Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জোড়া গোলে লন্ডন ডার্বির নায়ক মার্কোস

ম্যাচের শুরুতে স্প্যানিশ লেফট ব্যাক মার্কোস আলোন্সোর দুর্দান্ত ফ্রি-কিক-এ এগিয়ে গিয়েছিল আন্তোনিও কন্তের দল। বিরতিতে ১-০ এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফিরেছিলেন দাভিদ লুইজরা।

লড়াই: টটেনহ্যামের বিরুদ্ধে বল দখলের চেষ্টায় আলোন্সো। জোড়া গোল করে নায়ক চেলসি ডিফেন্ডার। ছবি: রয়টার্স।

লড়াই: টটেনহ্যামের বিরুদ্ধে বল দখলের চেষ্টায় আলোন্সো। জোড়া গোল করে নায়ক চেলসি ডিফেন্ডার। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৫:১১
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগে এ বার চ্যাম্পিয়ন হতে মরিয়া টটেনহ্যাম হটস্পার-এর আর্জেন্তাইন কোচ মরিসিও পোচেত্তিনো। কিন্তু মেসির দেশের এই কোচ ধাক্কা খেলেন লন্ডন ডার্বিতে।

রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইপিএল-এর লন্ডন ডার্বিতে পোচেত্তিনোর টটেনহ্যাম হটস্পারকে ২-১ হারিয়ে ঘুরে দাঁড়াল আন্তোনিও কন্তের চেলসি।

ম্যাচের শুরুতে স্প্যানিশ লেফট ব্যাক মার্কোস আলোন্সোর দুর্দান্ত ফ্রি-কিক-এ এগিয়ে গিয়েছিল আন্তোনিও কন্তের দল। বিরতিতে ১-০ এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফিরেছিলেন দাভিদ লুইজরা। টটেনহ্যামের দুর্ভাগ্য, ম্যাচের একদম অন্তিম লগ্নে বেলজিয়ান স্ট্রাইকার মিশি বাতশুয়াই-এর গোলে সমতা ফিরিয়েও শেষ মুহূর্তের গোলে হেরে যেতে হয় হুগো লরিসদের। এ ক্ষেত্রেও ৮৮ মিনিটে কোনাকুনি শটে গোল করে যান সেই মার্কোস আলোন্সো।

জোড়া গোল করে উচ্ছ্বসিত আলোন্সো বলছেন, ‘‘জীবনে এত ভাল ফ্রি-কিক কখনও মারিনি। এমনকী অনুশীলনেও না। এই জয়টা খুব দরকার ছিল। আসল দিনেই সেরা পারফরম্যান্স বেরিয়ে এল।’’

বিরতিতে সমর্থকদের বিদ্রুপের মাঝে বেকায়দায় পড়েন পোচেত্তিনো। তবে ম্যাচের আগেই পোচেত্তিনো বলে দিয়েছিলেন, ‘‘লন্ডন ডার্বিতে চেলসির বিরুদ্ধে হারলেও মাথায় আকাশ ভেঙে পড়বে না। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অনেক পথ যেতে হবে আমাদের।’’ তবে ঐতিহ্যের এই ম্যাচ জিততে মরিয়া ছিলেন পোচেত্তিনো। যা তাঁর কথাতেই স্পষ্ট। আগের বছর এই ম্যাচটায় হেরেছিল টটেনহ্যাম। এ দিন সেই প্রসঙ্গ তুলে টটেনহ্যাম কোচ বলেন, ‘‘গত বছর এই ম্যাচে হারতে হয়েছিল। ঐতিহ্যের ম্যাচে সেই ফলের পুনরাবৃত্তি চাই না।’’

উল্টো দিকে চেলসি কোচ আন্তোনিও কন্তে গত সপ্তাহেই বার্নলে-র কাছে হারের পর স্ট্যামফোর্ড ব্রিজে সমর্থকদের তীব্র ধিক্কারের মুখে পড়েছিলেন। কেন দিয়েগো কোস্তাকে চলতি মরসুমে চেলসি জার্সি গায়ে দেখা যাচ্ছে না তা নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। এ দিন ওয়েম্বলি স্টেডিয়ামে বিরতিতে চেলসির ইতালীয় কোচ কন্তে যখন ড্রেসিংরুমে ফিরছেন তখন তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রদর্শন করতে দেখা গেয়েছে ‘ব্লু আর্মি’ সমর্থকদের।

ম্যাচের পর দাভিদ লুইজের কথাতেই স্পষ্ট গত এক সপ্তাহে কী রকম অসহনীয় চাপ ছিল চেলসি শিবিরে। ব্রাজিলীয় এই ফুটবলারের কথায়, ‘‘যোগ্য দল হিসেবেই জয় পেয়েছি আমরা। গত এক সপ্তাহ সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল। সেই পরিস্থিতি কাটাতে অনুশীলনে নিজেদের নিংড়ে দিয়েছিলাম আমরা। এই জয় তারই ফসল।’’ তবে লন্ডন ডার্বি-র আগে চেলসি কোচ যে বেশ চাপে ছিলেন তা এ দিন চেলসি কোচের দলগঠন থেকেই পরিস্কার। টটেনহ্যাম কোচ পোচেত্তিনো-কে ধন্ধে রাখতে এ দিন কন্তে শুরু থেকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন ফরাসি ডিফেন্সিভ মিডিও তিমাও বাকায়ওকো-কে। চেলসির হয়ে অভিষেক ম্যাচে ফরাসি এই ফুটবলারের পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়। টটেনহ্যামের গোলমুখী আক্রমণ বন্ধ করতে রবিবার চেলসি তাঁদের ডিফেন্সিভ থার্ডে রেখেছিল ছয় জন ডিফেন্ডারকে। ফলে চেলসি রক্ষণে গিয়ে বার বার খেই হারিয়ে ফেলতে দেখা যায় টটেনহ্যাম হটস্পার ফুটবলারদের। দ্বিতীয়ার্ধে পোস্টে লেগে ফিরে আসে হ্যারি কেনের শটও। ম্যাচ হেরে পোচেত্তিনো বলছেন, ‘‘শেষ মুহূর্তে ম্যাচে ফিরেও সামান্য ভুলে হেরে যেতে হল আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE