Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বে হ্যারি কেন

দেশের হয়ে ২৩ ম্যাচে কেনের গোল মাত্র ১২টি হলেও অন্য সিনিয়রদের মধ্যে তিনিই সম্ভবত দলে সব চেয়ে বেশি জনপ্রিয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:২০
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন হ্যারি কেন। নতুন অধিনায়ককে নিয়ে উচ্ছ্বাস গোপন না করে ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট বললেন, ‘‘মানুষ হ্যারির অসাধারণ কিছু গুণ আছে।’’

দেশের হয়ে ২৩ ম্যাচে কেনের গোল মাত্র ১২টি হলেও অন্য সিনিয়রদের মধ্যে তিনিই সম্ভবত দলে সব চেয়ে বেশি জনপ্রিয়। টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড অবশ্য এর আগেও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম বার তিনি এই দায়িত্ব পান বিশ্বকাপের যোগ্যতা অর্জন রাউন্ডে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। কেন নিজে বিশ্বকাপে অধিনায়ক হতে পারাকে বিরাট সম্মানের ব্যাপার বলে মনে করছেন। তাঁর প্রতিক্রিয়া, ‘‘মনে হয় আমার ফুটবল জীবনের এটাই সেরা মুহূর্ত। প্র্যাক্টিস শুরুর ঠিক আগেই ম্যানেজার আমাকে খবরটা দিলেন। যা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ফুটবল খেলে এমন বেশির ভাগ ছোট বাচ্চার মতো আমিও স্বপ্ন দেখতাম একদিন ইংল্যান্ডের অধিনায়ক হব।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আগেও বলেছি ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হতে চাই। তবে আমাদের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার মতো ফুটবলার কিন্তু আরও অনেকে আছে। ফারাক একটাই, আমার হাতে আর্মব্যান্ডটা থাকবে। বাকি সবই এক। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE