Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিরাটদের দল গঠন নিয়ে প্রশ্ন

পুরো ওয়াংখেড়ে স্টে়ডিয়াম গাইছে, ‘‘হ্যাপি বার্থডে টু ইউ।’’ বিরাট কোহালি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েক শো আরসিবি ভক্তের সঙ্গে গলা মিলিয়ে তিনি গাইছেন, ‘‘হ্যাপি বার্থডে টু ইউ।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০৪:০৬
Share: Save:

পুরো ওয়াংখেড়ে স্টে়ডিয়াম গাইছে, ‘‘হ্যাপি বার্থডে টু ইউ।’’ বিরাট কোহালি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েক শো আরসিবি ভক্তের সঙ্গে গলা মিলিয়ে তিনি গাইছেন, ‘‘হ্যাপি বার্থডে টু ইউ।’’ টুইটারে বিরাট আরও লিখেছেন, ‘‘বেঙ্গালুরুর কিছু ভক্তের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা।’’

সকাল থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা। ক্রিকেট দুনিয়ার ‘হুজ হু’-রা একের পর এক টুইট করে চলেছেন। আর তিনি? সকালে বাড়িতে পরিবারের সঙ্গে এক দফা কেক কাটা চলল। তার পরে ওয়াংখেড়ে-তে এসে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পুণে ওয়ারিয়র্স ম্যাচের ফাঁকে ম্যাথু হেডেনের সঙ্গে আর এক দফা কেক কাটলেন সচিন তেন্ডুলকর।

জন্মদিনটা কী ভাবে কাটল? প্রশ্ন ছুড়ে দিলেন হেডেন। সচিনের জবাবে এল, ‘‘৪৪ বছর হয়ে গেল! বিশ্বাসই হচ্ছে না!’’ সামনে বিশাল সবুজ মাঠের ওপর সাদা ব্যাটের আদলের কেক। ছুরিটা হাতে নিয়ে বললেন, ‘‘ব্যাটটা কখনও কাটা যায় না। আউটফিল্ডে জায়গা বার করে নিই।’’ সচিন জানাচ্ছেন, তাঁর আসন্ন বায়োপিক মুক্তির ব্যাপারে অনেকটা সময় ব্যস্ত ছিলেন। জন্মদিনে তাঁর ভক্তদের জন্য সচিনের উপহার, এ আর রহমানের গাওয়া তাঁর ফিল্মের প্রথম গান— ‘হিন্দ মেরে জিন্দ।’ যা সচিনের জন্মদিনেই মুক্তি পেল। নিজের বায়োপিক নিয়ে সচিন বলেছেন, ‘‘আমার সিনেমাটা খুব সম্ভবত ২৬ মে মুক্তি পাচ্ছে। ওই নিয়েই একটু ব্যস্ত আছি।’’

কিংবদন্তিকে কুর্নিশ করছেন সবাই। যেমন মাইকেল ক্লার্ক। সচিনকে নিজের দেখা সেরা ব্যাটসম্যান বলার পাশাপাশি ক্লার্ক এও বলেছেন, ‘‘ওর যে ৪৪ বছর হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। আমার সঙ্গে একটা ফোটোশ্যুট ছিল। দেখে মনে হচ্ছিল যেন ২৫ বছরের ছেলে!’’

আইপিএল নিয়ে মাতামাতির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তি বাড়ছে। বেশির ভাগ দেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিলেও ভারত এখনও তা করেনি। কবে নির্বাচনী বৈঠক হতে পারে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি এখনও।

বিরাট কোহালিদের বোর্ডের মধ্যে একাংশ চায়, লভ্যাংশ কমিয়ে দেওয়া হলে আইসিসি-র বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নেওয়া হোক। সেক্ষেত্রে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের সিদ্ধান্তের পক্ষে রয়েছেন এই সব কর্তারা। এঁদের মধ্যে অবশ্য শ্রীনিবাসনের অনুগামীদের সংখ্যা বেশি। আবার শ্রীনির বিরোধী পক্ষ চায় না, এমন কোনও কট্টরপন্থা নিতে। বোর্ডের পরিচালনের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরাও জানিয়েছেন, খেলাকে বন্ধ করে কোনও প্রতিবাদে বিশ্বাসী নন তাঁরা। সোমবারেই আইসিসি বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বোর্ডের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন শ্রীনি-ঘনিষ্ঠ সচিব অমিতাভ চৌধুরি। সভার আগের খবর, ভারতের দাবি অনুযায়ী ২১ শতাংশ লভ্যাংশ দেবে না শশাঙ্ক মনোহরের আইসিসি। তারা ১৫ শতাংশ লভ্যাংশ দিতে চায়। বোর্ড ২১ শতাংশের দাবিতে অনড় থাকে, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Champions Trophy Cricket Confusion Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE