Advertisement
২০ এপ্রিল ২০২৪

নজিরের সামনে বেঙ্গালুরু

লিগ তালিকা থাকা প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ঘরের মাঠে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি খেলতে নামছে জেজে লালপেখলুয়া-র চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৫:১৮
Share: Save:

প্রথম তিন আইএসএল-এ কখনও এমন হয়নি। কিন্তু এ বার আইএসএল-এ ঘটে গিয়েছে সেই অভিনব ঘটনা।

লিগ তালিকা থাকা প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ঘরের মাঠে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি খেলতে নামছে জেজে লালপেখলুয়া-র চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।

প্রথম বার আই লিগে খেলতে নেমেই খেতাব জিতেছিল বেঙ্গালুরু। যদি এ বার আইএসএল ট্রফিটাও উঠে আসে গুরপ্রীত সিংহ-দের হাতে, তা হলে তৈরি হবে নতুন নজির। এ বারই প্রথম আইএসএল-এ অংশ নিয়ে সেক্ষেত্রে ফের অভিষেকেই চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু এফসি। অন্য দিকে, যদি বেঙ্গালুরু-কে হারিয়ে জিতে যায় অভিষেক বচ্চনের দল চেন্নাইয়িন এফসি, তা হলে তারা ছুঁয়ে ফেলবে ইন্ডিয়ান সুপার লিগে এটিকে-র দু’বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব। সেমিফাইনালে পুণে এফসি-কে দুই পর্ব মিলিয়ে ৩-১ হারিয়ে ফাইনালে উঠে এসেছে স্প্যানিশ কোচ আলবের্তো রোকা-র দল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু কোচ রোকা বলছেন, ‘‘এএফসি কাপের ম্যাচ থাকায় এই টুর্নামেন্টের জন্য গত অগস্টেই প্রস্তুতি শুরু করেছিলাম আমরা। ফলে অন্য দলগুলোর অনেক আগে থেকেই তৈরি হয়েছে বেঙ্গালুরু। কিন্তু চেন্নাইয়িন এফসি-কে হারানো বেশ কঠিন কাজ।’’

লিগে প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরু এসে ২-১ জিতেছিল চেন্নাইয়িন। ফিরতি পর্বে আবার সুনীল ছেত্রী-রা চেন্নাই গিয়ে জেতেন ৩-১। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক সুনীল ছেত্রী আত্মবিশ্বাসী মেজাজে বলছেন, ‘‘ভারতীয় ফুটবলে গত চার বছরে চারটি ট্রফি জিতেছি আমরা। শনিবার শেষ পর্যন্ত ফাইনালের ফল কী হবে তা জানা নেই। তবে ফুটবলার জীবনের গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে নামছি চেন্নাইয়িন-এর বিরুদ্ধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengaluru FC ISL 4 Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE