Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অ্যাঞ্জেলোর বোলিং নিয়ে আশায় শ্রীলঙ্কা

রবিবার ধর্মশালায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা অধিনায়ক বলছেন, ‘‘ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে অ্যাঞ্জেলো বল করলে দলের ভারসাম্য বাড়বে। আমি আশাবাদী যে ও বিশেষ কিছু করে দেখাবে।’’

অনুশীলন: শ্রীলঙ্কার নেটে অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ছবি: পিটিআই।

অনুশীলন: শ্রীলঙ্কার নেটে অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৪:০৬
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহালিকে। তাঁর জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবুও ভারতের চ্যালেঞ্জ সহজ করে দেখতে নারাজ থিসারা পেরেরা।

শ্রীলঙ্কার অধিনায়ক ভরসা রাখছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের উপর। ধর্মশালায় শনিবারের অনুশীলন শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল করতে দেখা যাবে ম্যাথিউজকে। তাঁর থেকে বিশেষ পারফরম্যান্সের আশা করছেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক।

রবিবার ধর্মশালায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা অধিনায়ক বলছেন, ‘‘ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে অ্যাঞ্জেলো বল করলে দলের ভারসাম্য বাড়বে। আমি আশাবাদী যে ও বিশেষ কিছু করে দেখাবে।’’ সঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহালি খেলছে না। কিন্তু আমরা তা নিয়ে ভাবতে চাই না। আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। সেটা করে দেখাতে পারলেই ওদের হারাতে পারব।’’

দলের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। চোট সারিয়ে দলে ফিরছেন আসেলা গুণরত্নে। অন্য দিকে পেশির চোটে প্রথম ওয়ান ডে-র বাইরে চলে গেলেন ফিরোজ শাহ কোটলার সেঞ্চুরি করা ধনঞ্জয় ডি সিলভা। তাঁর চোটের কথা সাংবাদিক সম্মেলনে জানালেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার অসঙ্কা গুরুসিংহ। ধনঞ্জয়ের চোট গুরুতর না হলেও তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। গুরুসিংহ বলেছেন, ‘‘প্রথম ওয়ান ডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ধনঞ্জয়কে। যদিও ধনঞ্জয় দ্রুত সুস্থ হচ্ছে। কিন্তু আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না।’’

ভারত সফরে ওয়ান ডে খেলতে আসার আগে শ্রীলঙ্কার ন’জন ক্রিকেটারকে আটকে দিয়েছিলেন তাদের ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। তাঁর অনুমতি ছাড়া রওনা হওয়ার জন্য। যদিও সেই ঘটনার ব্যাপারে মুখ খুলতে চাইলেন না শ্রীলঙ্কার ম্যানেজার। গুরুসিংহ বলেন, ‘‘আমাদের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কোনও সমস্যা নেই। পুরো দলকেই পাচ্ছি।’’

ধর্মশালার তাপমাত্রা শ্রীলঙ্কার তুলনায় অনেকটাই কম। এটাই দেখার যে, ধর্মশালার ঠান্ডার সঙ্গে নিজেদের মানিয়ে ভাল পারফরম্যান্স করতে পারেন কি না শ্রীলঙ্কা ক্রিকেটাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Angelo Mathews Cricket Sri Lanka Thisara Perera
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE