Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

শনিবার লা লিগার চতুর্থ ম্যাচে খেতাফের বিরুদ্ধে ২৫ মিনিটেই ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান দেম্বেলে। বার্সার তরফে জানানো হয়েছে, চার মাস খেলতে পারবেন না তিনি।

বিপর্যয়: খেতাফের বিরুদ্ধে ম্যাচের ২৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ওসুমানে দেম্বেলে। ছবি: রয়টার্স

বিপর্যয়: খেতাফের বিরুদ্ধে ম্যাচের ২৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ওসুমানে দেম্বেলে। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২৫
Share: Save:

মরসুমের শুরুতেই বিপর্যয় বার্সেলোনা শিবিরে!

শনিবার লা লিগায় খেতাফের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে চোট পেয়ে চার মাসের জন্য ছিটকে গেলেন ওসুমানে দেম্বেলে।

নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর অভাবপূরণ করতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ফরাসি তারকাকে কার্যত ছিনিয়ে এনেছিলেন বার্সা কর্তারা। যদিও সমর্থকরা দেম্বেলের খেলার একেবারেই খুশি নন। কিন্তু ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে আস্থা রেখেছিলেন তাঁর উপর। খেতাফের বিরুদ্ধে ম্যাচের আগে বলেছিলেন, ‘‘দেম্বেলের যোগ্যতা নিয়ে আমার কোনও সংশয় নেই। তবে মানিয়ে নেওয়ার জন্য ওকে সময় দিতে হবে।’’

শনিবার লা লিগার চতুর্থ ম্যাচে খেতাফের বিরুদ্ধে ২৫ মিনিটেই ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান দেম্বেলে। বার্সার তরফে জানানো হয়েছে, চার মাস খেলতে পারবেন না তিনি। যার অর্থ, এ বছর তাঁকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হবে বার্সা ম্যানেজারকে। সুস্থ হয়ে দেম্বেলে মাঠে ফিরতে পারেন আগামী বছরের শুরুতে। হতাশ ভালভার্দে বলেছেন, ‘‘আশা করছি, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে দেম্বেলে। তবে আমাদের দলে অনেক ফুটবলার আছে, যারা ওর অভাবপূরণ করার মতো যোগ্য।’’

দেম্বেলেকে নিয়ে উদ্বেগের দিনেই বার্সা ম্যানেজারকে স্বস্তি দিলেন পাউলিনহো। ৩৯ মিনিটে খেতাফের বিরুদ্ধে পিছিয়ে পড়া বার্সাকে ম্যাচে ফেরান লুইস সুয়ারেজ। ৬২ মিনিটে সের্জিও রবের্তোর পাস থেকে তিনি গোল করেন। পাওলিনহো গোল করেন ৮৪ মিনিটে লিওনেল মেসির পাস থেকে। পাউলিনহোকে নিয়ে উচ্ছ্বসিত ভালভার্দে বলেছেন, ‘‘পাউলিনহোর গোল করায় আমি দারুণ খুশি। ম্যাচটা খুব কঠিন ছিল। শেষ পর্যন্ত আমরা যে তিন পয়েন্ট পেয়েছি, সেটাই সব চেয়ে স্বস্তির।’’ সঙ্গে যোগ করেন, ‘‘সুয়ারেজও দারুণ খেলেছে। ওদের এই পারফরম্যান্স বাকি ফুটবলারদেরও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’’

লা লিগায় টানা চারটি ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে বার্সা। কিন্তু তা নিয়ে বেশি উচ্ছ্বাস দেখাতে রাজি নন ভালভার্দে। তাঁর যুক্তি, ‘‘মরসুম সবে শুরু হয়েছে। এখনও কিন্তু অনেক ম্যাচ বাকি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ousmane Dembele Football Barcelona injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE