Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিকল্প খুঁজছেন খালিদ

রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে। টানা তিন ম্যাচ জিতে লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বাড়লেও চিন্তাও উঁকি মারছে। লিগে বুধবার ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ সাদার্ন সমিতি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৪:৫৪
Share: Save:

পিয়ারলেসের বিরুদ্ধে ৫-১ জিতলেও আত্মতুষ্টিতে ভাসতে নারাজ ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। বলছেন, ‘‘এখনও বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে আমাদের। টিম পাঁচ গোল দিয়েছে বলে আনন্দে ভেসে যাওয়ার কিছু নেই।’’

শনিবার পিয়ারলেসকে বিধ্বংসী মেজাজে উড়িয়ে দেওয়ার পর রবিবার সকালে অনুশীলন ডেকেছিলেন ইস্টবেঙ্গল কোচ। সেখানে শনিবারের ম্যাচে খেলা ফুটবলারদের নিয়ে সহকারী কোচ রঞ্জন চৌধুরী রিকভারি সেশন করালেও, কোচ খালিদ ব্যস্ত ছিলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে। টানা তিন ম্যাচ জিতে লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বাড়লেও চিন্তাও উঁকি মারছে। লিগে বুধবার ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ সাদার্ন সমিতি। সেই ম্যাচ খেলার পরের দিনই ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে কলকাতা ছাড়বেন উইলিস প্লাজা এবং ডিফেন্ডার কার্লাইল ডিওন মিচেল। হন্ডুরাস ও পানামার বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলে দু’জনে কলকাতা ফিরবেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ফলে ২৮ অগস্ট রেলওয়ে এফসি-র বিরুদ্ধে তার পরের ম্যাচে ইস্টবেঙ্গলকে খেলতে হবে এক বিদেশি নিয়েই। এই পরিস্থিতিতে রিজার্ভ বেঞ্চ থেকে আক্রমণ এবং রক্ষণে যোগ্য বিকল্প খুঁজে নিতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Football Khalid Jamil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE