Advertisement
২০ এপ্রিল ২০২৪

শ্রীনিদের পত্রবোমায় বেকায়দায় পড়ল বোর্ড

শ্রীনির তামিলনাড়ু ক্রিকেট সংস্থা গত বছর থেকেই শুরু করেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। সেখানে অশ্বিন, মুরলী বিজয়রা খেলেছেন। শ্রীনি মেন্টর হিসেবে নিয়ে এসেছিলেন ম্যাথু হেডেনের মতো বিদেশি তারকাকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০৪:৪২
Share: Save:

কুম্বলে বনাম কোহালি সঙ্ঘাত নিয়ে বিতর্কের ঝড় চলার মধ্যেই আর এক দ্বৈরথ শুরু হয়েছে— এন শ্রীনিবাসন বনাম ভারতীয় বোর্ড।

শ্রীনির তামিলনাড়ু ক্রিকেট সংস্থা গত বছর থেকেই শুরু করেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। সেখানে অশ্বিন, মুরলী বিজয়রা খেলেছেন। শ্রীনি মেন্টর হিসেবে নিয়ে এসেছিলেন ম্যাথু হেডেনের মতো বিদেশি তারকাকে। টুর্নামেন্টের লাইভ টিভি কভারেজ হয়েছে।

এ বারে টিএনপিএল-কে আরও বাড়িয়ে তুলতে চান শ্রীনি। ভিন রাজ্যের কয়েক জন তারকাকে তাঁরা নিলামে অংশ নেওয়ার জন্য সই করিয়ে ফেলেছেন। সেই তালিকায় চেন্নাই সুপার কিংগসে খেলা সুরেশ রায়না আছেন। তরুণ ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চহ্বল আছেন। উন্মুক্ত চন্দ আছেন। বাংলা থেকে শ্রীনির লিগ সই করিয়েছে মনোজ তিওয়ারি এবং অশোক ডিন্ডাকে। এঁদের সকলে নিলামে ওঠার জন্য নিজেদের সম্মতি দিয়ে দিয়েছেন।

ভারতীয় বোর্ড শ্রীনির এই মতলবের কথা জানতে পেরেই চিঠি পাঠায় তামিলনাড়ু ক্রিকেট সংস্থাকে। চিঠিতে বোর্ড বলে দিয়েছে, অন্য রাজ্যের কোনও ক্রিকেটারকে এই লিগের জন্য নেওয়া যাবে না। কর্নাটক এবং গোয়া ক্রিকেট লিগের পুরনো উদাহরণ টেনে বোর্ড বলেছে, সংশ্লিষ্ট রাজ্যে রেজিস্ট্রেশন থাকা ক্রিকেটাররাই শুধু খেলতে পারবেন। শ্রীনির তামিলনাড়ু বোর্ডের সেই ফতোয়া মেনে নিতে নারাজ। তারা পাল্টা পত্রাঘাত করেছে বোর্ডকে।

তামিলনাড়ু ক্রিকেট সংস্থা বেশ কিছু উদাহরণ তুলে ধরেছে, যেখানে এক রাজ্যের খেলোয়াড়দের অন্য রাজ্যের লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। যেমন রাহুল দ্রাবিড় কর্নাটকের ক্রিকেটার হলেও তামিলনাড়ুর ডিভিশন লিগে খেলেছেন। দিল্লিতে ওম নাথ সুদ মেমোরিয়াল টুর্নামেন্টে যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, মুনাফ পটেল-রা খেলেছেন। তা হলে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে রায়নাদের খেলা নিয়ে কেন প্রশ্ন উঠবে?

তামিলনাড়ু এমনও বলেছে যে, প্রত্যেকটি রাজ্য সংস্থায় ভিন রাজ্যের ক্রিকেটারেরা এসে রেজিস্ট্রেশন করিয়ে নিয়মিত ভাবে তাদের স্থানীয় লিগে খেলছেন। বোর্ডকে তাঁরা স্পষ্ট লিখেছেন যে, লিগের সময় হয়ে আসছে। তাড়াতাড়ি জবাব আশা করা হচ্ছে। বোর্ড দ্বিধায় রয়েছে, কী ভাবে শ্রীনির এই বাউন্সার সামলাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE