Advertisement
২০ এপ্রিল ২০২৪
FIFA U-17 World Cup

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত ফিফার

কিছু দিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ফিফাকে অনুরোধ করা হয়েছিল টিম ইন্ডিয়ার গ্রুপ লিগের প্রতিটি ম্যাচ যেন মুম্বই থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০০:০৭
Share: Save:

ভারত সরকারের অনুরোধে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিল ফিফা। ভারতীয় যুব দলের প্রতিটি খেলা মুম্বই থেকে রাজধানী দিল্লিতে সরানোর সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

কিছু দিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ফিফাকে অনুরোধ করা হয়েছিল টিম ইন্ডিয়ার গ্রুপ লিগের প্রতিটি ম্যাচ যেন মুম্বই থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। সেই অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

আরও পড়ুন: ২৮ বছর পর ফুটবল মাঠে ৯৬ জনের মৃত্যুর দায়ে সাজা ঘোষণা

বুধবার ফিফার তরফ থেকে টুর্নামেন্ট প্রধান জিমি ইয়ারজা বলেন, “ভারত সরকারের থেকে পাওয়া অনুরোধ আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছি। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভারতই আমাদের প্রধান শরিক।”

ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশ হিসেবে গ্রুপ-এ এর চার দলের মধ্যে প্রথম দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে ভারত। ফলে, শুধু ভারতেরই নয় গ্রুপ-এ এর প্রতি ম্যাচই অনুষ্ঠিত হবে দিল্লিতে। অন্য দিকে, দিল্লি গ্রুপ-এ এর ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়ায় গ্রুপ-বি এর দায়িত্ব পেতে চলেছে মুম্বই। এ দিন ইয়ারজা বলেন, “২০১৭ অনূর্ধ্ব ফুটবল বিশ্বকাপ ভারতের ফুটবল মানচিত্রকে বদলে দেবে।”

আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE