Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

শতাব্দীর সেরা বল করলেন স্টার্ক!

৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস  আউট হলেন এখন সেটাই চর্চার তুঙ্গে।  ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস।

জেমসের উইকেট নেওয়ার পর মিচেল স্টার্কের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

জেমসের উইকেট নেওয়ার পর মিচেল স্টার্কের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
পার্থ শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:০৩
Share: Save:

কেউ বলছেন অ্যাসেজের সেরা বল। আবার কেউ বলছেন এই দশকেরই সেরা বল। আসলে কোনটা সেটা হয়তো জানা যাবে খুব দ্রুত। কিন্তু এমনই বল করলেন মিচেল স্টার্ক যা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। জেমসের অফ স্টাম্প ছিটকে যেতেই শুরু হয়ে গেল স্টার্কের বল নিয়ে কাটাছেড়া। ঠিক কতটা সেরা?

৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস আউট হলেন এখন সেটাই চর্চার তুঙ্গে। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস। দিনে তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ৯৫ বলে ৫৫ রানে তিনি আউট হলেন স্টার্কের বলে।

শ্যেন ওয়ার্ন সেই উইকেটের ভিডিও টিভি থেকে তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন। লেখেন, ‘বল অফ দ্য অ্যাসেজ অ্যান্ড দ্য সামার।’’ শুধু তিনি নন, ওয়াসিম আক্রম লেখেন, ‘দারুণ বল। স্টার্ক তুমি আমাকে আমার সময়ের কথা মনে করিয়ে দিলে।’

আরও পড়ুন

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়?

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!! !

& !!!!

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!!

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়?

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!! !

& !!!!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE