Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

এ বার ইতালিহীন বিশ্বকাপ, তার মধ্যেই অবসর পির্লোর

এই অনুষ্ঠানে অংশ নিতে গোটা বিশ্ব থেকে এসেছিলেন পির্লোর প্রাক্তন, বর্তমান সতীর্থরা। পাওলো মালদিনি থেকে সদ্য জুভেন্তাস ছাড়া জিয়ানলুইগি বুঁফো।

অবসর আন্দ্রে পির্লো। ছবি: সংগৃহীত।

অবসর আন্দ্রে পির্লো। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
রোম শেষ আপডেট: ২২ মে ২০১৮ ১৮:২৫
Share: Save:

তার মধ্যেই ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে পির্লো। ইতালি লিজেন্ডের বিদায় অনুষ্ঠান হয়ে থাকল তারকাখচিত। আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছিলেন পির্লো। এ বার সব রকমের ফুটবল থেকেই অবসর নিলেন তিনি। সোমবার সান সিরোতে তারকা খচিত অনুষ্ঠানের নামকরন করা হয়েছিল, ‘নাইট অফদ্য মাস্টার’।

এই অনুষ্ঠানে অংশ নিতে গোটা বিশ্ব থেকে এসেছিলেন পির্লোর প্রাক্তন, বর্তমান সতীর্থরা। পাওলো মালদিনি থেকে সদ্য জুভেন্তাস ছাড়া জিয়ানলুইগি বুঁফো। রবার্তো বাজ্জিও থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সঙ্গে স্টেডিয়াম জুড়ে ছিল ৫০ হাজার ফ্যান। ৩৯ বছরের ইতালি তারকা বলেন, ‘‘আমার বন্ধুদের সঙ্গে স্টেডিয়ামে আসা সকলকেই ধন্যবাদ জানাই।’’

একটি চ্যারিটি ম্যাচও হয়। যার ফল ৭-৭। সেখানে খেলেন পির্লোর ছেলেও। তিনি বলেন, ‘‘ও খেলাটাকে উপভোগ করে আর সেটা দেখে আমার ভাল লাগে। ওর ফুটবল থেলতে ভাললাগে সেটা বিশ্বের সব থেকে ভাল ঘটনা আমার জন্য। ভবিষ্যতে দেখা যাবে।’’ এ বার নিজের ভবিষ্যত নিয়েও ভাবতে চান পির্লো। ‘‘আমার হাতে ভাবার জন্য সময় রয়েছে। আমি মাঠকে মিস করতে চাই না। ভবিষ্যতে কোচিংয়ে আসতে পারি।’’

আরও পড়ুন
‘বিদায় গ্রেটস’, চোখের জলে তিন তারকার নতুন স্বপ্ন শুরু

ইতালির হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন পির্লো। গত নভেম্বরে দেশের জার্সি খুলে রেখেছেন তিনি। দেশের হয়ে ২০০৬ বিশ্বকাপ জিতেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে দুটো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং ছ’টি সিরি ‘এ’। শেষে বলেন, ‘‘২১ মে আমি ফুটবল থেকে অবসর নিলাম কারণ, ২১ আমার নম্বর ছিল আর আমার অভিষেক হয়েছিল মে মাসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE