Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

জয়ে ফিরে মালয়েশিয়াকে ৬ গোল দিল ভারত

ম্যাচ শুরুর চার মিনিটেই পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মকই ছিল ভারতীয় দল। গোলের নিচে সারাক্ষণই সচেতন থাকতে হয়েছে মালয়েশিয়া গোলকিপারকে। বেশ কিছু ভাল সেভও করতে দেখা যায় তাঁকে।

ভারতীয় হকি দল। ছবি: হকি ইন্ডিয়ার ফেসবুক।

ভারতীয় হকি দল। ছবি: হকি ইন্ডিয়ার ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ২১:১২
Share: Save:

দক্ষিণ কোরিয়ার কাছে আটকে যেতে হয়েছিল। কিন্তপ একদিন পরেই মালয়েশিয়ার বিরুদ্ধে দারুণভাবে জয়ে ফিরল ভারতীয় হকি দল। ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচ জিততেই হত সর্দারদের। এশিয়া কাপের ফাইনালে কখনওই পৌঁছনো হয়নি মালয়েশিয়ার। অন্যদিকে ভারত দু’বারের চ্যাম্পিয়ন। তাই লড়াইয়ে কিছুটা এগিয়েই নেমেছিল মেন ইন ব্লুরা।

আরও পড়ুন

#আমিও শিকার, টুইট এই সোনা জয়ী অলিম্পিয়ানের

ম্যাচ শুরুর চার মিনিটেই পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মকই ছিল ভারতীয় দল। গোলের নিচে সারাক্ষণই সচেতন থাকতে হয়েছে মালয়েশিয়া গোলকিপারকে। বেশ কিছু ভাল সেভও করতে দেখা যায় তাঁকে। মালয়েশিয়ার হাজিক সবুজ কার্ড দেখার কয়েক মুহূর্ত পরেই আকাশদীপের গোলে এগিয়ে যায় ভারত। কয়েক সেকেন্ডের মধ্যেই গোলের সুযোগ চলে এসেছিল মালয়েশিয়ার সামনেও। কিন্তু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তারা। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শুরু করেছিল ভারত। শুরুতেই পর পর পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি মালয়েশিয়া। সেখান থেকেই কাউন্টার অ্যাটাকে গোলের সহজ সুযোগ নষ্ঠ ভারতেরও। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় হরমনপ্রীত সিংহ। ২২ মিনিটে গ্রিন কার্ড দেখেন ভারতের এসভি সুনীল।

ম্যাচ জিতে দেশবাসীকে দেওয়ালির শুভেচ্ছা জানালেন অধিনায়ক মনপ্রীত, দেখুন ভিডিও

২৪ মিনিটে ৩-০ করেন এসকে উথাপ্পা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও গোল। গুরজন্ত সিংহর গোলে ৪-০তে এগিয়ে যায় ভারত। গ্রিন কার্ড কাটিয়ে ফিরেই ভারতের হয়ে পাঁচ নম্বর গোলটি করে ফেলেন এসভি সুনীল। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৫-০ গোলে। চতুর্থ কোয়ার্টারের শুরুতে রাজি রহিমের গোলে খাতা খোলে মালয়েশিয়া। এর মধ্যে দুই দলের প্লেয়ারদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মালয়েশিয়ার প্লেয়ারের স্টিক গিয়ে লাগে ভারতের চিংলেনসেনার মাথায়। যদিও চোট গুরুতর নয়। ৫৯ মিনিটে রামাদান রোসলি ৫-২ করার সঙ্গে সঙ্গেই ভারতের হয়ে ৬-২ করেন সর্দার সিংহ। ম্যাচের সেরা গুরজন্ত সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE