Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সঞ্জয় ফুটছেন, মেপে নিচ্ছেন মর্গ্যান

সঞ্জয় ফুটছেন, মেপে নিচ্ছেন মর্গ্যান

বাগানের রাজু গায়কোয়াড়? প্রশ্নটা শুনেই ফোঁস করে উঠলেন মোহনবাগান লেফট ব্যাক ধনচন্দ্র সিংহ। শনিবারের সকাল। বাগান অনুশীলন শেষ। বাগানের মণিপুরী ডিফেন্ডার ‘ধনা’ (সতীর্থদের দেওয়া ডাকনাম) যদিও ব্যস্ত গোলের দিকে রাজু-মার্কা লম্বা থ্রো করতে। ভূ-ভারতে ইদানীং বিখ্যাত ইস্টবেঙ্গল স্টপার রাজুর দূরপাল্লার থ্রো। শেষ পর্যন্ত বাগানও কি মর্গ্যানের ডেম্পোকে বধ করতে রাজু-অস্ত্র তূণে রাখতে চলেছে?

সমস্যা ভুলে ম্যাচে মন বোয়ার। ছবি: শঙ্কর নাগ দাস

সমস্যা ভুলে ম্যাচে মন বোয়ার। ছবি: শঙ্কর নাগ দাস

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০৩:০৪
Share: Save:

বাগানের রাজু গায়কোয়াড়? প্রশ্নটা শুনেই ফোঁস করে উঠলেন মোহনবাগান লেফট ব্যাক ধনচন্দ্র সিংহ।

শনিবারের সকাল। বাগান অনুশীলন শেষ। বাগানের মণিপুরী ডিফেন্ডার ‘ধনা’ (সতীর্থদের দেওয়া ডাকনাম) যদিও ব্যস্ত গোলের দিকে রাজু-মার্কা লম্বা থ্রো করতে। ভূ-ভারতে ইদানীং বিখ্যাত ইস্টবেঙ্গল স্টপার রাজুর দূরপাল্লার থ্রো। শেষ পর্যন্ত বাগানও কি মর্গ্যানের ডেম্পোকে বধ করতে রাজু-অস্ত্র তূণে রাখতে চলেছে? চোয়াল শক্ত করে ধনচন্দ্রের জবাব, “রাজুই বরং ধনা হতে চায়। আমি এয়ার ইন্ডিয়ায় খেলার সময় রাজু ছিল টিএফএ-তে। আমার লম্বা থ্রো নিয়ে জানতে চাইত। বাকিটা ওর থেকে জেনে নেবেন।” একটু থামলেন। তার পর আবার, “আসলে গোয়ায় গিয়ে ডেম্পোর কাছে দু’পয়েন্ট খুইয়ে এসেছিলাম। রবিবার ফিরতি ম্যাচে তিন পয়েন্ট চাই-ই। তাই থ্রো-টা ঝালিয়ে নিচ্ছি।”

ম্যাচ সাসপেনশনে সনি নর্ডি। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে রয়েছেন প্রীতম কোটাল। চোটের কারণে নেই গোলকিপার শিল্টন পাল। আঠারো দিন আগে আই লিগে শেষ ম্যাচে ডেম্পোর বিরুদ্ধেই বলবন্তের গোলে এগিয়ে গিয়েও ড্র করে ফিরেছিল সঞ্জয় সেনের বাগান। এ বার কি ঘরের মাঠে বদলা?

এ বার ফুঁসে উঠলেন ময়দানে ‘খারুশ’ ফুটবল কোচ হিসেবে পরিচিত সঞ্জয়। পিয়ের বোয়াকে পাশে বসিয়ে সেই সঞ্জয়ের উত্তর, “অতীত মনে রাখি না। ডেম্পোকে কাল হারাতে হবে। ছেলেদের বলেছি, নতুন ভাবে শুরু করতে।” সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আই লিগ শীর্ষে মোহনবাগান। ডেম্পো কোচ মর্গ্যানও যা সমীহ করছেন। বোয়াও ফোড়ন কাটলেন, “আমরা কিন্তু কম খেলে এক নম্বরে।” বোয়ার কোচ তাও সুর চড়াতে নারাজ। তাঁর সাফ কথা, “ও সব ভুলে গিয়ে জয় চাই।” আর বিপক্ষের ফ্রিকিক-ওস্তাদ কার্লোস হার্নান্দেজ— যিনি একাই ম্যাচের রং বদলে দিতে পারেন যে কোনও সময়? নিজের পুরনো ছাত্র সম্পর্কে সঞ্জয়ের মূল্যায়ন, “আগের চেয়ে গতি কমেছে। তবু ওকে খেলতে দেওয়া চলবে না।”

ডেম্পোকে আই লিগে শেষ বার বাগান হারিয়েছিল দু’বছর আগে। মর্গ্যানের হাতে আজ টোলগে নেই। হোলিচরণ, প্রবীর দাসরা জাতীয় শিবিরে। আট ম্যাচে আট পয়েন্টে মর্গ্যানের নতুন টিম লিগে এখন ন’নম্বরে। গোয়ায় এই ম্যাচে অন্তিম মুহূর্তে গোল করে যে ক্যালাম অ্যাঙ্গাস বাগানের জয় রুখে দিয়েছিলেন, তিনি আগাম বলে রাখলেন, “ওদের সনি নেই তো কী? কাতসুমি, বোয়া, বলবন্ত সমান ভয়ঙ্কর। আমাদের লড়াইটা কঠিন।”

কিন্তু আঠারো দিনে বদলেছে ডেম্পো। মর্গ্যানের মগজ নতুন রণকৌশলে সাজাচ্ছে ক্লিফোর্ড-কার্লোসদের। রাজারহাটের হোটেলে বসে সারা দিন সেই অঙ্কেই শান দিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ। তাৎপর্যপূর্ণ ভাবে বাগান তাঁবুতে সাংবাদিক সম্মেলনেও আসেননি। প্রথম বার মর্গ্যানকে সবুজ-মেরুন তাঁবুতে আনা হচ্ছে বলে দিনের শুরুতে যাঁরা ‘মওকা মওকা’ বলছিলেন-- যুবভারতীতে বল গড়ানোর আগেই তাঁদের ‘গোল’ দিয়ে গেলেন ময়দানকে হাতের তালুর মতো চেনা ব্রিটিশ কোচ!

রবিবার আই লিগ ফুটবল

মোহনবাগান-ডেম্পো (যুবভারতী, ৪-৩০)

মুম্বই এফসি-পুণে এফসি (কুপারেজ, ৭-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE