Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

এ বার কিন্তু তোমাকে করে দেখাতে হবে, বিরাটকে সতর্ক করল বোর্ড

ছ’মাস ধরে কথা বন্ধ ছিল বিরাট, কুম্বলের। বিরাটের পছন্দ হচ্ছিল না কুম্বলের কোচিং। যে কারণে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচের খোঁজ শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত কুম্বলেকে থাকার অনুরোধ করা হলেও তিনি সরে গিয়েছেন। এই অবস্থায় সব চাপ এ বার বিরাটের উপরই।

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ১৭:৫৭
Share: Save:

সরে গিয়েছেন অনিল কুম্বলে। ছেড়েছেন কোচের দায়িত্ব। পদত্যাগপত্রে অভিযোগ তুলে গিয়েছেন অধিনায়ক বিরাট কোহালির দিকে। আর তার পর থেকেই আঙুল উঠতে শুরু করেছে বিরাটের দিকে। এ বার পাল্টা চাপ দিয়ে রাখল বিসিসিআইও। কুম্বলের সরে যাওয়ার পিছনে যে সেই দায়ী বুঝিয়ে দিল বিসিসিআই-এর হুমকি। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি বলে দিল, ফল দিতে হবে এ বার বিরাটকেই, জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া।

আরও খবর: অশান্তির মূলে সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ

ছ’মাস ধরে কথা বন্ধ ছিল বিরাট, কুম্বলের। বিরাটের পছন্দ হচ্ছিল না কুম্বলের কোচিং। যে কারণে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচের খোঁজ শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত কুম্বলেকে থাকার অনুরোধ করা হলেও তিনি সরে গিয়েছেন। এই অবস্থায় এই মুহূর্তে সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই-এর সূত্রের খবর, বোর্ডের তরফে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে বিরাটকে। এ বার অধিনায়ক হয়ে দলের জন্য সাফল্য নিয়ে আসতে হবে। তাঁকেই দলের সাফল্য নিশ্চিত করতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল উপদেষ্টা কমিটি। সূত্রের খবর সেই সময় কোহালি কুম্বলের প্রতি অনাস্থার কথাই জানিয়েছিলেন। তবে, তিনি নাকি এও জানিয়েছিলেন তাঁর কুম্বলের সঙ্গে আপাতত কাজ চালিয়ে যেতে কোনো অসুবিধে নেই। যখন কুম্বলের সঙ্গে কথা বলা হয় তখন তিনি বলেন, তাঁরও কোহালির সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই। যা খবর উপদেষ্টা কমিটি এখনও কুম্বলেকেই চাইছে তারা ভারতীয় দলের কোচ হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE