Advertisement
১৯ এপ্রিল ২০২৪
East Bengal vs Mohun Bagan

দু'বার পিছিয়ে গোল শোধ, টানা ৮ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

আটে আট করার লক্ষ্যে রবিবাসরীয় ডার্বিতে ড্র করলেই হবে ইস্টবেঙ্গলকে। অন্য দিকে লিগ খরা কাটাতে এ দিনের ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৯
Share: Save:

মোহনবাগানের সঙ্গে ড্র করলেও গোল পার্থক্যে ফের এক বার কলকাতা লিগ ঘরে তুলল ইস্টবেঙ্গল। এই নিয়ে টানা ৮ বার কলকাতা লিগ জিতল লাল-হলুদ ব্রিগেড। জীবনের প্রথম ডার্বিতে ম্যাচের সেরা নির্বাচিত হলেন ইস্টবেঙ্গলের লালডানমাওইয়া রালতে।

• শেষ হল মরসুমের প্রথম ডার্বি। ২-২ গোলে শেষ হল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ।

• রালতের বদলে মাঠে নামলেন ব্রান্ডন।

• পরিবর্তন নিল ইস্টবেঙ্গল।

• ফ্রিকিক কাজে লাগাতে ব্যর্থ ইস্টবেঙ্গল।

• লোবোকে ফাউল করলেন কিংসলে।

• ফ্রিকিক পেল ইস্টবেঙ্গল।

• পাঁচ মিনিট অতিরিক্ত সময়।

• একের পর এক সুযোগ মিস কামোর।

• ৮৭ মিনিটে লাল কার্ড সুরাবুদ্দিনের।

• রেফারিকে ঘিরে ধরেছেন মোহনবাগানের ফুটবলাররা।

দু'টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন মোহনবাগান অধিনায়ক।

• ৮৩ মিনিটে লাল কার্ড দেখলেন কিংশুক দেবনাথ।

• চোট পেয়েছেন সুরাবদ্দিন মল্লিক।

• ডিফেন্সিভ ফুটবল খেলছে ইস্টবেঙ্গল।

• নিখিল পূজারীর জায়গায় মাঠে এলেন সুরাবদ্দিন মল্লিক।

• পরিবর্তন নিচ্ছে ইস্টবেঙ্গল।

• ম্যাচের ৭৫ মিনিট অতিক্রান্ত।

• আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে খেলা।

• খেলার ফল ২-২।

• সমতা ফেরাল ইস্টবেঙ্গল।

• পেনাল্টি থেকে গোল করলেন আল আমনা।

• রেফারিকে ঘিরে ধরেছেন মোহনবাগান ফুটবলার।

• পেনাল্টি পেল ইস্টবেঙ্গল।

• নিখিল কদমের পরিবর্তে মাঠে নামলেন চেস্টারপল।

• পরিবর্তন নিল মোহনবাগান।

• ফ্রি কিক কাজে লাগাতে ব্যার্থ ইস্টবেঙ্গল।

• ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল।

• হলুদ কার্ড দেখলেন কিংশুক দেবনাথ।

• গ্যাব্রিয়াল ফার্নান্ডেজের বদলে মাঠে নামলেন কেভিন লোবো।

• পরিবর্তন নিল ইস্টবেঙ্গল।

• ম্যাচের ৬০ মিনিট অতিক্রান্ত।

• ফ্রি কিক কাজে লাগাতে ব্যার্থ ইস্টবেঙ্গল।

• ফ্রি কিক পেল ইস্টবেঙ্গল।

• ম্যাচের ৫০ মিনিট অতিক্রান্ত।

• কর্নার পেল মোহনবাগান।

• একের পর এক আক্রমণে উঠে আসছে মোহনবাগান।

• সহজ সুযোগ মিস করলেন কামো।

• ২-১ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• গোল করলেন ক্রোমা।

• পেনাল্টি পেল মোহনবাগন।

• হলুদ কার্ড দেখলেন মিচেল।

• দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণে যাচ্ছে মোহনবাগান।

• শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধ শেষে খেলার ফল ১-১।

• ডার্বিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একের পর এক আক্রমণ তুলে আনছে মোহনবাগান।

• প্রথমার্ধে সংযুক্তি সময় ২ মিনিট।

• নিশ্চিত গোল বাঁচালেন লুই ব্যারেটো।

• গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালেন লালডানমাওইয়া।

• গোল....

• ফ্রিকিক পেল ইস্টবেঙ্গল।

• মোহনবাগানের আক্রমণের সামনে বারবার নড়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের রক্ষণদূর্গ।

• ১-০ গোলে এগিয়ে আছে মোহনবাগান।

• ম্যাচের ৩৫ মিনিট অতিক্রান্ত।

• হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের মহম্মদ রফিক।

• নিশ্চিত গোল বাঁচালেন লুই ব্যারেটো।

• ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

• ৩২ মিনিট খেলা অতিক্রান্ত।

• গোল শোধ করার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

• ম্যাচের ২৮ মিনিট অতিক্রান্ত।

• একের পর এক আক্রমণ তুলে আনছে মোহনবাগান।

• কর্নারকে কাজে লাগাতে ব্যর্থ মোহনবাগান।

• একের পর এক আক্রমণ তুলে আনছে মোহনবাগান।

• ২৪ মিনিট: কর্নার পেল মোহনবাগান।

• কর্নার পেল ইস্টবেঙ্গল।

• ম্যাচের ২০ মিনিট অতিক্রান্ত.

• ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।

• গোলের সহজ সুযোগ মিস করলেন গ্যাব্রিয়াল।

• ফ্রি কিক ইস্টবেঙ্গলের অনুকুলে।

• লালডামকে ফাউল করলেন ক্রোমা।

• কর্নার থেকে গোল করতে ব্যার্থ ইস্টবেঙ্গল।

• গোল শোধের লক্ষ্যে চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল।

• বারবার মোহনবাগানের পায়ে বল জমা করে দিচ্ছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

• একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গল রক্ষণকে নাড়িয়ে দিচ্ছে মোহনবাগান।

• ম্যাচের গোড়াতেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দিলেন আজহারুদ্দিন মল্লিক।

মরসুমের প্রথম ডার্বিতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আটে আট করার লক্ষ্যে রবিবাসরীয় ডার্বিতে ড্র করলেই হবে ইস্টবেঙ্গলকে। অন্য দিকে লিগ খরা কাটাতে এ দিনের ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে।

ইস্টবেঙ্গলে: লুই ব্যারেটো, গুরবিন্দর সিংহ, মিচেল, সামাদল আলি মল্লিক, লালরাম চুলোভা, নিখিল পূজারী, লালডানমাওইয়া রালতে, আল আমনা, মহম্মদ রফিক, উইলিস প্লাজা, গ্যাব্রিয়াল ফার্নান্ডেজ

মোহানবাগান: শিলটন পাল, রিকি লালওমাওমা, কিংশুক দেবনাথ, কিংসলে, অরিজিৎ বাগুই, আজহারুদ্দিন মল্লিক, রেনিয়ার ফার্নান্ডেজ, শিলটন ডি’সিলভা, চেস্টরপল লিংডো,আনসুমানা ক্রোমা, বাই কামো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE