Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mohun Bagan

দু’পক্ষের হাতাহাতিতে আহত পাঁচ ইস্টবেঙ্গল সমর্থক

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সমর্থকদের আবেগ। ‘জীবনদায়ী’ ফুটবল হয়ে উঠেছে রক্তাক্ত। রবিবার আরও এক বার রক্তাক্ত হল বাংলার ফুটবল। মোহনবাগান সমর্থকদের হাতে মার খেতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের।

আহত দুই ইস্টবেঙ্গল সমর্থক।—নিজস্ব চিত্র।

আহত দুই ইস্টবেঙ্গল সমর্থক।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ২২:১১
Share: Save:

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল… ‘ধন্যিমেয়ে’ ছবির এই গানটি এখনও অমর বাঙালি হৃদয়ে। কিন্তু, এই গানটি যখন গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন তখন কি ভেবেছিলেন এই ফুটবলকে ঘিরেই রক্তাক্ত হতে পারে বাঙালিরা?

না! কখনই না!

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সমর্থকদের আবেগ। ‘জীবনদায়ী’ ফুটবল হয়ে উঠেছে রক্তাক্ত। রবিবার আরও এক বার রক্তাক্ত হল বাংলার ফুটবল। মোহনবাগান সমর্থকদের হাতে মার খেতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের।

ম্যাচের পর স্টেডিয়াম সংলগ্ন বাইপাস ধরে নিজেদের বাড়ি ফিরছিলেন দুই দলের সমর্থকরা। অভিযোগ ওই সময় হঠাৎ কাদাপাড়ার কাছে ইস্টবেঙ্গলের একটি ম্যাটাডোর আটকে হামলা চালান প্রায় ৪০ জন সবুজ-মেরুন সমর্থক। ছোড়া হয় এলোপাথাড়ি ইট, বাঁশ নিয়েও হামলা চালান তাঁরা। ভেঙে দেওয়া হয় একটি গাড়ির কাচও।

আরও পড়ুন: ডিকার বাঁ পায়ের ধাক্কায় উড়ে গেল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: সনিকে গোল উৎসর্গ ডিকার, হারের দায় নিলেন খালিদ

মোহনবাগান সমর্থকদের গুন্ডামির জেরে আহত পাঁচ জন ইস্টবেঙ্গল সমর্থককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। তবে, দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি তিন জনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন বিশ্বরূপ পাল, নীলাদ্রিশেখর কুণ্ডু এবং জয় বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপের মাথায় ৭টি এবং জয়ের মাথায় দু’টি সেলাই পড়েছে। নীলাদ্রিশেখরের মাথায় দু’টির পাশাপাশি থুতনিতেও তিনটি সেলাই পড়েছে।

ক্লাব কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ইস্টবেঙ্গল সমর্থক অরূপ বন্দ্যোপাধ্যায়। ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan East Bengal Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE