Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শামিকে নিয়ে অপেক্ষা বোর্ডের রিপোর্টের

যেখানে শামি-কে বলতে শোনা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইয়ে জনৈক মহম্মদ ভাই-এর পাঠানো অর্থ নিতে তিনি পাকিস্তানের নাগরিক আলিশবা-র সঙ্গে দেখা করেছিলেন।

লক্ষ্য: শামি চান ক্রিকেটে ফিরতে। (ডান দিকে) অভিযোগে অনড় হাসিন সোমবার গোপন জবানবন্দি দিতে এলেন আলিপুর আদালতে। নিজস্ব চিত্র

লক্ষ্য: শামি চান ক্রিকেটে ফিরতে। (ডান দিকে) অভিযোগে অনড় হাসিন সোমবার গোপন জবানবন্দি দিতে এলেন আলিপুর আদালতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:৫৩
Share: Save:

ভারতীয় পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে বাগযুদ্ধ চলছেই। তার মাঝেই আজ, মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তদন্ত রিপোর্ট পেশ করতে চলেছেন বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার। যে রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে শামির ক্রিকেট ভবিষ্যৎ।

শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহান একটি রেকর্ড করা ‘ফোন-কল’ প্রকাশ করেছিলেন। যেখানে শামি-কে বলতে শোনা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইয়ে জনৈক মহম্মদ ভাই-এর পাঠানো অর্থ নিতে তিনি পাকিস্তানের নাগরিক আলিশবা-র সঙ্গে দেখা করেছিলেন। এর পরেই প্রথমে মহম্মদ শামির সঙ্গে নয়াদিল্লিতে, তার পরে কলকাতায় এসে লালবাজারে হাসিন জাহানের সঙ্গে কথা বলে বোর্ডের দুর্নীতি দমন শাখা। শামি-হাসিন ছাড়াও, দুর্নীতি দমন শাখার অফিসার-রা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ভারতীয় দলের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির সঙ্গেও। মঙ্গলবার সেই তদন্ত রিপোর্টই বোর্ডের হাতে তুলে দেবেন দুর্নীতি দমন শাখার প্রধান। রিপোর্টে শামি নির্দোষ প্রমাণিত হলে, তাঁর ক্রিকেট জীবন ধাক্কা খাওয়ার সম্ভাবনা নেই। তিনি ফের বোর্ডের চুক্তির আওতায় চলে আসবেন। ভারতীয় ক্রিকেটমহল তাই মুখিয়ে রয়েছে, নীরজ কুমার-এর তদন্ত রিপোর্ট-এর অপেক্ষায়। তবে শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী মানসিক ও শারীরিক অত্যাচার-সহ যে একাধিক অভিযোগ করেছিলেন, সেই তদন্ত বোর্ডের দুর্নীতি দমন শাখার আওতাভুক্ত নয়।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে যান হাসিন জাহান। তবে মুখ্যমন্ত্রী সে সময় বাড়ি ছিলেন না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে আবেদনপত্র জমা দিয়ে আসেন শামি-পত্নী। পরে সাংবাদিক সম্মেলনে হাসিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আবেদনপত্র জমা দিয়ে এলাম। দেখি উনি কবে ডাকেন।’’

আরও পড়ুন: পাক মডেলের কথায় আরও উত্তেজিত হাসিন, শামিকে গ্রেফতারের দাবি

সোমবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন হাসিন। প্রায় দু’ঘণ্টা ধরে হাসিনের গোপন জবানবন্দি নেন আলিপুর আদালতের তৃতীয় অতিরিক্ত বিচারবিভাগীয় বিচারক। শামির বিরুদ্ধে আনা হাসিনের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। এই সমস্ত মামলার তদন্তের গতি বাড়াতেই গোপন জবানবন্দি বিশেষ তাৎপর্যপূর্ণ।

পাশাপাশি শামির পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের আমরোহায় শামির গ্রামে গিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘শামির বাড়িতে এখনও পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। হাসিনের অভিযোগ খতিয়ে দেখতে শামির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

এ দিন সর্বভারতীয় একটি বৈদ্যুতিন চ্যানেলে প্রকাশিত হয়েছে হাসিন জাহানের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা মহম্মদ ভাইয়ের ছবি। সেখানে মহম্মদ শামি-সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। এর আগে রবিবার একটি সর্বভারতীয় প্রচারমাধ্যমে সম্প্রচার হয়েছিল আলিশবা-র সাক্ষাৎকার। করাচি নিবাসী তরুণী সেখানে স্বীকার করে নেন, শামির সঙ্গে দুবাইয়ে তাঁর দেখা হয়েছিল। তবে সেটা নিছকই একজন ভক্ত হিসেবে ব্রেকফাস্ট-এর সময় তিনি শামির সঙ্গে দেখা করেন। তার সঙ্গে অর্থ লেনদেন-এর কোনও সম্পর্ক নেই।

এ দিন তা উল্লেখ করে হাসিন বলেন, ‘‘টিভিতে গলার স্বর শুনেই চিনতে পেরেছি ওই মহিলা আলিশবা। অর্থাৎ আমি ভুল অভিযোগ করিনি। এখনই পুলিশ গ্রেফতার করুক শামিকে। এ বার তদন্তে সব প্রমাণিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE