Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Chennaiyin FC

এআইএফএফ-এর কোপে শেহনাজ-মাতিয়াস, সাসপেন্ড চেন্নাইয়ানের কোচও

জেজের গোলের কিছু পরেই প্রথমার্ধে জামশেদপুরকে পেনাল্টি দেয় রেফারি। তবে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় জামশেদপুর। জামশেদপুরকে পেনাল্টি দেওয়া থেকেই রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন চেন্নাইয়ান কোচ।

জন গ্রেগরি। ছবি: সংগৃহীত।

জন গ্রেগরি। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ১৮:১৬
Share: Save:

চেন্নাইয়ান এফসির হেড কোচ জন গ্রেগরিকে তিন ম্যাচ সাসপেন্ড করল অল ইন্ডিয়া ফুটবল ফেডরেশন(এআইএফএফ)-এর শৃঙ্খলারক্ষা কমিটি। শুধু সাসপেন্ডই নয়, তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে গ্রেগরিকে।

গত ২৮ ডিসেম্বর জামশেদপুর এফসির ঘরের মাঠে স্টিভ কপেলের দলের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয় গ্রেগরির চেন্নাইয়ান এফসি। ম্যাচের একমাত্র গোলটি করেন চেন্নাইয়ানের জেজে লালপেখলুহা।

জেজের গোলের কিছু পরেই প্রথমার্ধেই জামশেদপুরকে পেনাল্টি দেয় রেফারি। তবে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় জামশেদপুর। জামশেদপুরকে পেনাল্টি দেওয়া থেকেই রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন চেন্নাইয়ান কোচ। রেফারির সিদ্ধান্তের বিরধিতা করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের ক্ষোভ প্রকাশও করেন তিনি। এ কারণে ম্যাচ চলাকালীন তাঁকে স্ট্যান্ডেও পাঠানো হয়।

আরও পড়ুন: জন্মদিনে গোল করেও বিষণ্ণ অভিজিৎ

আরও পড়ুন: স্বাধীনতা বিতর্কে মেসিকে হারাতে পারে বার্সেলোনা

জন গ্রেগরির পাশাপাশি ডিল্লি ডায়নামোজের মিডফিল্ডার ক্লডিও মাতিয়াস ও মুম্বই সিটি এফসির মিডফিল্ডার শেহনাজ সিংহকেও সাসপেন্ড এবং আর্থিক জরিমানা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডেরেশন। মাতিয়াসকে তিন লাখ টাকা জরিমানার সঙ্গে চার ম্যাচ সাসপেন্ড করেছে এআইএফএফ। অন্য দিকে, দু’লাখ টাকা জরিমানা এবং দু’ম্যাচ সাসপেন্ড করা হয়েছে শেহনাজ সিংহকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE