Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ফিফা ফ্রেন্ডলি

রাশিয়া জয় করে তিতে-র লক্ষ্য জার্মানি

রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল। যার মধ্যে নয় বার-ই জয় পেল সেলেকাও (ব্রাজিলের জাতীয় দলকে এই নামেই ডেকে থাকে তাদের দেশের সমর্থকেরা)। বাকি চার বার অমীমাংসিত ছিল দুই দেশের ম্যাচ।

উল্লাস: ফিফা ফ্রেন্ডলিতে রাশিয়ার বিরুদ্ধে গোলের পরে উচ্ছ্বসিত কুটিনহো। শুক্রবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ৩-০ জিতল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। ছবি: রয়টার্স।

উল্লাস: ফিফা ফ্রেন্ডলিতে রাশিয়ার বিরুদ্ধে গোলের পরে উচ্ছ্বসিত কুটিনহো। শুক্রবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ৩-০ জিতল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০৪:২৫
Share: Save:

রাশিয়া ০ • ব্রাজিল ৩

ব্রাজিলের বিরুদ্ধে দেশের মাটিতেও জয়ের খাতা খুলতে পারল না রাশিয়া। শুক্রবার রাতে মস্কোর লুজনিকি স্টেডিয়ামেও ফিফা ফ্রেন্ডলি ম্যাচে পেলের দেশ জিতল ৩-০।

রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল। যার মধ্যে নয় বার-ই জয় পেল সেলেকাও (ব্রাজিলের জাতীয় দলকে এই নামেই ডেকে থাকে তাদের দেশের সমর্থকেরা)। বাকি চার বার অমীমাংসিত ছিল দুই দেশের ম্যাচ।

প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল গোলশূন্য। এই সময় ব্রাজিলের আক্রমণ ভাগে গ্যাব্রিয়েল জেসুস, উইলিয়ানদের ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল আসেনি ব্রাজিলের। আশা করা গিয়েছিল, ঘরের মাঠে এ বার হয়তো ব্রাজিলকে জিততে দেবেন না ইগর আকিনফিভ-রা। কারণ, এর আগে বেলজিয়াম ও স্পেনের বিরুদ্ধে ৩-৩ ম্যাচ শেষ করেছিল রুশ ফুটবলাররা। ফলে রাশিয়ান ফুটবলপ্রেমীরা বুক বেঁধেছিলেন আশায়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরেই রুশ রক্ষণে আছড়ে পড়তে থাকে সাম্বা ফুটবলের সুনামি। ৫৩ মিনিটে প্রথম গোল করে যান ব্রাজিলের স্টপার মিরান্দা। কর্নার থেকে বল রুশ গোলকিপার আকিনফিভ-এর হাতে লেগে বেরিয়ে এলে, তা গোলে ঠেলে দেন মিরান্দা। এর নয় মিনিট পরেই পেনাল্টি থেকে ২-০ করেন ফিলিপে কুটিনহো। রাশিয়ার বক্সের মধ্যে গোলমুখী পাওলিনহো-কে অবৈধ ভাবে আটকেছিলেন রুশ ডিফেন্ডার গোলোভিন। ফলে রেফারি সঙ্গত কারণেই পেনাল্টি দিয়েছিলেন। চার মিনিট পরেই ফের গোল করে যান পাওলিনহো। এক্ষেত্রে তাঁকে ডান দিক থেকে বল বাড়িয়েছিলেন উইলিয়ান।

দেশের মাটিতে ব্রাজিলের বিরুদ্ধে এ দিন ৩-৫-১-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন রাশিয়ার কোচ স্তানিস্লাভ চের্চেসভ। কিন্তু তিন ডিফেন্ডারের সামনে পাঁচ মিডফিল্ডার রেখেও ব্রাজিলের আক্রমণ দ্বিতীয়ার্ধে রুখতে পারেননি তিনি। অন্য দিকে, ব্রাজিল কোচ তিতে দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ফর্মেশনে। ০-৩ পিছিয়ে যাওয়ার পরেই ব্যবধান কমানোর সুযোগ চলে এসেছিল রাশিয়ার সামনে। ঝিরকভ ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি।

দেশের মাটিতে চার বছর আগে বিশ্বকাপে শেষ দুই ম্যাচে দশ গোল হজম করার লজ্জা এখনও ভোলেননি ব্রাজিলিয়ান-রা। তাই রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও রকম ত্রুটি রাখতে চান না তিনি। আগামী সপ্তাহে ব্রাজিল খেলবে জার্মানির বিরুদ্ধে। বিশ্বকাপের সেই ইতিহাস সৃষ্টিকারী ১-৭ হারের পরে এই প্রথম জার্মানির বিরুদ্ধে খেলবেন উইলিয়ান, থিয়াগো সিলভা-রা। এ দিন লুজনিকি স্টেডিয়ামে তুষারপাতের সম্ভাবনা ছিল। কিন্তু ব্রাজিল কোচ যে তাতে বিচলিত নন, তা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন টিভি সাক্ষাৎকারে। মাঠে পা দিয়েই সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার সামনে তিতে বলে দেন, ‘‘আমরা কেবল নজর রাখছি আমাদের প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর। মস্কোর আবহাওয়া বা মাঠের উপর নয়। কারণ, ব্রাজিল টিম এখানে ঘুরতে আসেনি। এসেছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে।’’

ম্যাচের পরে ৩-০ জিতে ফেরার সময়ও তিতে-র কাছে প্রশ্ন উড়ে আসে, ১৫ জুলাই এই লুঝনিকি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানেও কি ব্রাজিলকে খেলতে দেখা যাবে? যার উত্তরে ব্রাজিল কোচ বলে যান, ‘‘বিশ্বকাপ নিয়ে নয়। আমরা রাশিয়া ম্যাচের পরে এখন মনোনিবেশ করছি জার্মানিকে নিয়ে। কারণ, বিশ্বকাপে নামার আগে তার প্রস্তুতিও ঠিক মতো সারতে হবে আমাদের।’’

রুশ কোচ চের্চেসভ বলছেন, ‘‘নেমার না থাকলেও এই ব্রাজিল কম শক্তিশালী নয়। ছেলেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়েছে। এই ম্যাচে হওয়া ভুলভ্রান্তি শুধরে আগামী সপ্তাহে আমাদের নামতে হবে ফ্রান্সের বিরুদ্ধে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Russia-Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE