Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

চেন্নাইয়ের মাঠে হেনস্থার শিকার নর্থ-ইস্টের মহিলা সমর্থক

একজনকে তো দেখা যায় নর্থ-ইস্ট সমর্থকদের ব্যাঙ্গ করে নাচতেও। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খবর যায় দুই ফ্র্যাঞ্চাইজির কাছেও।

চেন্নাই বনাম নর্থ-ইস্ট ম্যাচের একটি মুহূর্ত।ছবি: আইএসএল-এর ফেসবুক পেজ থেকে।

চেন্নাই বনাম নর্থ-ইস্ট ম্যাচের একটি মুহূর্ত।ছবি: আইএসএল-এর ফেসবুক পেজ থেকে।

নিজস্ব সংবাদদাতা
চেন্নাই শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ২১:০১
Share: Save:

ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েও সমর্থকদের ব্যবহারে অসম্মানিত হতে হল চেন্নাইয়ান এফসির কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নেমেছিল অভিষেক বচ্চনের দল। সেখানেই বেশ কয়েকজন নর্থ-ইস্টের সমর্থকও ছিলেন। যাদের ঘিরে ধরে হেনস্তা করতে শুরু করে চেন্নাইয়ের একদল সমর্থক। সঙ্গে ব্যাঙ্গ। একজনকে তো দেখা যায় নর্থ-ইস্ট সমর্থকদের ব্যাঙ্গ করে নাচতেও। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খবর যায় দুই ফ্র্যাঞ্চাইজির কাছেও। নর্থ-ইস্টের সেই সমর্থকদের মধ্যে মহিলারাও ছিলেন। কিন্তু তাঁরা কোনও প্রতিবাদই করতে পারেননি। উল্টোদিকে চেন্নাইয়ের বাকি সমর্থকরাও এই অভব্য ব্যবহার করা সমর্থকদের আটকায়নি।

আরও পড়ুন

এটিকের জার্সিতেও দেবজিতের লক্ষ্য জাতীয় দল

দেখুন সেই ভিডিও

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমর্থকদের নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের অফিশিয়াল টুইটারে বিবৃতি দিয়ে লিখেছে ‘‘চেন্নাইয়ান এফসি এ রকম ব্যবহার বরদাস্ত করবে না স্টেডিয়ামের মধ্যে। এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’’ নর্থইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে জন আব্রাহামেরও বক্তব্যে চূড়ান্ত বিরক্তি বেরিয়ে এসেছে। তিনি লেখেন ‘‘এই ঘটনা আমাকে খুব অশান্ত করে তুলেছে। খেলার মাঠ যদি এ ভাবে বিপজ্জনক হয়ে ওঠে তা হলে তো ভাবতে হবে। এতদিন মাঠ থেকে সব সব ভালই জেনেছি। স্পোর্টসম্যানশিপ শিখেছি মনুষ্যত্ব দেখেছি।’’

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমর্থকদের নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের অফিশিয়াল টুইটারে বিবৃতি দিয়ে লিখেছে ‘‘চেন্নাইয়ান এফসি এ রকম ব্যবহার বরদাস্ত করবে না স্টেডিয়ামের মধ্যে। এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’’ নর্থইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে জন আব্রাহামেরও বক্তব্যে চূড়ান্ত বিরক্তি বেরিয়ে এসেছে। তিনি লেখেন ‘‘এই ঘটনা আমাকে খুব অশান্ত করে তুলেছে। খেলার মাঠ যদি এ ভাবে বিপজ্জনক হয়ে ওঠে তা হলে তো ভাবতে হবে। এতদিন মাঠ থেকে সব সব ভালই জেনেছি। স্পোর্টসম্যানশিপ শিখেছি মনুষ্যত্ব দেখেছি।’’

জন আব্রাহাম সেই মেয়েটির উদ্দেশে লিখেছেন ‘‘আমি ওই মেয়েটির পাশে আছি। তুমি একা নও। আমি তোমার সঙ্গে ব্যাক্তিগতভাবে দেখা করব। যারা এমন করে তারা আসল ফ্যান নয়। আমি জানি অভিষেক আর আমিও কখনও এই ব্যবহার বরদাস্ত করব না। আমি নিশ্চিত করছি এই ফ্যানদের খুঁজে তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE