Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

প্রতি মাসের প্রথম বুধবার মালি দলের ড্রয়িংরুমে হাজির বলিউড

হোটেলের লবিতে আমার পাশে বসেই ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল এক ফুটবলার। জার্সি দেখে বুঝলাম সে মালির। হঠাৎই কানে লাগল সেই ফুটবলারের গুনগুন সুর। কেমন যেন চেনা চেনা লাগছে! কোথায় শুনেছি, কোথায় শুনেছি ভেবে মনে করতে না পেরে জিজ্ঞেস করেই বসলাম।

মালির গোলের উচ্ছ্বাস। ছবি: ফিফা।

মালির গোলের উচ্ছ্বাস। ছবি: ফিফা।

সুচরিতা সেন চৌধুরী
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০২:৪১
Share: Save:

হোটেলের লবিতে আমার পাশে বসেই ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল এক ফুটবলার। জার্সি দেখে বুঝলাম সে মালির। এত দিন তারা খেলছিল নবি মুম্বইয়ে। সেখান থেকে এক দিন আগেই পৌঁছেছে দিল্লিতে। গ্রুপের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা খেলবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

দেখলে শাহরুখ খানের বাড়ি?

মুখে একরাশ অন্ধকার নেমে এল, যেন ম্যাচে হারতে হয়েছে। তার পর মাথা নেড়ে বলল, ‘‘না, সেমিফাইনালে উঠলে বলেছে নিয়ে যাবে। আমরা এখন খেলায় মন দিতে চাই। ওটাই আসল। সেমিফাইনালে পৌঁছতে চাই।’’

কোচ জোনাস কোমলা অবশ্য স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, লক্ষ্য স্থির রাখার কথা। তবে সময় ভাগ করা রয়েছে। বলিউড মুভি দেখার ছাড় রয়েছে দিনের একটা সময়। এখানে অবশ্য বুধবার বলে কিছু নেই। ভারতের মাটিতে বসে টেলিভিশন চ্যানেল খুললেই তো দেখা যাচ্ছে হিন্দি ছবি। তবে এখানে সাব টাইটেল না থাকায় একটু সমস্যায় পড়েছে দোম্বিয়ারা। তবুও হিন্দি ছবি তো দেখা যাচ্ছে এটাই বা কম কীসে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football U-17 World Cup FIFA Mali Football Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE