্দ্র জাডেজার বলে ভারত অধিনায়ক বিরাট কোহালির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আউট....

শুরু থেকেই মনস্তাত্বিক চাপ বাড়ানোর খেলায় ভারতীয় ফিল্ডাররা। র্শট লেগ থেকে স্লিপ, পেরেরাদের উপর কার্যত চেপে বসেছে ভারতীয় ফিল্ডাররা।

তৃতীয় দিনের খেলা শুরু

গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ নড়বড়ে ভীতের উপর দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কা বাহিনীর সংগ্রহ ছিল ১৫৪। এই পরিস্থিতিতে তৃতীয় দিন ফলো অন বাঁচানোর লক্ষ্যে নামছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ভরসা জোগাচ্ছেন প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আরও পড়ুন: ভারতীয় ব্যাটিংয়ের মর্যাদা দিয়ে গেলেন বোলাররা

গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ নড়বড়ে ভীতের উপর দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কা বাহিনীর সংগ্রহ ছিল ১৫৪। এই পরিস্থিতিতে তৃতীয় দিন ফলো অন বাঁচানোর লক্ষ্যে নামছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ভরসা জোগাচ্ছেন প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE