Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দলের সঙ্গে গেলেন না ওয়েস্টউড

ওয়েস্টউড দলের সঙ্গে না যাওয়ায় প্রধান কোচ টেডি শেরিংহ্যামের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা অব্যাহত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৪:১৩
Share: Save:

টেকনিক্যাল ডিরেক্টর অ্যাশলে ওয়েস্টউড-কে ছাড়াই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে গেল এটিকে। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মেহতাব হোসেন, সুব্রত পাল-দের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ এটিকের। এ দিন বিকেলের ট্রেনে জামশেদপুর রওনা হলেন রবিন সিংহ-রা।

ওয়েস্টউড দলের সঙ্গে না যাওয়ায় প্রধান কোচ টেডি শেরিংহ্যামের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা অব্যাহত। যদিও এটিকে কর্তাদের দাবি, দুই কোচের মধ্যে কোনও সংঘাত নেই। এমনকী, দলের অন্দরমহলেও কোনও সমস্যা নেই বলে তাঁদের দাবি। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়কও নয়।

শেরিংহ্যাম ও ওয়েস্টউডের সঙ্গে গত সোমবার বিকেলে অনুশীলনের পর দীর্ঘ বৈঠক করেছিলেন এটিকের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রঘু আইয়ার। খবর ছিল, দু’তরফে শান্তি ফেরানোর উদ্দেশেই এই বৈঠক। বুধবার আনন্দবাজার-কে রঘু বললেন, ‘‘দল নিয়ে নিয়মিত আমাদের মধ্যে আলোচনা হয়। সোমবার শেরিংহ্যাম-ওয়েস্টউডের সঙ্গে সেটাই হয়েছিল। দলের মধ্যে কোনও সমস্যা নেই।’’ রঘু আরও বললেন, ‘‘যুব দলের উন্নয়ন নিয়ে আলোচনার জন্যই দলের সঙ্গে জামশেদপুর যেতে পারেননি ওয়েস্টউড। বৃহস্পতিবার তিনি যাচ্ছেন।’’

দু’ম্যাচে দু’পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের আট নম্বরে এই মুহূর্তে জামশেদপুর এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে নবম স্থানে এটিকে। জামশেদপুরকে হারিয়ে খেতাবের দৌড়ে ফিরে আসতে মরিয়া দু’বারের চ্যাম্পিয়নরা। তবে কোচ এবং টিডির সম্পর্কের দিকেও নজর থাকবে ফুটবল মহলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ashley Westwood ATK ISL 4 Jamshedpur Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE