Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ক্রিকেটের ক্রোড়পতি লিগ: টুকরো খবর 

স্ত্রীর জন্য প্রার্থনা দীনেশের, নতুন আশায় ইডেন

কমনওয়েলথ গেমসে নিয়মিত খবর রাখার পাশাপাশি তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকালের প্রত্যেকটি ম্যাচ দেখছেন দীনেশ। শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর।

খোশমেজাজ: ক্রিস গেলের মেদ পরীক্ষা করছেন বিরাট কোহালি। ছবি: টুইটার

খোশমেজাজ: ক্রিস গেলের মেদ পরীক্ষা করছেন বিরাট কোহালি। ছবি: টুইটার

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৪:৫৫
Share: Save:

গোল্ড কোস্টে নজর দীনেশের

আইপিএলের চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তিনি। কেকেআরের জার্সিতে ভাল পারফর্ম করলেও তাঁর মন পড়ে আছে গোল্ড কোস্টে। তিনি দীনেশ কার্তিক। কমনওয়েলথ গেমসে নিয়মিত খবর রাখার পাশাপাশি তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকালের প্রত্যেকটি ম্যাচ দেখছেন দীনেশ। শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কেকেআর। শুক্রবারের অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে সে কথাই জানালেন কার্তিক। বলেন, ‘‘মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছে ও (দীপিকা), পাশাপাশি মেয়েদের ডাবলসেরও সেমিফাইনালে খেলবে। সব খবরই আমি রাখি। স্ত্রীর খবর তো রাখতেই হবে।’’

কেকেআর নেটে স্ট্রিক পুত্র

শুক্রবার ইডেনে কেকেআরের নেটে বল করতে দেখা গেল জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিকের ছেলেকে। তিনি হ্যারি স্ট্রিক। নেটে দীনেশ কার্তিকদের নাগাড়ে বল করে গেলেন তিনি। মিডিয়াম পেস বল করলেও আসলে তিনি ব্যাটসম্যান। বাবার প্রশিক্ষণে বোলিংটাও ধারালো করে নিতে চাইছেন হ্যারি। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করে অভিজ্ঞতাও বাড়বে তরুণ ক্রিকেটারের। অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘‘নেটে টানা বল করলেও আমি একজন ব্যাটসম্যান। কেকেআরের নেটে ব্যাট করার সুযোগ পাইনি তাই বল করেই নিজেকে তৈরি করার চেষ্টা করছি। ’’

প্লে অফের আশায় ইডেন

আইপিএলের প্লে অফের দু’টি ম্যাচ হতে পারে ইডেনে। শুক্রবার আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ যে হেতু হচ্ছে পুণেয়, তাই প্লে অফের দু’টি ম্যাচ সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। বোর্ড সূত্রে খবর, ম্যাচ দু’টি হতে পারে ইডেনে। কারণ, প্লে-অফ ম্যাচের জন্য আগেও কলকাতার কথা ভাবা হয়েছিল। এখন পুণে থেকে ম্যাচ সরলে তা ইডেনে আসার সম্ভাবনা প্রবল। এ দিন সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়াকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ম্যাচগুলো ইডেনে আসবে কি না, জানি না। তবে আমরা ম্যাচ করার জন্য তৈরি আছি।’’

গেলের মেদ পরীক্ষায় বিরাট


কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে তাঁর পুরনো সতীর্থ ক্রিস গেলের মেদ বেড়েছে কি না তা পরীক্ষা করে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। আইপিএলের চলতি মরসুমে গেল ও কোহালি প্রতিপক্ষ হলেও তাঁরা যে ভাল বন্ধু সেটা আরও একবার ছবির মাধ্যমে প্রমাণ করলেন এই দুই ক্রিকেটার।

ধোনিকে উপহার সমর্থকের


দু’বছর পরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। সেই খুশিতেই তাঁর ছবি এঁকে ধোনিকে উপহার দেওয়ার পরিকল্পনা করলেন তামিলনাড়ুর এক তরুণী। সিএসকের ওয়েবসাইটে সেই ছবি আপলোড করে তাঁদের এক কর্তা লিখেছেন, ‘অসাধারণ হাতের কাজ তোমার। ধোনির এত সুন্দর আঁকা ছবি আগে দেখিনি।’

প্রিয় শহরে ব্রাথওয়েট


ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে চারটি ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে খেলতে তাঁর প্রিয় শহরে পৌঁছেই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন কার্লোস ব্রাথওয়েট। লিখেছেন, ‘প্রিয় শহরে পৌঁছে গিয়েছি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE