Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্রীড়া দিবসে জীবনকৃতি সম্মান অরুণ ও রীতার

জীবনকৃতি ছাড়াও আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। খেল সম্মান পাচ্ছেন তিরন্দাজ মণিকা সোরেন, অ্যাথলিট স্বপ্না বর্মন, ব্যাডমিন্টনের অরিন্তপ দাশগুপ্তরা।

প্রাক্তন ফুটবলার অরুণ ঘোষ।

প্রাক্তন ফুটবলার অরুণ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০৪:১২
Share: Save:

এ বার ক্রীড়া দিবসে জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার অরুণ ঘোষ এবং অ্যাথলিট রীতা সেন। আজ বুধবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্যান্য প্রাপকদের সঙ্গে তাঁদের হাতেও সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অরুণ ঘোষ দেশের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার। রোম অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করা ছাড়াও মারডেকা কাপ ও রাশিয়া সফরে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন অরুণ। আর এক প্রাপক রীতা সেন হলেন প্রথম বঙ্গ কন্যা যিনি ১৯৮২-র এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ে দেশের হয়ে রুপো জিতেছিলেন। শুধু তাই নয় বাংলার সোনার মেয়ে হিসাবে পরিচিত রীতা ১৯৭৯-র টোকিও-য় এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও রুপো জিতেছিলেন।

জীবনকৃতি ছাড়াও আরও কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। খেল সম্মান পাচ্ছেন তিরন্দাজ মণিকা সোরেন, অ্যাথলিট স্বপ্না বর্মন, ব্যাডমিন্টনের অরিন্তপ দাশগুপ্তরা। বাংলার গৌরবে ভূষিত হবেন ক্রিকেটার পলাশ নন্দী, অ্যাথলিট আশিস মণ্ডল, বাস্কেটবলের অপর্ণা ঘোষ, ফুটবলার তরুণ দে, তনুময় বসুরা। তবে চমক রয়েছে বিশেষ পুরস্কার প্রাপকদের তালিকায়। বিলিয়ার্ডসের সৌরভ কোঠারির সঙ্গে যা পাবেন ক্রিকেটার ঝুলন গোস্বামীও। শুটিংয়ের মেহুলি ঘোষ ও সাঁতারু সায়নী দাশের নাম আছে তালিকায়। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা তিন বঙ্গসন্তান রহিম আলি, অভিজিৎ সরকার, জিতেন্দ্র সিংহও পুরস্কৃত হবেন। তবে তাঁরা সম্ভবত আসতে পারবেন না। কারণ আই লিগের টিম ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলতে শহরের বাইরে তিনজনই। ক্রীড়াগুরু পুরস্কার পাচ্ছেন সাইয়ের অ্যাথলেটিক্স কোচ সুভাষ সরকার। সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Ghosh Rita Sen Lifetime Award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE