Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ফাঁকা বুলি! শ্রীসন্থকে পাল্টা দিল বোর্ড

তাঁর ইচ্ছে যে সহজে সফল হবে না সেটা পরিষ্কার করেই জানিয়ে দিল বিসিসিআই। এ বার শ্রীসন্থ কী করবেন সেটাই দেখার। এই নির্বাসন কাটিয়ে তার যে ক্রিকেটের মূলস্রোতে ফেরা বেশ কঠিন সেটা আবারও বুঝিয়ে দিল বিসিসিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ২০:০৮
Share: Save:

বিসিসিআই তাঁর নির্বাসন তোলেনি। কেরালা হাইকোর্ট নির্বাসন তুলে নিলেও বিসিসিআই-এর দাবিতে আবার তা ফিরিয়ে দেওয়া হয় শ্রীসন্থের উপর। যেটা মেনে নিতে পারেননি এই বোলার। দেশ ছাড়ার সিদ্ধান্তের ইঙ্গিত দেন। আর তাতেই জবাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক কথায়, ‘ফাঁকা বুলি’ বলে আখ্যা দেওয়া হল শ্রীসন্থের বক্তব্যকে। যদিও বিসিসিআই ব্যাখ্যা দিল তার এই বক্তব্যের। বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘‘যে কোনও প্লেয়ারকে যদি কোনও সম্পূর্ণ সদস্য সংস্থা থেকে নির্বাসিত করা হয় তা হলে সে অন্য কোনও সম্পূর্ণ সদস্য বা কোনও সংস্থার হয়ে খেলতে পারবে না। এগুলো সব ফাঁকা আওয়াজ। আর আমরা জানি আইনত আমাদের কী করতে হবে।’’

আরও পড়ুন

অন্য দেশের হয়ে খেলার চেষ্টায় শ্রীসন্থ

আগে শ্রীসন্থ বলেছিলেন, ‘‘আমার উপর বিসিসিআই-এর নির্বাসন রয়েছে আইসিসি-র নয়। আমি যে কোনও দেশের হয়ে খেলতে পারি। আমি আর ছ’বছর করতে পারব।’’ এমন কী বিসিসিআইকে প্রাইভেট সংস্থাও বলেছেন শ্রীসন্থ। কিন্তু তাঁর ইচ্ছে যে সহজে সফল হবে না সেটা পরিষ্কার করেই জানিয়ে দিল বিসিসিআই। এ বার শ্রীসন্থ কী করবেন সেটাই দেখার। এই নির্বাসন কাটিয়ে তার যে ক্রিকেটের মূলস্রোতে ফেরা বেশ কঠিন সেটা আবারও বুঝিয়ে দিল বিসিসিআই। বুঝিয়ে দিল সেটা হতে দেবে না খোদ বোর্ডই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE